ব্র্যাক ব্যাংক ইউনিভার্সাল অফিসার (ক্যাশ) ক্যারিয়ার কী?

BRAC Bank Universal Officer Cash এই পদে বছরে একবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। বাংলাদেশে যারা ব্যাংকিং জগতে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য ব্র্যাক ব্যাংক ইউনিভার্সাল অফিসার (ক্যাশ) একটি আকর্ষণীয় জব। যারা এই পদ সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন,তাদের জন্য আমাদের আজকের QnA আর্টিকেলটি গুরুত্বপূর্ণ। JobsQnA হলো চাকরি নিয়ে যত প্রশ্ন আছে সবকিছুর পূর্নাঙ্গ সমাধান। 

BRAC Bank Universal Officer Cash এই পদে জব কি কেবলমাত্র ক্যাশেই কাজ হয়?
উত্তরঃ না। ক্যাশে বা সার্ভিসে,যেকোনো যায়গায় হতে পারে। ব্রাঞ্চ ম্যানেজার যেখানে বসাতে চায়,সেখানে হবে।

ব্র্যাক ব্যাংক ইউনিভার্সাল অফিসার (ক্যাশ) হলে সার্ভিসে কেন দিবে?
উত্তরঃ Universal Officer সংক্ষেপে ব্রাক ব্যাংকে এই পোস্টকে বলা হয় UO
মানে একজন অফিসার সব দিকেই দক্ষ হবেন। 
কর্মীদের পদের নামের মধ্যে কোন ভেদাভেদ থাকবেনা। ব্রাক ব্যাংকের একটি ব্রাঞ্চে ম্যানের লেভেল ছাড়া সবাই ইউনিভার্সাল অফিস পদবীতে থাকবে। 
BRAC Bank Universal Officer Cash
BRAC Bank Universal Officer Cash

BRAC Bank Universal Officer এই পদে বেতন কত?
উত্তরঃ BRAC Bank Universal Officer এই পদে জয়েনের পর ১ম ছয়মাস ৩০ হাজার টাকা। তারপর পার্মানেন্ট হলে ৩৯ হাজার টাকা।
১ম ছয়মাসে অল্প কিছু টার্গেট থাকবে। যা সামান্য চেস্টা করলেই পূরন হয়ে যায়। আর ব্রাঞ্চ ম্যানেজারের নজর পড়লে ত খুবই সহজ।

ব্রাক ব্যাংক ইউনিভার্সাল অফিসার ক্যাশে ভালো হয় নাকি সার্ভিসে?
উত্তরঃ ক্যাশ থেকে সবাই সার্ভিসে আসতে চায়। কারন সার্ভিসে আসলে টার্গেট অটো ফিলাপ হয়ে যায়।
সেক্ষেত্রে বেশিরভাগ ব্রাঞ্চ ম্যানেজার ক্যাশ থেকে পুরাতনদের সার্ভিসে নিয়ে,নতুনদের ক্যাশে দেয়। তবে অনেক ক্ষেত্রে ব্যাতিক্রম হয়। শুরুতে সার্ভিসের যেতে পারলে খুবই ভালো। 

BRAC Bank Universal Officer পদে টার্গেট কেমন থাকে?
উত্তরঃ ক্যাশে টার্গেট কম থাকে। সার্ভিসে বেশি থাকে। শুরুর দিকে টার্গেট কম থাকলেও দিনকে দিন টার্গেট বাড়তে থাকে। 
শুরুতে বছরে ৫ টা ক্রেডিট কার্ড, বছরে ২০ লক্ষ টাকার স্যালারি লোন,বছরে ৪০ টা একাউন্ট। (সার্ভিসে) 
যদি সে ক্যাশে জয়েন দেয়। তবে একাউন্ট সংখ্যা কম থাকে।

BRAC Bank Universal Officer পদে টার্গেট ফিলাপ না হলে কি বাদ দিয়ে দেয়?
উত্তরঃ বাদ দেয় না। তবে আপনাকে ম্যানেজার প্রেশার দিবে। প্রেশার নিয়েও যদি টার্গেট ফিলাপ না হয়,তখন শাস্তিস্বরূপ ম্যানেজার আপনাকে বদলি করবে। 
আর যদি ভালো ম্যানেজারের অধীনে হয়ে থাকেন,তাহলে ত কপাল ভালো। 

টার্গেট পূরনের উপর ভিত্তি করে রেটিং হয়। সেই রেটিং অনুযায়ী প্রমোশন হয়। আপনার মাথায় যদি প্রমোশন পাওয়ার ইচ্ছে থাকে,টার্গেটের চিন্তা সারাক্ষণ ঘুরবে। কারন প্রমোশন না হলে বেতন বাড়বেনা।
এককথায় ব্রাক ব্যাংক আপনাকে বসিয়ে বেতন দিবে না।

ব্রাক ব্যাংক ইউনিভার্সাল অফিসার পদে নিয়োগ কিভাবে হয়?
উত্তরঃ লিখিত ও ভাইবার মাধ্যমে নিয়োগ হয়ে থাকে। ক্ষেত্রবিশেষে তারা অন্য ব্যাংকের অভিজ্ঞ ব্যাক্তিদের শর্টলিস্টে এনে নিয়োগ দিয়ে থাকে। তবে ব্রাক ব্যাংকের নিয়োগপ্রক্রিয়া সচ্ছ।

BRAC Bank Universal Officer পদে সুযোগ সুবিধা কেমন?
উত্তরঃ ব্যাংকি ক্যারিয়ারে ভালো মানের সকল সুযোগ সুবিধা আপনি এইখানে পাবেন। বছরে বাধ্যতামূলক ১৫ দিন ছুটি,অসুস্থতার ছুটি সহ সব ধরনের ছুটি পাবেন। তবে এই ছুটির কথা চিন্তা করলে,আপনার বাৎসরিক টার্গেট পূরন হবেনা,টার্গেট পূরন না হলে প্রমোশন হবেনা,প্রমোশন না হলে বেতন বৃদ্ধি হবেনা,বেতন বৃদ্ধি না হলে সংসার চালাতে হিমসিম খেতে হবে।
আর ম্যানেজার যদি ভালো না হয়,তবে সকলের সামনে অপমানমূলক কথা তো আছেই।

BRAC Bank Universal Officer এই পদ নিয়ে আপনার মনে আর কোন প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে সাবমিট করুন। অতি দ্রুত রিপ্লে পেয়ে যাবেন। JobsQnA মানেই জব রিলেটেড Question N Answer (QnA)


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন