BRAC Institute Of Skills Development(ISD) যাকে অনেকে BRAC ISD বলে থাকেন। এটি মুলত একটি প্রজেক্ট। যার মাধ্যমে BRAC ISD মানুষকে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে দক্ষ করে তুলে। কোন কোন এলাকায় ফ্রিতে ট্রেনিং করার আবার কোন এলাকায় নামমাত্র ফি'তে করায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে Skill Development করার জন্য BRAC ISD কে ফান্ড দিয়ে থাকে। যখন পর্যাপ্ত ফান্ড দেয়,তখন তারা ফ্রিতেই ট্রেনিং করায়। যখন ফান্ড না থাকে,তখন নামমাত্র ফি'তে কোর্স করায়। কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করে থাকে। পাশাপাশি ভালো দক্ষতা অর্জন করতে পারলে,তারাই জব ম্যানেজ করে দেয়।
এই ট্রেনিং করানোর জন্য BRAC Institute Of Skills Development বিভিন্ন সময় লোক নিয়োগ দিয়ে থাকে। এই জব নিয়ে অনেকের মনে নানান প্রশ্ন থাকে। আজ সে-সব প্রশ্নের উত্তর দেয়া হবে। জব রিলেটেড যেকোনো প্রশ্নের উত্তর পেতে সবার একমাত্র ভরসা JobsQnA
BRAC ISD |
BRAC Institute Of Skills Development পদের কাজ কি?
উত্তরঃ এই সেক্টরে বিভিন্ন কাজে লোক নিয়ে থাকে। প্রোগ্রাম অর্গানাইজার,এসিস্ট্যান্ট অফিসার,ফিল্ড অফিসার ছাড়াও বিভিন্ন সেক্টরে লোক নিয়ে থাকে।
BRAC Institute Of Skills Development Assistant Officer এর কাজ কি?
উত্তরঃ প্রতি ২-৩মাসে ৪০জন বেকার সম্ভাবনানয় যুবক যুবতীদের ট্রেনিং করানোর উদ্দেশ্যে রেজিস্ট্রেশন করাতে হবে। ফিল্ড ভিজিট করতে হবে। তারপর ট্রেনিং চলাকালীন কাজে সহায়তা করতে হবে।
BRAC Institute Of Skills Development Programme Arrange এর কাজ কি?
উত্তরঃ বিভিন্ন ট্রনিং কাজে যাবতীয় সরঞ্জামের যোগান দেয়াই এর মুল কাজ।
BRAC Institute Of Skills Development পদে ছুটি কয়দিন?
উত্তরঃ সাপ্তাহিক ২দিন ছুটি পাবেন। তবে কাজ ঠিকঠাক না ঘুছাতে পারলে এক্সট্রা কাজ করতে হবে।
BRAC Institute Of Skills Development পদে বেতন কেমন?
উত্তরঃ এসিস্ট্যান্ট অফিসারেএ বেতন সর্বসাকুল্যে ২৪-২৫ হাজার টাকা। এলাকাভিত্তিক বেতন পার্থক্য হয়। আর অন্য পদে ৩০-৩২ হাজার টাকা।
BRAC Institute Of Skills Development পদে ক্যারিয়ার কি?
উত্তরঃ এটি একটি প্রজেক্টভিত্তিক জব। এই পদে কন্ট্রাকচুয়াল ও পার্মানেন্ট, দুই পদেই নেয়া হয়। তবে প্রজেক্টে কাজ করার একটা মজা আছে। যারা এই কাজ উপভোগ করতে পারে,তাদের জন্য ক্যারিয়ার। কিন্তু যারা সোস্যাল হাইপ চায়,তাদের জন্য ভালো হবেনা।
এই কাজে BRAC থেকে পার্মানেন্ট নিয়োগ দিয়ে থাকলে,একটি প্রজেক্টের মেয়াদ শেষ হলে আপনাকে অন্য প্রজেক্টে দেয়া হবে। তবে যদি কন্ট্রাকচুয়াল হয়,তবে দিতে পারে আবার নাও দিতে পারে।
তবে BRAC একটি কর্মীবান্ধব সংস্থা। এইখানে আপনি কাজ করতে পারলে, ক্যারিয়ার আছে।
BRAC Institute Of Skills Development প্রোগ্রামের চ্যালেঞ্জিং দিক কি?
উত্তরঃ এই জবে মুল চ্যালেঞ্জিং দিক হলো,আপনাকে প্রত্যন্ত অঞ্চলে দেয়া হবে। যার ফলে আপনাকে সেই এলাকার পরিবেশ ও মানুষের সাথে তাল মিলিয়ে চলা চ্যালেঞ্জিং হবে।
এছাড়াও যদি এই প্রশ্নের বাহিরে BRAC ISD নিয়ে আপনার কোন প্রশ্ন থাকে তবে আমাদের সাইটের কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি রেখে যেতে পারেন। ২৪ ঘন্টার মধ্যে উত্তর পেয়ে যাবেন।