BRAC Bank Agent Relationship Executive পদে এখন নতুনভাবে নিয়োগ হচ্ছে। এটি ব্রাক ব্যাংকের একটি চুক্তিভিত্তিক পদ। Mhadi Support Service Limited নামক থার্ডপার্টি কোম্পানি BRAC Bank Agent Relationship Executive বা ARE এই পদে নিয়োগের কাজটি করে থাকে। আমাদের JobsQnA সাইটে অনেকেই এই BRAC Bank Agent Relationship Executive পদ নিয়ে জানতে চেয়েছে। আজকে সকল প্রশ্নের উত্তর দেয়া হবে।
BRAC Bank Agent Relationship Executive পদটি কি পার্মানেন্ট?
উত্তরঃ না। মাহাদি নামক থার্ডপার্টি কোম্পানি নিয়োগ দেয়।
BRAC Bank Agent Relationship Executive পদের বেতন কত?
উত্তরঃ ২৪ হাজার টাকা। প্রভিডেন্ট ফান্ড কেটে ২৩,৪০০ দেয়া হয়। আর কমিশন, মোবাইল বিল,যাতায়াত খরচ আছে।
BRAC Bank Agent Relationship Executive কি ফিল্ড জব?
উত্তরঃ হা। এটি ফিল্ড জব।
BRAC Bank Agent Relationship Executive এই পদের কাজ কি?
উত্তরঃ ব্রাক ব্যাংকের এজেন্ট রিলেশনশিপ এক্সিকিউটিভ পদের মুল কাজ,ব্রাক ব্যাংকের বিভিন্ন এজেন্ট আউটলেট ভিজিট করা। নতুন এজেন্ট বৃদ্ধি করা। এজেন্ট আউটলেটে কোন ফাইল হোল্ড থাকলে,হেড অফিসের সকল প্রশ্নের উত্তর ও এজেন্টের সাথে যোগাযোগ করে দ্রুত সমাধান করা।
BRAC Bank Agent Relationship Executive সাপ্তাহিক ছুটি কয়দিন?
উত্তরঃ দুইদিন। শুক্রবার ও শনিবার।
BRAC Bank Agent Relationship Executive পদের পার্মানেন্ট হয় কিভাবে?
উত্তরঃ এজেন্টের টার্গেট ফিলাপ হলে,দুইবছর পর পার্মানেন্ট করে নেয়।
BRAC Bank Agent Relationship Executive টার্গেট কি মাসিক ভিত্তিতে?
উত্তরঃ না,বাৎসরিক টার্গেট থাকে।
BRAC Bank Agent Relationship Executive টার্গেট মূলত কি?
উত্তরঃ নতুন এজেন্ট সৃষ্টি। এজেন্টে ডিপোজিট গ্রোথা বাড়ানো, একাউন্ট বাড়ানো, এজেন্টের সকল কাজ স্মুথ করা।
BRAC Bank Agent Relationship Executive কি এজেন্টে বসে নাকি ব্রাঞ্চে?
উত্তরঃ এই পদটির কাজই বিভিন্ন এজেন্টে এজেন্টে ঘুরে তাদের অবস্থা পর্যবেক্ষণ করা। তাদের অবস্থা বুঝা। যদি কোন এজেন্টকে মনে হয় সে টার্গেট ফিলাপ করতে পারবেনা তার লাইসেন্স বাতিল করে নতুন এজেন্ট দেয়া।
BRAC Bank Agent Relationship Executive পদে ফিউচার কি?
উত্তরঃ পার্মানেন্ট হওয়ার পর ব্যাংক পলিসি অনুযায়ী সেলারি হবে ৩৯ হাজার। তখন Executive থেকে অফিসার হবেন।
BRAC Bank Agent Relationship Executive পদে টার্গেট ফিলাপ না হলে কি ছাটাই করে দেয়?
উত্তরঃ না। পারফরম্যান্স মোটামুটি সন্তোষজনক হলেও রেখে দেয়। তবে কোন অসৎ কাজ করলে বাদ দিয়ে দেয়।
BRAC Bank Agent Relationship Executive পদে ইনক্রিমেন্ট হয়?
উত্তরঃ হ্যাঁ। ব্রাক ব্যাংক এজেন্ট রিলেশনশিপ এক্সিকিউটিভ মাহাদির অধীনে হওয়া স্বত্তেও প্রতি বছর ইনক্রিমেন্ট হয়।
ব্রাক ব্যাংক এজেন্ট রিলেশনশিপ এক্সিকিউটিভ নিয়ে আর কোন প্রশ্ন থাকলে আমাদের এই JobsQnA সাইটের নিচে কমেন্ট বক্সে প্রশ্ন সাবমিট করুন। অতিদ্রুততার ভিত্তিতে উত্তর পেয়ে যাবেন।