সহকারী উপ খাদ্য পরিদর্শক পদে ক্যারিয়ার কেমন?

 সাম্প্রতিক সহকারী উপ খাদ্য পরিদর্শক পদে বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। সরকারি চাকরির মধ্যে এটি একটি অন্যতম আকর্ষণীয় চাকরি বলা চলে। সহকারী উপ খাদ্য পরিদর্শক পদে যারা আবেদন করেছেন তাদের অনেকেই আমাদের JobsQnA সাইটের কমেন্টে এসে প্রশ্ন করেছেন। কারন JobsQnA মানেই Job রিলেটেড Question And Answer যেখানে আপনি জব রিলেটেড যেকোনো প্রশ্নের উত্তর সর্বশেষ ২ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন।

আজ আমরা সহকারী উপ খাদ্য পরিদর্শকের কাজ বেতন ভাতা ও পদন্নোতি সম্পর্কে জানবো। খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদটি অনেক গুরুত্বপূর্ণ। এই পদের কাজ হলো খাদ্য সংরক্ষণ করে গুদামজাত করা এবং খাদ্য সরবরাহের ব্যবস্থা করা। খাদ্য অধিদপ্তরের অফিস উপজেলা পর্যায় পর্যন্ত রয়েছে। প্রত্যেকটি জেলা ও উপজেলা শহরে খাদ্য গুদাম রয়েছে। এই গুদাম গুলোতে সহকারী উপ-খাদ্য পরিদর্শক গণ একটা নিদিষ্ট সময়ে গুনগত মানের খাদ্য মজুদ করে সংরক্ষণ করে রাখে।
সহকারী উপ খাদ্য পরিদর্শক
সহকারী উপ খাদ্য পরিদর্শক পদে ক্যারিয়ার কেমন
এছাড়া দেশের খাদ্য শস্য সরবরাহ পরিস্থিতির উপর নজর রাখা। খাদ্যশস্য সংগ্রহ করা এবং বিতরণ ব্যবস্থাসহ অন্যান্য খাদ্য সামগ্রী চিনি, ভৌজ্য তৈল, লবণ ইত্যাদি সংগ্রহ ও বিতরণ ব্যবস্থা করা।বিতরণ খাতে খাদ্য সামগ্রীর বিতরণ ব্যবস্থা নিশ্চিত করা। খাদ্য সামগ্রীর বাজার দর স্থিতিশীল রাখা নিশ্চিত করা। উৎপাদকগণের উৎপাদিত খাদ্য শস্যের সঠিক মূল্য নিশ্চিত করাই হলো সহকারী উপ-খাদ্য পরিদর্শকের কাজ।

অনেক সময় কৃষকেরা ফসলের সঠিক মুল্য পায় না।এজন্য কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিতে সরকারি ভাবে কৃষকের কাছে থেকে শস্য সংগ্রহ করা হয়। আর এই কাজটি করে থাকেন সহকারী উপ-খাদ্য পরিদর্শকেরা।

বেতন ভাতাঃ খাদ্য অধিদপ্তরে সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদের বেতন কাঠামো ১৫ তম গ্রেডের। ১৫তম গ্রেডের বেসিক বেতন ৯৭০০-২৩৪৯০ টাকা পর্যন্ত। এটি তাদের মূল বেতন। মূল বেতনের অন্যান্য ভাতা পাবেন। বাসা ভাড়া, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, যাতায়াত ভাতা ও শিক্ষা ভাতা যদি সন্তান থাকে।

সর্বমোট কত টাকা বেতন পাবেনঃ একজন সহকারী উপ-খাদ্য পরিদর্শক চাকরিতে নতুন যোগদান করেই উপজেলা ও জেলা শহরে সকল ভাতা মিলে পাবেন প্রায় ১৬ হাজার টাকা।

সিটি কর্পোরেশন এলাকায় পাবেন ১৭৫০০+ টাকা।

ঢাকা এরিয়ায় বেতন পাবেন প্রায় ১৮ হাজার টাকা +

এরসাথে যদি সন্তান থাকে এবং সেই সন্তানের বয়স যদি ৫ বছরের বেশি হয়।

তাহলে ১ টি সন্তানের জন্য শিক্ষা সহায়ক ভাতা পাবেন ৫০০ টাকা।

দুটি সন্তানের জন্য শিক্ষা সহায়ক ভাতা পাবেন ১০০০ টাকা।

দুটি সন্তানের বেশি শিক্ষা সহায়ক ভাতা পাবেন না।

এছাড়া আরো সুযোগ সুবিধা তো আছেই। এই জবের নিয়োগ অনেকটাই সচ্ছ হয়ে থাকে। ফলে চাকরিপ্রার্থীদের এই সহকারী উপ খাদ্য পরিদর্শক পদে আবেদন ও জব পাওয়া সম্ভাবন অনেক বেশি থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন