বাংলাদেশে এনজিও জবের মধ্যে ব্রাকের প্রগতি অন্যতম। BRAC এর PROGOTI তে বছরে বিভিন্ন সময় বিশাল সার্কুলার হয়ে থাকে। অনেকেই আমাদের JobsQnA সাইটের কমেন্ট ও ইমেইলে ব্রাক প্রগতির জব সম্পর্কে জানতে চান। আজকের এই আর্টিকেলে মূলত ব্রাকের প্রগতি জবটি কেমন,এই নিয়েই আলোচনা করা হবে।
BRAC এর প্রগতি একটি NGO সংস্থা। ব্রাক যেমন NGO সংস্থা,প্রগতিও অনেকটা সেইরকম ব্রাকের একটি অংশ। এইখানে ছোট লোনগুলো দেয়া হয়। ক্ষুদ্রঋণ সদস্যদের নিয়ে কাজ করে ব্রাক প্রগতি।
ব্রাকের প্রগতিতে ক্যারিয়ার কেমন |
বছরে একবার ব্রাক প্রগতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পায়। এই পদে মোটামুটি ফেয়ার নিয়োগ হয়। অন্যান্য NGO থেকেও তুলনামূলক ভালো সেলারি Progoti তে দেয়া হয়। Progoti NGO তে যারা জব করেন,তারা খুব সহজে ব্রাক ব্যাংকের এমএমই লোনে শিফট করতে পারে।
ব্রাক ব্যাংক সাধারণত তাদের BRAC NGO ও Progoti NGO তে যারা ভালো পারফরম্যান্স করেন,তাদেরকে সরাসরি HR কনট্রাক্টে নিয়োগ দিয়ে থাকে। যেখানে Experience ছাড়া ব্যাক্তিদের থার্ড পার্টি কনট্রাকচুয়াল নিয়োগ দেয়।
প্রগতি NGO তে কাজ করার ক্ষেত্রে কর্মীদের নির্দিষ্ট এড়িয়া ভাগ করে দেয়া থাকে। ফলে কাজ করা অনেক সহজ হয়। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকলে যেহেতু ক্ষুদ্রঋণ সংক্রান্ত কাজ,সেহেতু মাসের শেষ সপ্তাহে ছুটির দিনেও কাজ করতে হতে পারে।
অন্যান্য এনজিওর তুলনায় ব্রাক প্রগতিতে কাজের পরিবেশ, বেতনকাঠামো, ক্যারিয়ার সবকিছুই অনেক ভালো।
ব্রাক প্রগতিতে কাজ করার সুযোগ পাওয়াটাও একটু ভাগ্যের ব্যাপার। কঠোর পরিশ্রম ও সততা নিষ্ঠার সাথে কাজ করতে পারলে প্রগতিতে আপনি ভালো করতে পারবেন।
Tags
NGO Job