সিন্দাবাদ ডট কমে ক্যারিয়ার কেমন?

বাংলাদেশে ই-কমার্স প্লাটফর্মে  Sindabad.Com পুরাতন একটি প্লাটফর্ম। সিন্দাবাদ ডট কম মূলত  B2B এবং B2C দুই সেক্টরেই বিজনেস করে থাকে। যেহেতু সিন্দাবাদ একটি ই-কমার্স প্লাটফর্ম সেহেতু প্রায়ই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। সিন্দাবাদে নিয়োগ বিজ্ঞপ্তিতে ডাক পেলে অনেকেই আমাদের JobsQnA সাইটে কমেন্ট সেকশনে প্রশ্ন করে থাকে। আজকে সবার প্রশ্নের উত্তর দেয়া হবে।

Sindabad.Com মূলত কি ধরনের প্রতিষ্ঠান?
উত্তরঃ সিন্দাবাদ ডট কম ই-কমার্স প্রতিষ্ঠান। খুচরা ব্যাবসায়ীদের নিকট পাইকারি দরে সল্প মূল্যে বিক্রি করার জন্য সিন্দাবাদের এপ্স আছে। সিন্দাবাদ খুবই অল্প সময়ে খুচরা ব্যাবসায়ীদের চাহিদা অনুযায়ী পন্য সরবরাহ করে থাকে। ক্ষেত্রবিশেষে Sindabad ডিলারদের দামের চেয়ে কম দামে পন্য সরবরাহ করে থাকে। 
যে-সব খুচরা ব্যাবসায়ীদের ডিলারদের নিকট থেকে ঠিকভাবে পন্য পায়না,তারা সিন্দাবাদে অর্ডার করতে পারে। 

এছাড়া সিন্দাবাদ বিভিন্ন কর্পোরেট অফিসে তাদের চাহিদা অনুযায়ী কাগজ,কলম,ল্যাপটপের যন্ত্রাংশ পাইকারি মূল্যে সরবরাহ করে থাকে। যেখানে কর্পোরেট অফিসের প্রয়োজন মনিহারি সামগ্রী বাজার থেকে খুচরা মূল্যে কিনতে হতো,সেখানে সিন্দাবাদ ডট কম থেকে পাইকারি দামে কেনা যায়।
Sindabad.Com  ক্যারিয়ার
সিন্দাবাদ ডট কমে ক্যারিয়ার
সিন্দাবাদ ডট কমে জবে ক্যারিয়ার কেমন?
উত্তরঃ আমাদের বাংলাদেশের পেক্ষাপটে ই-কমার্স প্লাটফর্মে জব সেক্টরের অবস্থা তেমন ভালো নয়। দারাজে সাম্প্রতি প্রচুর কর্মী ছাটাই করছে। 
সেখানে সিন্দাবাদের মতো ছোট কোম্পানিতে জবে ক্যারিয়ার ভালো বলা মুশকিল। তাদের সেলারি স্ট্রাকচার অনেক কম। 

Sindabad.Com এ সেলস জবে ক্যারিয়ার কেমন?
উত্তরঃ সিন্দাবাদ যেহেতু B2B বিজনেস করে সেহেতু বিভিন্ন কর্পোরেট অফিসে রেগুলার ভিজিট করার মাধ্যমে অর্ডার নিতে হয়। এছাড়া বিভিন্ন খুচরা ব্যাবসায়ীদের মাধ্যমে অর্ডার সংগ্রহ করতে হয়। সেলসে সেলারি ফ্রেশারদের বেলায় ১৮-২০ হাজার ধরা হয়। কমিশন আছে।

Sindabad.Com এ একাউন্টস পদে ক্যারিয়ার কেমন?
উত্তরঃ সিন্দাবাদ ডট কমে একাউন্টস পদে সেলারি অনেক কম। পাশাপাশি দীর্ঘক্ষন ডিউটি করতে হয়। ক্ষেত্রবিশেষে রাত ১০ টা পর্যন্ত ডিউটি করতে হয়। কারন কোন কোন সময় রাত ১০টায় গোডাউনে অন্য আনলোড হয়। তখন একাউন্টস অফিসারকে থাকতে হয়।
সিন্দাবাদে একাউন্টস পদে সেলারি ১৫-১৭ হাজার হয়ে থাকে। অভিজ্ঞতা থাকলে ২০-২২ হাজার দিতে পারে।

সবকিছু মিলিয়ে বলতে গেলে আমাদের বাংলাদেশের পেক্ষাপট বিবেচনায় সিন্দাবাদ ডট কমে ক্যারিয়ার ভালো বলা যায়না। যদিও এটি জয়েন্ট ভেনচার প্রতিষ্ঠান। 
সিন্দাবাদের মূল প্র‍্তিষ্ঠান অনন্ত গ্রুপ। তাদেরই সাব প্রতিষ্ঠান হিসেবে Sindabad.Com আছে।

সিন্দাবাদ.কম নিয়ে আরও কোন জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে আমাদের সাইটের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন