বাংলাদেশের পেক্ষাপটে প্রাইমারি স্কুলের চাকরি বহুল জনপ্রিয়। পূর্বে এইচএসসি পাশে মহিলারা এই জবে আবেদন করতে পারতো। সাম্প্রতি নতুন নীতিমালায় অনার্স পাশ ব্যাতিত প্রাইমারি জবে এপ্লাই করা যায়না। Primary School জবে সারা বাংলাদেশে বিশাল সংখ্যায় আবেদন করে থাকে। কিভাবে প্রস্তুতি নিলে প্রাইমারি জব পাওয়া যাবে এই নিয়ে আমাদের JobsQnA ওয়েবসাইটে অনেকেই জানতে চান। আজকে প্রাইমারি স্কুল জব নিয়ে বিস্তারিত সব বিষয়েই আলোচনা হবে।
Primary School Teacher জবে সেলারি কেমন?
উত্তরঃ নতুন বেতন স্কেল অনুযায়ী প্রাথমিক শিক্ষক হিসেবে নতুন জয়েন করলে সর্বসাকুল্যে ২২ হাজার টাকা সেলারি পাওয়া যায়।
প্রাইমারি স্কুলের চাকরির প্রস্তুতি কিভাবে নিব |
প্রাথমিক শিক্ষক পদে চাকরিতে বয়সসীমা আছে কি?
উত্তরঃ হ্যাঁ। অন্যান্য চাকরির মতপ প্রাইমারি স্কুল শিক্ষক চাকরিতে নিয়োগের ক্ষেত্রেও সরকারি বয়সসীমা মেনে নিয়োগ দেয়া হয়।
প্রাইমারি স্কুল সহকারী শিক্ষক পদে পোস্টিং কোথায় হয়?
উত্তরঃ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মহিলাদের নিজ এলাকায় হয়। পুরুষদের নিজ জেলার ভেতরে পোস্টিং দেয়া হয়।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে প্রস্তুতি কিভাবে নিব?
উত্তরঃ প্রাথমিক বিদ্যালয় নিয়োগ সহায়িকা যেকোনো একটি ভালো মানের গাইড বই কিনে আপনি প্রস্তুতি নিতে পারেন। বাজারে যে বই আছে সবগুলোই গতানুগতিক এক ও অভিন্ন।
যেকোনো একটি বই কিনে ভালোভাবে ৩-৫ মাস সময় নিয়ে পড়তে পারলে, চাকরি আপনার নিশ্চিত।
প্রাইমারি স্কুল সহকারী শিক্ষক নিয়োগে নারী কোটা কত পার্সেন্ট?
উত্তরঃ Primary School Teacher জবে নারী কোটা ৬০%
এখন আলোচনা করছি,প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে যাদের জন্য জব পাওয়া সহজ আর যাদের আবেদন করা উচিৎ নয়।
প্রাইমারি স্কুল সহকারী শিক্ষক নিয়োগে বিশেষত নারীদের আবেদন করা উচিৎ। কারন নারীদের জন্য শিক্ষকতা একটি স্মার্ট পেশা বলা যায়। এছাড়া প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে নারীদের জন্য ৬০% কোটা রয়েছে।
১৫% বিজ্ঞান কোটা, ১৫% মুক্তিযুদ্ধা কোটা আর ৫% প্রতিবন্ধী ও উপজাতি কোটা।
এক্ষেত্রে যেসব নারীদের এসএসসি এইচএসসি ও অনার্সে বিজ্ঞান বিভাগের বিষয় নিয়ে অনার্স মাস্টার্স সম্পন্ন করেছেন, তাদের ক্ষেত্রে তারা ৭৫% কোটার অন্তভূক্ত হচ্ছেন। এছাড়া তার পরেও যদি কোন নারী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও একইসাথে মুক্তিযোদ্ধার কন্য বা নাতনী হয়ে থাকে,উনি ৯০% কোটার অন্তভূক্ত হচ্ছেন। তার জব পাওয়া অনেক সহজ হয়।
আর উপজাতি কোটা থাকলে আরো ৫% যুক্ত হবে। তার জব পাওয়ার সম্ভাবনা ৯৫%
যেসকল পুরুষ কমার্স বা মানবিক বিভাগের শিক্ষার্থী কোন কোটা নেই। তারা শেষের ৫% অন্তভূক্ত হবেন। তাদের মেধার ভিত্তিতে জব পাওয়াটা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে।
তাছাড়া প্রাথমিক বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে প্রশ্নফাঁস ও নানান অনিয়মের অভিযোগ তো আছেই।
সবকিছু মিলিয়ে যাদের কোনপ্রকার কোটা নেই, তাদের ক্ষেত্রে প্রাইমারি চাকরি পাওয়াটা কষ্টসাধ্য। এত বাধাবিপত্তির পরেও অনেকে পুরুষ বানিজ্য বিভাগ বা মানবিক বিভাগ থেকেই প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত হচ্ছেন। তাদের অভিনন্দন।
প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ নিয়ে আপনার মনে যদি আর কোন প্রশ্ন থাকে তবে আমাদের এই পোস্টের নিচে কমেন্ট বক্সে আপনার মন্তব্য রেখে যেতে পারেন।
Tags
Govt Job