সাম্প্রতি পেট্রোবাংলায় ১৩ টি কোম্পানির অধীনে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পায়। এত বড় নিয়োগ পেট্রোবাংলায় অতীতে কখনো হয়নি। আমাদের এই JobsQnA সাইটে অনেকেই এই চাকরির সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত জানতে চেয়েছেন।
পেট্রোবাংলার জব কেন এত আকর্ষণীয়?
উত্তরঃ এই চাকরিতে বেতন-ভাতার বাইরে বৈধ আর্থিক সুবিধা অনেক বেশি।
পেট্রোবাংলায় প্রফিট শেয়ার কিভাবে দেয়?
উত্তরঃ প্রতি অর্থবছরে কোম্পানির মোট আয়ের ৫% টাকা সকল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমভাবে বন্টন করা হয়। এক্ষেত্রে গ্রেড ৩ এর একজন কর্মকর্তা যদি এক অর্থবছরে ৫ লক্ষ টাকা পান তাহলে গ্রেড ২০ এর একজন কর্মচারী সমপরিমাণ অর্থ ৫ লক্ষ টাকা পাবেন। এটা কোম্পানিভেদে সাধারণত ১ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। আবার কোন কোম্পানি যদি লসে থাকে তাহলে সে প্রফিট বোনাস দিতে পারবে না। মোদ্দা কথা, যত আয় তত প্রফিট। আয় নাই, প্রফিট বোনাস নাই। প্রফিট বোনাসের ১০% ভ্যাট সরকার কেটে রাখবে। এখন ভাবুন বছর শেষে যদি একসাথে ৫ লক্ষ টাকা পাওয়া যায় তাহলে কেমন লাগবে!
পেট্রোবাংলা এর অধীনস্হ ১৩টি পদে চাকরি |
পেট্রোবাংলার জবে কি কোন পোশাক ভাতা থাকে?
উত্তরঃ প্রতিবছর গ্রীষ্মকালীন পোশাক ক্রয় বাবদ প্রতিষ্ঠানভেদে ৩০,০০০-৪৫,০০০ টাকা এবং এক বছর পর পর শীতকালীন পোশাক ক্রয় বাবদ প্রতিষ্ঠানভেদে ২০,০০০-৩০,০০০ টাকা হয়ে থাকে।
পেট্রোবাংলার জবে উৎসব ভাতা দেয় কি?
উত্তরঃ প্রতি ইদে জনপ্রশাসন মন্ত্রণালয় জারিকৃত ১টি বোনাসের বাইরে অতিরিক্ত আরো ১টি বোনাস দেয়া হয়। দুই ইদে মোট ৪টি বোনাস পাওয়া যায়। অন্য ধর্মালম্বীরাও ৪টি বোনাস পেয়ে থাকেন। ১বোনাস=১ বেসিকের সমপরিমাণ অর্থ।
পেট্রোবাংলার জবে প্রণোদনা ভাতা বা ইনসেনটিভ আছে কি?
উত্তরঃ প্রতিষ্ঠানের কাজের সাফল্য, কূপ খননে সফলতা, নতুন গ্যাস প্রাপ্তি, বার্ষিক কর্মসম্প্রাদন চুক্তি ইত্যাদি বিষয়ে সফল হলে বোনাস প্রদান করা হয়। সাধারণত এক অর্থবছরে প্রতিষ্ঠানভেদে ৩ থেকে ১২টা বোনাস মানে বেসিকের সমপরিমাণ টাকা পাওয়া যায়। এক্ষেত্রে ১০% ট্যাক্স হিসেবে কেটে রাখা হয়।
পেট্রোবাংলাতে এলএফএ বা বিনোদন ভাতা আছে কি?
উত্তরঃ বিনোদনের জন্য প্রতি অর্থবছরে এক বেসিকের সমপরিমাণ অর্থসহ ০৭ দিনের ছুটি পাওয়া যায়।
পেট্রোবাংলাতে লাঞ্চ ভাতা দেয়?
উত্তরঃ প্রতি কর্মদিবসে প্রতিষ্ঠানভেদে ৫০-১৫০ টাকা লাঞ্চের জন্য প্রদান করা হয়।
পেট্রোবাংলাতে গ্যাস সাবসিডি দেয় কি?
উত্তরঃ মাসে ১০৮০ টাকা গ্যাস সাবসিডি বাবদ ভাতা প্রদান করা হয়। কোনো কোনো প্রতিষ্ঠানে এই ভাতা আরো বেশি হয়ে থাকে।
পেট্রোবাংলার চাকরিতে মেডিকেল ভাতা আছে কি?
উত্তরঃ কেউ চাইলে এ ভাতা বাবদ মাসিক ১৫০০ টাকা নিতে পারে অথবা এটা না নিলে তার চিকিৎসা ও মেডিসিন খরচ কোম্পানি বহন করবে।
প্রট্রোবাংলার জবে কোন ঝুঁকি ভাতা আছে?
উত্তরঃ কিছু কোম্পানিতে এটা বেসিকের ৩০% হয়ে থাকে। সব কোম্পানিতে এটা দেওয়া হয় না।
পেট্রোবাংলাতে কি খনি ভাতা আছে?
উত্তরঃ যেহেতু প্রট্রোবাংলাতে খনি আছে। সেহেতু বেসিকের ১০-২০% হয়ে থাকে৷ বড়পুকুরিয়া, মধ্যপাড়া গ্রানাইটে দেওয়া হয়।
এসবের বাইরেও প্রতিষ্ঠানভেদে আরো কিছু কিছু ভাতা প্রচলিত আছে। এবার আপনি হিসাব করুন বেতন-ভাতার বাইরে সব মিলিয়ে বছর শেষে কত টাকা পাওয়া যেতে পারে। আর এগুলো সবই বৈধ উপার্জন। গড়ে মাসিক বেতন লক্ষ টাকা অতিক্রম করলেও অবাক হবার কিছু নেই। বৈধভাবে এমন আকর্ষণীয় চাকরি পেতে চাইলে আজ থেকেই পড়াশোনায় মনোনিবেশ করুন। পেট্টোবাংলা তে ২৫ মার্কের Math রয়েছে,প্রশ্ন সাধারণত IBA করবে,সম্পূর্ণ IBA Standard শতভাগ প্রশ্ন হবে।
পেট্রোবাংলা নিয়ে আপনার মনে আর কোন প্রশ্ন থাকলে আমাদের এই JobsQnA সাইটের কমেন্ট বক্সে আপনার মূল্যবান প্রশ্নটি রেখে যান।