BRAC Bank Young Leader ব্রাক ব্যাংকের একটি আকর্ষণীয় পদ। প্রতি বছর এই পদে কিছু সংখ্যক লোক নিয়োগ দেয়া হবে। BRAC Bank Young Leader পদে যারাই আবেদন করে,মোটামুটি সবাইকে শর্টলিস্টে নেয়া হয়। প্রাথমিকভাবে অনলাইনে একটি পরীক্ষা নেয়া হয়। সেটি উত্তীর্ণ হওয়াই সবচেয়ে কঠিন। ৯০% ক্যান্ডিডেট এই পরীক্ষায় বাদ যায়। পরীক্ষায় সব প্রশ্নের উত্তরই কমন ও সঠিক মনে হবে। পরীক্ষা দেয়ার পর মনে হবে,পাশ হবে। কিন্তু যারা ঢাবির আইবিএ স্টুডেন্ট বা বাহিরের দেশের কারিকুলামের সাথে পরিচিত, কেবলমাত্র তারাই এই পদে ভালো করতে পারে।
BRAC Bank Young Leader |
BRAC Bank Young Leader পদে পরীক্ষা পদ্ধতি কেমন হয়?
উত্তরঃ যারা আবেদন করছেন/করবেন তাদের জন্য গতবারের অভিজ্ঞতায় লেখা:
পরীক্ষা হয় ৫ ধাপে
১)শর্ট লিস্ট- এই পরীক্ষার ৯০% ক্যান্ডিডেট বাদ যায়।
২) অনলাইন টেষ্ট( বেসিক জিকে,ম্যাথ ইংরেজী,এর কিছু বেসিক কোয়েশ্চন থাকে আপনার সিলেক্ট করা ফিল্ড থেকে)
৩) সরাসরি এক ম্যারাথন এক্সাম
(MCQ হয়, বেসিক জিকে,অ্যানালাইটিকাল, মেনটাল অ্যাবিলিটি থাকে,
অপশন থাকে ৮ টা সময় থাকে না একদমই, প্রশ্ন এমন থাকে যে এই পারবেন পারবেন কিন্তু পারছেন না,এদিক সময় শেষ,)
ভেন্যু ছিল: BICC-Kuril)
প্রশ্নকারীঃ ৩য় পক্ষ মানে হায়ার করা, ব্রাকের কেউ না, সেবার প্রশ্ন করছিল আর্মি ISSB এর মেন্টাল অ্যাবিলিটি টেস্ট নেয়, সেই প্রতিষ্ঠান)
৩২০০ ক্যান্ডিডেট থাকে এই পর্যায়ে.
৪ শিফটে পরীক্ষা হয়, সব শিফট থেকে ১৫০ নেয়।
৪) ৬০০ জনের মতো নিয়ে ১ম ভাইবা। ভাইবা বেসিক্যালি গল্প করে, এর মধ্যে কি যাচাই করে বুঝতে পারিনি, জাস্ট আপনাকে নিয়ে গল্প, স্কুল কলেজ লাইফ, প্রেম, জীবনের কঠিন সময়ের হিস্ট্রি, চা নাস্তা খাবেন আর ভাইবা দিবেন।(ব্রাকের মেইন অফিস, মহাখালী তে)
৫) ২০০ জন নিয়ে ২য় ও শেষ ভাইবা।
গতবার ৭০+ নিয়েছে।
BRAC Bank Young Leader প্রোগ্রামে বেতন কেমন?
উত্তরঃ BRAC Bank Young Leader Programme এ বেতন ৭০ হাজার হয়ে থাকে। এটি প্রিন্সিপাল অফিসার সমতুল্য পোস্ট। এই পদে ক্যারিয়ার অনেক ভালো।
BRAC Bank Young Leader পদে সুযোগ সুবিধা কেমন?
উত্তরঃ ব্রাক ব্যাংক বাংলাদেশের প্রথম সারির ব্যাংক। সুযোগ সুবিধা ব্যাংকের নিয়ম অনুযায়ী সবকিছুই পাবেন।
BRAC Bank Young Leader পদ নিয়ে আপনার মনে আর কোন প্রশ্ন থাকলে,নিচের কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি সাবমিট করুন। ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেয়া হবে। জব রিলেটেড যেকোনো প্রশ্নের উত্তর পেতে JobsQnA সাইটের বিকল্প নেই।