ব্রাক ব্যাংকের রিলেশনশিপ এক্সিকিউটিভ পদের দুই ধরনের পদে নিয়োগ দেয়া হয়।
১) লোন।
২) লাইবিলিটি সেলস।
BRAC BANK রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে লোনের কাজ কি?
উত্তরঃ BRAC BANK Relationship Exicutive পদে লোনের মূল কাজ ব্যাবসায়ীদের লোন দেয়া,লোন আদায় করা। এটি বেশিরভাগ কন্ট্রাকচুয়াল পদ হয়ে থাকে। ১৫০% এচিভমেন্ট থাকলে এক বছর পর পার্মানেন্ট করে।
BRAC BANK রিলেশনশিপ এক্সিকিউটিভ লোনে টার্গেট কেমন থাকে?
উত্তরঃ রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে লোনে যদি SMALL হয়,তবে মাসিক টার্গেট ৪৮ লক্ষ টাকা। যদি ESB(EMERGING SMALL BUSINESS) হয়,তবে ৪০ লক্ষ টাকা।
BRAC Bank RE
BRAC BANK RELATIONSHIP EXICUTIVE পদে টার্গেট ফিলাপ না হলে কি বাদ দিয়ে দেয়?
উত্তরঃ ১ম ২ মাস টার্গেট থাকেনা। তবে তারপর যদি পর পর ২-৩ মাস ৫০% এর কম টার্গেট ফিলাপ হয় তবে বাদ দেয়। নতুবা বাদ দেয়না।
BRAC BANK রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে মাসিক বেতন কত?
উত্তরঃ এই পদে থার্ড পার্টিতে মাসিক বেতন ২৪০০০ টাকা। তবে প্রভিডেন্ট ফান্ড কেটে ২৩,৪০০ পাওয়া যায়। এছাড়া টার্গেট ফিলাপ করতে পারলে ২৫০০ টাকা অতিরিক্ত যাতায়াত ভাড়া পাওয়া যায়। কমিশন তো আছেই।
এবার আসি, যারা লোনে নিয়োগ প্রাপ্ত না হয়ে লাইবিলিটি সেলসে নিয়োগ পান তাদের নিয়ে কিছু কথাঃ
যারা লাইবিলিটিতে নিয়োগপ্রাপ্ত হবেন তাদের জন্য ব্যাংক থেকে দেওয়া নির্ধারিত টার্গেট থাকবে। আপনাদের কাজ হলো মার্কেট ভিজিট করে প্রতিষ্ঠান ও ব্যাক্তিদের ব্যাংকের সার্ভিস সম্পর্কে জানানো ও তাদের CASA একাউন্ট করানো। CASA বলতে কাস্টমারের কারেন্ট অথবা সেভিংস একাউন্ট করা। এটাকেই CASA Acc বলা হয়।
এসব একাউন্টে টাকা রাখা। লেনদেনের মাঝে ব্যাংকের সুযোগ সুবিধা বুঝিয়ে যতটা সম্ভব সেসব একাউন্টে টাকা রাখা, এফডিআর করানো, ডিপিএস করানো। এগুলো করাতে ব্যাংকের সুযোগ সুবিধা ও রেট সম্পর্কে ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে। অন্য ব্যাংকের থেকে আপনার ব্যাংক কোন সার্ভিস ও সুযোগ সুবিধায় কোন দিক থেকে এগিয়ে সেটা কাস্টমারদের বোঝাতে পারলেই তারা আগ্রহী হবেন একাউন্ট করে লেনদেন করতে। ব্র্যাক ব্যাংকের একটি জনপ্রিয় এ্যাপস আস্থা। সেটি সম্পর্কে ও এর ব্যবহার জেনে কাস্টমারকে এটির সুবিধা সম্পর্কে অবগত করতে পারলে কাজটি সহজ হবে।
এই কাজ লোনের থেকে অনেকটা বেশি কঠিন। ব্রাক ব্যাংক লাইবিলিটিতে পার্মানেন্ট হওয়ার সম্ভবনা খুবই কম থাকে। কারন, মানুষকে ঋণ দেয়া যতটা কঠিন,মানুষের টাকা ব্যাংকে জমা করানো ততটা কঠিন।
আর লাইবিলিটিতে জব ছাড়ার হার বা চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। লাইবিলিটিতে প্রথম ছয় মাসে যদি কেউ তিন কোটি টাকা একাউন্টে জমা রাখতে পারে,তাহলে পার্মানেন্ট করে,নতুবা ব্যাংক পলিসি বা KPI অনুযায়ী পার্মানেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কমে আসে।
লোনের ক্ষেত্রে চ্যালেঞ্জিং হলো ব্যবসা প্রতিষ্ঠান ভিজিট করে ঋণ প্রদানের উপযোগী কাস্টমারদের বাছাই করে ঋণ প্রদান করতে হবে ও ঋণের টাকা কালেকশন করতে হবে। এছাড়াও ব্যাংকের সার্ভিস দিতে হবে। ব্যাংকের একাউন্ট ওপেনিং ফরম পূরণ সম্পর্কে ভালো দক্ষতা রাখতে হবে।
লোন ঠিকঠাক আদায় করতে না পারলে,তখন নিজের পকেট থেকেও ক্ষেত্রবিশেষে দিতে হতে পারে। কারন,কোন লোন যদি একবছরে কোন লোন খারাপ হয়,তবে তাকে পার্মানেন্ট করবেনা। তাই আপনাকে বাধ্য হয়েই নিজের পকেট থেকে কাস্টমারের লোন পরিশোধ করতে হবে।
এই পদে চাকরি করলে ফিল্ডে কাজের পাশাপাশি ব্যাংকিং অনেক কাজ শিখতে পারবেন যা ফ্রেশারদের ভবিষ্যতে অন্যান্য ব্যাংকিক জবে অনেক সুযোগ সৃষ্টি করবে,যদি আপনি লোনে কাজ করেন। লাইবিলিটিতে কাজ করে ৬ মাসে পার্মানেন্ট না হতে পারলে,পার্মানেন্ট হওয়ার সম্ভাবনা দিনকেদিন কমতে থাকবে।
তবে ব্র্যাক ব্যাংকে ভালো ইনসেনটিভ পলিসি চালু আছে। মন দিয়ে কাজ করে টার্গেটের বেশি ফিলাপ করলে বেতনের থেকেও বেশি ইনসেনটিভ উঠানো সম্ভব। সেলস বা ফিল্ড জবের মজা মূলত এখানেই।
ব্রাক ব্যাংক রিলেশনশিপ এক্সিকিউটিভ পদ নিয়ে আরো বেশ কয়েকটি পোস্ট আমাদের সাইটে দেয়া হয়। যেকোনো জব সম্পর্কে ধারনা পেতে আমাদের সাইটে নিয়মিত পোস্ট করা হবে।
BRAC BANK রিলেশনশিপ এক্সিকিউটিভr পদ ছাড়াও জব রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ পোস্ট পেতে আমাদের এই JobsQnA সাইটটি নিয়মিত ভিজিট করার অনুরোধ রইলো।
আমাদের এই সাইটটি Jobs QnA সুতরাং আপনার যদি আর কোন প্রশ্ন থেকে থাকে,আমাদের কমেন্ট সেকশনে আপনার প্রশ্নটি সাবমিট করে যান, ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।