ব্যাংকের সেলস মার্কেটিং জবে ক্যারিয়ার কেমন?

ব্যাংক জব অনেকের কাছেই স্বপ্নের মতো। সবাই ব্যাংকে জব করা সুযোগ হয়ে উঠেনা। সাম্প্রতি বেসরকারি কিছু ব্যাংক তাদের সেলস মার্কেটিং পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এইসব সেলস মার্কেটিং জীবগুলো বেশিরভাগ ক্ষেত্রেই চুক্তিভিত্তিক হয়ে থাকে। চুক্তিভিত্তিক হলে এই পর্যায় থেকে পার্মানেন্ট হওয়াটা বড় চ্যালেঞ্জ। 

তবে যদি পার্মানেন্ট পদ হয়ে থাকে,সেখানে থাকে টার্গেটের বিশাল প্যারা। ব্যাংকের সেলস মার্কেটিং জবে অহরহ চাকরি চলে যাবার ঘটনা শোনা যায়। কন্ট্রাকচুয়াল পদে থেকে ৬০% চাকরি হারায়। পার্মানেন্ট পদেও এখন টার্গেটের চাপে চাকরি হারানো কথা শোনা যায়।
ব্যাংকের সেলস মার্কেটিং জবে ক্যারিয়ার কেমন
ব্যাংকের সেলস মার্কেটিং জবে ক্যারিয়ার কেমন
প্রাইভেট ব্যাংকের এই সেলস মার্কেটিং পদগুলোতে কেউ যদি লোন ও ক্রেডিট কার্ড সেলসে জব করে ও ভালো করতে পারে। তবে সেক্ষেত্রে অনেক ভালো ক্যারিয়ার রয়েছে। সেলস জবে সেলারি কখনো ফিক্সড থাকেনা। সেলারির তুলনায় কমিশন বেশি আয় করা সম্ভব। ব্যাংকের সেলস মার্কেটিং জবে প্রচুর কমিশন আয় করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে অফিসারকে অবশ্যই কঠোর পরিশ্রমী হতে হবে।
সেলস মার্কেটিং জবে ডেক্সে বসার সুযোগ পাবেন না। আপনাকে ফিল্ডেই কাজ করতে হবে। আপনি যদি ডেক্সে বসে কাজ করার কথা চিন্তা করেন,তবে ব্যাংকের সেলস জব আপনার জন্য উপযুক্ত নয়।
 
ব্যাংকের সেলস জব থেকে পার্মানেন্ট হলেও জেনারেল ব্যাংকিং বা ক্যাশে আসাটা অনেকটা অসাধ্য বলা যায়। যদিনা সেইরকম মানের কোন রেফারেন্স না থাকে তবে ব্যাংকের সেলস থেকে জেনারেল ব্যাংকিং ডিপার্টমেন্টে আসা অসাধ্য। 

আপনি ব্যাংকে সেলস জব করছেন মানে আপনাকে আজীবন এই সেক্টরেই জব করতে হবে। তবে সেলসে জব করে অনেক দ্রুত প্রমোশন ও সেলারি ইনক্রিমেন্ট করা সম্ভব,যেটা জেনারেল ব্যাংকিং বা ক্যাশে জব করে সম্ভব নয়। সেলসে প্রমোশন যতটা দ্রুত হয়,জেনারেল ব্যাংকিংয়ে ততটা দ্রুত হয়না। এটাই সেলস জবে সবচেয়ে পজিটিভ দিক। 

জেনারেল ব্যাংকিং জবে আপনার সেলারি ফিক্সড থাকে। অন্যদিকে ব্যাংকের সেলস ডিপার্টমেন্টে সেলারি কখনোই ফিক্সড নয়। সেলস জবে যেহেতু ডেক্স জব নয়,সেহেতু ঘুরাঘুরি করার অগাধ স্বাধীনতা পাওয়া যায়।

ব্যাংকের ক্রেডিট কার্ড,পার্সনাল লোন,কার লোন,হোম লোন,ডিপোজিট প্রোডাক্ট সেল করার মাধ্যমে অনেক ব্যাংকারের সাথে পরিচিত হওয়া যায়। ফলে ভালো পারফরম্যান্স করতে পারলে অন্য ব্যাংকে রেফারেন্সে জব পাওয়া সহজ হয়ে দাঁড়ায়।

অনেকে ভেবে থাকেন যে, সেলস জব থেকে জেনারেল ব্যাংকিং এ শিফট করবে। যেটা ভুল ধারনা। আর সেলস জবে সবসময় পার্মানেন্ট পজিশনে জয়েন করার চেষ্টা করবেন। যদিও এখনকার ব্যাংকগুলোতে সেলস ডিপার্টমেন্টে পার্মানেন্ট পদে জনবল নিয়োগ দেয়না।

আশাকরি ব্যাংকিং সেলস নিয়ে আপনার মনের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে। আর কোন প্রশ্ন থাকলে আমাদের এই JobsQnA সাইটের কমেন্ট বক্সে মতামত সাবমিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন