সরকারি বা বেসরকারি ব্যাংক জব পেতে করণীয় কি?

সরকারি/বেসরকারি কিংবা ব্যাংক জব পেতে চাইলে নিজেকে প্রস্তুত করুন। ভালো প্রস্তুতি ব্যাতিত ব্যাংক জব সম্ভব নয়। যাদের মামাচাচা আছে,তাদের জন্য বেসরকারি ব্যাংক জব হাতের মোয়া। সরকারি ব্যাংক জব পেতে হলে ভালো প্রস্তুতির বিকল্প নেই।


যেহেতু এটি JobsQnA সাইট,তাই আমাদের সাইটের আপনাদের প্রশ্নের ভিত্তিতে QnA পর্বটি সেরে নিই।

ব্যাংক জব পেতে কি মাস্টার্স পাশ বাধ্যতামূলক? 
উত্তরঃ না। তবে প্রমোশনের ক্ষেত্রে মাস্টার্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ব্যাংক জবে ফাস্টক্লাস থাকা বাধ্যতামূলক?
উত্তরঃ ফাস্টক্লাস না থাকলে বেশিরভাগ বেসরকারি জবে শর্টলিস্ট করেনা। তব সরকারি জবে ক্ষেত্রবিশেষে বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়।
সরকারি বা বেসরকারি ব্যাংক জব
সরকারি বা বেসরকারি ব্যাংক জব


প্রাইভেট ব্যাংক জবে সিজিপিএ গুরুত্বপূর্ণ কি?
উত্তরঃ হ্যাঁ। অবশ্যই।

ব্যাংক জবে কোন কোচিং করলে ভালো হবে?
উত্তরঃ ব্যাংক জবের জন্য কোচিং করলে আপনি পূর্ণাঙ্গ গাইডলাইন পাবেন। তবে আপনার এলাকায় কোন কোচিং আছে কিনা বা কোনটি ভালো হবে সেটি বলতে পারছিনা।

প্রাইভেট ব্যাংকের জন্য কতদিনের প্রস্তুতি যথেষ্ট? 
উত্তরঃ প্রাইভেট ব্যাংক জবে দুইমাস প্রস্তুতি যথেষ্ট। 

সরকারি ব্যাংক জবের জন্য কতদিন প্রস্তুতি নেয়া উচিত? 
উত্তরঃ অন্তত ছয়মাসের প্রস্তুতি প্রয়োজন। কারন সরকারি ব্যাংকে প্রিলিতে পাশ করার পর রিটেন হয়। রিটেন অনেক গুরুত্বপূর্ণ। 


প্রাইভেট বা সরকারি ব্যাংক প্রস্তুতির জন্য নিচের সাজেশন অনুসরণ করুন- আশাকরি ভালো করবেন।

সময়ঃ ছয় মাস থেকে এক বছর। তবে কোনো কোনো বিজ্ঞপ্তির পরীক্ষা থেকে নিয়োগ হতে ২-৩ বছর সময় লেগে যায়। হতাশ হইয়েন না, শীঘ্রই আপনার সৃষ্টিকর্তা আপনাকে দু'হাত ভরে সফলতা দান করবেন।

যে কোন ব্যাংক রিলেটেড কোচিং ও করতে পারেন কিন্তু নিয়মিত অনলাইন/অফলাইন এ এক্সাম নিয়মিত দিতে হবে।

প্রফেসর'স/ওরাকল জব সল্যুশন ব্যাংক প্রিভিয়াস কুয়েশ্চন, 1+ পাবলিকেশন (নিয়মিত ২/৩ টা প্রশ্ন সম্পন্ন করা)
বাংলা ভাষা ও সাহিত্য (Avijatri/Agradut) (জর্জ)
বাংলা ব্যাকরণ (নবম শ্রেণি, পুরাতন বোর্ড বই)
English Grammar (Master, নবম শ্রেণি, চৌধুরী এন্ড হোসাইন) 
প্রতি মাসের কারেন্ট এফেয়ার্স
টেকসই জি কে (সাইফুর্স)
১৯৪৭-১৯৭১ ইতিহাস; সমসাময়িক ঘটনা
ম্যাথ -- সপ্তম, অষ্টম, নবম শ্রেণির বোর্ড বই (জেনারেল ম্যাথ, বাংলা/ইংরেজি মাধ্যম); 
Computer - Easy/Alal's
নিজের অনার্স বিষয় সম্পর্কে ধারনা (কোর ফাংশন)

লিখিত: Professor Bank Written/ সাম্প্রতিক রিটেন বই (ইউনিক পাবলিকেশন/ABC Publication); 
বিগত সালের যেকোনো একটা রিটেন ম্যাথ গাইড (ইউসুফ আলী/জাফর আনসারী/কায়েস স্যারের শিট)
নিয়মিত অনুবাদ/Translation অনুশীলন 
ডেইলি স্টারের উল্লেখযোগ্য এডিটোরিয়াল (ফেসবুক গ্রুপ থেকে পড়ে নিবেন)
বিভিন্ন ফেইসবুক গ্রুপ থেকে pdf সাজেশন।

Helpful Facebook Group for Jobseekers-

a) Banker Selection Guide (BSG)
b) Banking Career in Bangladesh (BCB)
c) Dynamic Bank Job Preparation 
d) Latifur's Focus writing 
e) ABC for Job Entrance 
f) Unique Focus Writing

বিঃদ্রঃ বেশি বই কিনে বিভ্রান্ত হবেন না টেকনিক খটিয়ে গুছিয়ে পড়ুন। একই বই বার বার রিভিশন দিন। অবশ্যই নিয়মিত রুটিন মাফিক পড়াশোনা করতে হবে।

আপনার মনে ব্যাংক জব প্রস্তুতি নিয়ে আর যদি কোন প্রশ্ন থাকে তবে আমাদের পোস্টের নিচে মন্তব্যের ঘরে আপনার মূল্যবান মন্তব্য লিখুন। JobsQnA একটি প্রশ্ন ও উত্তর ভিত্তিক সাইট। যেখানে আপনার সব প্রশ্নের উত্তর পাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন