BRAC Bank Relationship Exicutive সংক্ষেপে RE বলে। ব্রাক ব্যাংক প্রতি মাসে এই পদে প্রায় একশত জনবল নিয়োগ দিয়ে থাকে। এই পদগুলো থার্ড পার্টি,মাহাদি সাপোর্ট সার্ভিস নামক প্রতিষ্ঠানের অধীনে নিয়োগপত্র প্রদান করে থাকে। BRAC Bank Relationship Exicutive পদে দুই ধরনের কাজের জন্য নিয়োগ দেয়া হয়। লোন ও লাইবিলিটি। লোনে বেশি নিয়োগ হয়। লাইবিলিটি তুলনামূলক কম।
বেতন ধরা হয় ২৪,০০০/- টাকা। পাশাপাশি টার্গেট ফিলাপ হলে যাতায়াত ভাড়া বাবদ ১৫০০-২৫০০ টাকা+ কমিশন।
BRAC Bank Relationship Exicutive লোনে ক্যারিয়ার কেমন?
উত্তরঃ যারা ব্রাক ব্যাংকে লোনে কাজ করে তাদের প্রথমে অনেক কঠোর পরিশ্রম করতে হয়। সব লোন নিজেকেই সোর্স করতে হয়। টার্গেট প্রতি মাসে ৪৫লক্ষ+ থাকে।
লোন অনেকেই নিতে চায় কিন্তু নানা সমস্যার কারনে সবাইকে দেয়া সম্ভব হয়না। ব্রাক ব্যাংক লোন দেয়ার ক্ষেত্রে নানান ক্রাইটেরিয়া দেখে,তারপর এপ্রুভ করে থাকে।
লোনে ছয় মাসে টিকে থাকতে পারলে, আপনার জব যাওয়ার সম্ভাবনা কম।
১০০% এচিভমেন্ট থাকলে এক থেকে দেড় বছরে পার্মানেন্ট হওয়া যায়। পার্মানেন্ট হতে পারলে বড় ধরনের ঝামেলা না হলে জব সিকিউরিটি ভালো। তখন ২-৩ বছর লোনে কাজ করতে পারলে,রেফারেন্স থাকলে অন্য ব্যাংকে সুইচ করতে পারবেন। এখানে ক্যারিয়ার ভালো।
Brac Bank SME Head |
BRAC Bank Relationship Exicutive লাইবিলিটিতে ক্যারিয়ার কেমন?
উত্তরঃ ব্রাক ব্যাংক সাম্প্রতিক লাইবিলিটিতে প্রচুর লোক নিচ্ছে। লাইবিলিটিতে ছয়মাসে একাউন্ট ব্যালেন্স ও এফডিআর সব মিলিয়ে অন্তত ৩কোটি টাকা হতে হবে। এই তিন কোটি ব্যালেন্স করা সহজ নয়। এই পদে স্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই কম। আর চাকরি যাওয়ার সম্ভাবনাও অধিক থাকে। বছরে একাধিকবার KPI চেঞ্জ করা হয়। ফলে যারা লাইবিলিটিতে কাজ করে,তারা সহজে পার্মানেন্ট হওয়া দূরে থাক, চাকরি বাঁচাতেই হিমসিম খেতে হয়।
এই পদে বেতন ও সুযোগ সুবিধা লোনের মতই।
BRAC Bank Relationship Exicutive লাইবিলিটিতে ৬মাসে পার্মানেন্ট হতে না পারলে,তার পার্মানেন্ট হওয়ার সম্ভাবনা কমে যায়। কারন দিনকে দিন টার্গেট বাড়তে থাকে।
মানুষকে টাকা লোন দেয়া যত সহজ,মানুষের কাছ থেকে টাকা এনে ডিপোজিট করানো ঠিক ততটাই কঠিন।
লোনে কাজ করার ক্ষেত্রে একই ব্যাক্তিকে লোনের মেয়াদ শেষে রিপিট/পুনরায় লোন দেয়া যায়। সেটাও পারফরম্যান্স হিসেবে যুক্ত হয়।
কিন্তু লাইবিলিটিতে একই ব্যাক্তির কাছ থেকে একাধিকবার সুবিধা নেয়া যায়না।
রিলেশনশিপ এক্সিকিউটিভ লাইবিলিটিতে যত নিয়োগপ্রাপ্ত হয় তার ৬০% এক বছরের মধ্যে জব ছেড়ে দেয় বা চলে যায়।
বেশিরভাগ টার্গেটের চাপে জব চলে যায়। এইখানে ফিউচার তেমন নেই বললেই চলে। পার্মানেন্ট হওয়ার হার সর্বোচ্চ ৫%
ব্রাক ব্যাংক,বাংলাদেশের প্রথম সারির ভালো মানের একটি ব্যাংক। এটি কর্মীবান্ধব ব্যাংক। তবে তারা থার্ড পার্টির মাধ্যমে যাদের নিয়োগ দেয় তাদের হিসেব ভিন্ন। তবে ব্রাক ব্যাংক BRAC Bank Relationship Exicutive এই পদে নিয়োগ দেয়ার মাধ্যমে দেশের বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে,যা অনস্বীকার্য। অনেক ব্যাংক,ফ্রেশারদের সেইভাবে সুযোগ দিতে চায়না। সেখানে ব্রাক ব্যাংক সুযোগ দিচ্ছে।
BRAC Bank Relationship Exicutive পদ নিয়ে আপনার মনে আর কোন প্রশ্ন থাকলে,আমাদের নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান প্রশ্নটি রেখে যান। ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেয়া হবে। JobsQnA সাইটে জব রিলেটেড সব প্রশ্নের উত্তর পাবেন।