ইস্টার্ন ব্যাংকে রিলেশনশিপ অফিসার জব কেমন?

 ইস্টার্ন ব্যাংকে রিলেশনশিপ অফিসার পদে বছরের বিভিন্ন সময় নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে থাকে। এটি ইস্টার্ন ব্যাংকের HR কনট্রাক্ট। তবে পারফরম্যান্স ভালো থাকলে দেড়বছর পর পার্মানেন্ট করে নেয়।

Eastern Bank Relationship Officer পদে কাজ কি?
উত্তরঃ এই পদে ব্রাক ব্যাংকের মতই লোন দেয়া। নতুন একাউন্ট করা। ডিপোজিট বাড়ানোই কাজ। তবে ব্রাক ব্যাংক যেমন ব্যাবসায়ীদের প্রাধান্য দিয়ে কাজ করে,ইস্টার্ন ব্যাংকে চাকরিজীবীদের লোন দিতে হয়।

Eastern Bank Relationship Officer পদে বেতন কত?
উত্তরঃ শুরুতে ২৮ হাজার টাকা দেয়া হয়। তবে পার্মানেন্ট হওয়ার পর বেতন বাড়ে।

Eastern Bank Relationship Officer পদে পার্মানেন্ট হওয়ার সম্ভাবনা কেমন?
উত্তরঃ এই পদে সহজে পার্মানেন্ট করতে চায়না।ইস্টার্ন ব্যাংকে পার্মানেন্ট হওয়াটা খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়।
EBL JOB
EBL RO

Eastern Bank Relationship Officer পদ কি ফিল্ড জব?
উত্তরঃ হ্যাঁ,ইস্টার্ন ব্যাংকে রিলেশনশিপ এক্সিকিউটিভ পুরোপুরি ফিল্ড জব।

Eastern Bank Relationship Officer পদে জয়েনিং প্রসেস কি?
উত্তরঃ ইস্টার্ন ব্যাংকে শর্টলিস্টে আসাটাই ভাগ্যের ব্যাপার। শর্টলিস্টে আসার পর উনারা লিখিত এক্সাম নেয়। তারপর ভাইবা।
লিখিত পরীক্ষায় টিকতে পারলে,ভাইবাতে সুযোগ পাওয়া সম্ভাবনা অনেকগুন বেড়ে যায়। 

Eastern Bank Relationship Officer পদে ক্যারিয়ার কেমন?
উত্তরঃ এই পদে পার্মানেন্ট হতে না পারলেও অন্য ব্যাংকে সুইচ করা যায়। তবে এই অভিজ্ঞতা ব্যাংক ছাড়া অন্য সেক্টরে তেমন একটা কাজে লাগেনা।

Eastern Bank Relationship Officer পদ ছাড়াও জব রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ পোস্ট পেতে আমাদের এই JobsQnA সাইটটি নিয়মিত ভিজিট করার অনুরোধ রইলো।


আমাদের এই সাইটটি Jobs QnA সুতরাং আপনার যদি আর কোন প্রশ্ন থেকে থাকে,আমাদের কমেন্ট সেকশনে আপনার প্রশ্নটি সাবমিট করে যান, ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন