BRAC Bank Sme Loan এ ক্যারিয়ার কেমন?

সাম্প্রতি ব্রাক ব্যাংক তাদের এমএমই লোনে বিশাল সংখ্যাক জনবল নিয়োগ দিচ্ছে। BRAC Bank Sme Loan ডিপার্টমেন্ট এ বেশিরভাগই মাহাদি সাপোর্ট সার্ভিস নামক কোম্পানির অধীনস্হ নিয়োগ হয়ে থাকে। অনেকেই আমাদের JobsQnA সাইটে এই পোস্টে ক্যারিয়ার কেমন সেটা নিয়ে জানতে চায়। আজকের আর্টিকেলে মুলত সেগুলো নিয়েই আলোচনা করব।


ব্রাক ব্যাংক আজকের এই অবস্থানে আসার পেছনে মূল কারিগর তাদের এমএমই ডিপার্টমেন্ট। এমএমই ব্রাক ব্যাংকের মূল শক্তি। ব্যাবসায়ীদের খুব অল্প সময়ে, সল্প অংকের লোন দেয়ার মাধ্যমে ব্রাক ব্যাংক তাদের এসএমই ডিপার্টমেন্ট চালু করেন।

BRAC Bank Sme Loan ডিপার্টমেন্ট সারা বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় দেড় হাজারের অধীক জনবল কাজ করেন। তার ৬০% কন্ট্রাকচুয়াল। কনট্রাকচুয়াল হলেও ব্রাক বাংকে ভালো পারফরম্যান্স থাকলে এক থেকে দুইবছরের মধ্যে পার্মানেন্ট করে নেয়। ব্রাক ব্যাংকে এমএমই লোন পাঁচ লক্ষ টাকা থেকে শুরু হয়। সর্বোচ্চ কোটি টাকা পর্যন্ত তারা এমএমই লোন দেয়। মাসিক টার্গেট থাকে ৪৫ থেকে ৪৮ লক্ষ টাকা। 

অনেকেই Mhadi Support Service লিমিটেড থেকে ব্রাক ব্যাংকে এমএমই ডিপার্টমেন্ট এ পরীক্ষার জন্য নির্বাচিত হয়ে থাকেন। SME লোনের কাজ শুরুর দিকে চ্যালেঞ্জিং হলেও এই কাজে ৭-৮ মাস টিকে থাকতে পারলে ভালো ক্যারিয়ার আছে। কারন কোন লোন অফিসার যখন ৮০-১০০ টি লোন ফাইল দেখাশোনা করবে তখন তার মাসিক টার্গেট অটোমেটিক পূরন হয়ে যায়। তখন তাকে টার্গেট ফিলাপের জন্য তেমন একটা বাহিরে সোর্স করতে হয়না। পরিচিতি লাভের মাধ্যমে অটোমেটিক লোন চলে আসে।
BRAC Bank ESB
BRAC Bank Sme Loan

তবে BRAC Bank Sme Loan জবে মূল চ্যালেঞ্জ, যখন কোন খারাপ কাস্টমার হবে। যখন কেউ লোনের টাকা ঠিকঠাকমতো না দিবে,তখন সেই লোন অফিসারের জন্য বিষয়টি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। আর পার্মানেন্ট হওয়ার আগে যদি কোন লোন পার এ চলে যায় তখন তার পার্মানেন্ট হওয়া নিয়ে সমস্যা হতে পারে।

এই জবটি পুরোপুরি ফিল্ড জব। জয়েনের পর আপনাকে প্রচুর পরিমাণে বাহিরে বাহিরে ঘুরতে হবে। এটা সেলস জব। লোনের জন্য মানুষের দাড়েদাড়ে যেতে হবে। ভিজিটিং কার্ড দিতে হবে। প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড সংগ্রহ করতে হবে। দিনশেষে সেটা বিডিএম বা লাইন ম্যানেজারকে জবাবদিহি করতে হবে। 
এইসব চাপে অনেকেই ৩-৪ মাসের মধ্যে জব ছেড়ে চলে যায়। তবে যারা টিকে থাকতে পারে,তাদের ক্যারিয়ার ভালো। 

একটু বুঝেশুনে ভালো লোকদের লোন দিতে পারলে, ভবিষ্যতে সমস্যা হয়না। যদি কেউ এই চাকরিতে ২-৩ বছর থাকতে পারে,তখন তাকে পেছনে ফিরে তাকানো লাগবেনা। সেলারির পাশাপাশি ইনসেন্টিভ সবকিছু মিলে ভালো অংকের টাকা আয় করা যায়। কারো চাকরির বয়স যখন তিন বছর+ হয়,তখন তারা Existing কাস্টমারকে লোন দিয়ে সময় পাওয়া যায়না। বাহিরে নতুন ফাইল সোর্স করার তেমন প্রয়োজন নেই। সাম্প্রতি লোনের অফিসারদের ডিপোজিট টার্গেট দেয়া থাকে। ডিপোজিট করাতে পারলে ক্ষেত্রবিশেষে ভালো কমিশন পাওয়া যায়।  তবে তাদের মূল কাজই থাকে লোন দেয়া,লোন আদায় করা,কাস্টমারের সাথে সম্পর্কে স্থাপন করা।

যারা ফ্রেশার আছেন, তাদের জন্য BRAC Bank Sme Loan জবটি চ্যালেঞ্জিং জব হলেও এখানে ক্যারিয়ার আছে। তবে খেয়াল করবেন সেটি লাইবিলিটি কিনা! কারন ব্রাক ব্যাংক এমএমই লাইবিলিটিতেও প্রচুর জনবল নিয়োগ দেয় কিন্তু লাইবিলিটি থেকে সহজে পার্মানেন্ট হওয়া যায়না। বলতে পারেন,যেকোনো ব্যাংকেই লাইবিলিটিতে কাজ করে কোন ফিউচার নেই। কারন লোনের রেট ৩০% হলেও,লোন দেয়া যায় কিন্তু মানুষের কাছ থেকে টাকা এনে ডিপোজিট করাটা কস্টকর।

যদি আপনি নিশ্চিত থাকেন যে এটি BRAC Bank Sme Loan ডিপার্টমেন্ট ও আপনি সেলস জবের জন্য নিজেকে যোগ্য মনে হয়,তবে আপনি জয়েন করতে পারেন। কারন শুরুতে প্রচুর পরিশ্রম করতে হয়।

আপনার মনে যদি BRAC Bank Sme Loan নিয়ে আর কোন প্রশ্ন থাকে তবে JobsQnA সাইটের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। অতি অল্প সময়ে আপনার প্রশ্নের উত্তর দেয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন