সাম্প্রতি ইসলামি ব্যাংকে ফিল্ড অফিসার পদে নিয়োগ পরীক্ষা হয়েছে। এটি ইসলামি ব্যাংকের একটি স্থায়ী পদ। সাধারণত দুই বছর পর পর এই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই পদ নিয়ে আমাদের JobsQnA সাইটে অনেকেই প্রশ্ন করেছেন। এই প্রশ্নের সকল উত্তর পাবেন আমাদের এই আর্টিকেলে।
ইসলামি ব্যাংকে ফিল্ড অফিসার জবটি কি পার্মানেন্ট?
উত্তরঃ হ্যাঁ,শতভাগ পার্মানেন্ট।
ইসলামি ব্যাংকে ফিল্ড অফিসার পদে বেতন কত?
উত্তরঃ জয়েনিং এর পর প্রথম ৬ মাস ২১ হাজার।
তারপর কনফার্মেশন হলে ২৩,২০০ টাকা।
ইসলামি ব্যাংকে ফিল্ড অফিসার |
ইসলামি ব্যাংকে ফিল্ড অফিসার পদে ইনক্রিমেন্ট আছে?
উত্তরঃ ইসলামি ব্যাংকে ফিল্ড অফিসার পদটি যেহেতু পার্মানেন্ট তাই এখানে প্রতি বছর ইনক্রিমেন্ট আছে। এক বছর পর বেতন হবে ২৬ হাজার টাকা।
ইসলামি ব্যাংকে ফিল্ড অফিসার পদে কমিশন আছে?
উত্তরঃ হা। যেহেতু ফিল্ড ও টার্গেট ভিত্তিক জব। এই পদে কমিশন আছে। তবে পরিমাণ কম।
ইসলামি ব্যাংকে ফিল্ড অফিসার পদে পোস্টিং কোথায় হয়?
উত্তরঃ ইসলামি ব্যাংকে ফিল্ড অফিসার পোস্টিং গ্রাম অঞ্চলে হয়।
ইসলামি ব্যাংকে ফিল্ড অফিসার পদের কাজ কি?
উত্তরঃ এই পদের মুল কাজ লোন দেয়া,লোন আদায় করা।
ইসলামি ব্যাংকে ফিল্ড অফিসার এই জবের ক্যারিয়ার কেমন?
উত্তরঃ ইসলামি ব্যাংক কর্মীবান্ধব ব্যাংক। এই ব্যাংকে জব করতে পারলে ক্যারিয়ার ভালো।
ইসলামি ব্যাংকের ফিল্ড অফিসার যদি লোন আদায় করতে না পারে,তাহলে কি চাকরি চলে যায়?
উত্তরঃ যিনি লোন দিবেন,তার উপর তো প্রেশার যাবেই। তবে চাকরি যাবেনা। ইসলামি ব্যাংক কর্মীবান্ধব ভালো ব্যাংক।
ইসলামি ব্যাংকে ফিল্ড অফিসার পদের ভাইবাতে কি জিজ্ঞেস করে?
উত্তরঃ ভাইবাতে খুবই সহজ প্রশ্ন জিজ্ঞেস করে। ফিল্ড জবের জন্য কতটুকু যোগ্য সেটাই যাচাই করা হয়।
ইসলামি ব্যাংকে ফিল্ড অফিসার কাজের পরিবেশ কেমন?
উত্তরঃ যেহেতু ফিল্ড জব,সেহেতু আপনি কেমন এলাকায় পড়ছেন সেটার উপর পরিবেশ নির্ভর করবে।
ইসলামি ব্যাংকে ফিল্ড অফিসার পদের পোস্টিং কোথায় হয়?
উত্তরঃ ইসলামি ব্যাংক এই পদে সচারাচর নিজ এলাকায় পোস্টিং দিয়ে থাকে।
ইসলামি ব্যাংকে ফিল্ড অফিসার পদের ফিউচার কি?
উত্তরঃ ফিল্ড জবে কাজ করতে পারলে ফিউচার ভালো। প্রমোশন, ইনক্রিমেন্ট সবকিছু মিলিয়ে মন্দ নয়।
ইসলামি ব্যাংক ফিল্ড অফিসার পদ নিয়ে আপনার মনে যদি আরো কোন প্রশ্ন থাকে তবে আমাদের এই JobsQnA সাইটের কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন। অতিদ্রুত আপনার উত্তর পেয়ে যাবেন।