বাংলাদেশের প্রথম সারির প্রাইভেট ব্যাংকের মধ্যে সিটি ব্যাংক অন্যতম। City Bank এ ক্যারিয়ার নিয়ে আমাদের JobsQnA সাইটে অনেকেই জানতে চেয়েছে। আজকের আর্টিকেলে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে।
City Bank PLC বাংলাদেশের প্রথম সারির প্রাইভেট ব্যাংক। যা শুরু থেকেই খুব সুনামের সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। সিটি ব্যাংকে বিভিন্ন সময় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তাদের বেশিরভাগ নিয়োগ অভ্যন্তরীণ হয়ে থাকে। জেনারেল সার্ভিস বা ক্যাশে তাদের নিয়োগগুলো পূর্বে অভ্যন্তরীণভাবেই হতো। সাম্প্রতি তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে কিছু কিছু ফাঁকা পদে নিয়োগ দিয়ে থাকে।
সিটি ব্যাংকে ক্যারিয়ার প্রাইভেট ব্যাংকগুলো মধ্যে সেরা। তবে এই ব্যাংকেও ব্রাক ব্যাংকের মত টার্গেটের চাপ প্রচুর। করোনাকালীন সময় সিটি ব্যাংক তাদের অনেক কর্মী ছাটাই করেছে বল্ব গুঞ্জন আছে। এছাড়া তাদের কর্মীদের ব্রাক ব্যাংকের মতো টার্গেট সেটাপ করা থাকে। টার্গেট ফিলাপ না হলে,প্রমোশন হয়না,সেলারি ইনক্রিমেন্ট হয়না।
City Bank এ ক্যারিয়ার কেমন |
এখনকার যুগে যে ব্যাংকে কর্মীদের টার্গেট,প্রেশার দিয়ে রাখতে পারে,সেই ব্যাংক তত উন্নত। সিটি ব্যাংকে টার্গেট প্রচুর থাকে। তবে সুযোগ সুবিধাও অনেক ভালো।
এছাড়া সিটি ব্যাংকে সিটি টাচ নামে একটি এপ্স আছে। যেখানে কাস্টমার বাসায় বসে অনায়াসে লেনদেন করতে পারে।
বাংলাদেশের বিভিন্ন যায়গায় সিটি ব্যাংকের অনেক শাখা রয়েছে। সিটি ব্যাংকের এইচ আর পলিসি অনেক ভালো। যারা পার্মানেন্ট পজিশনে আছেন, তেমন কোন বড় ধরনের ভুল না করলে জব যায়না। City Bank এর জব সিকিউরিটি ভালো। তবে আপনাকে টার্গেটের প্যারা মাথায় নিয়ে কাজ করতে হবে।
সিটি ব্যাংকের সেলারি স্ট্রাকচার ও অনেক ভালো। City Bank Standard সেলারি পলিসি ফলো করে থাকে। বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন ফলো করে সিটি ব্যাংক সেলারি দিয়ে থাকে।
যারা জব প্রত্যাশী, যদি কোন পার্মানেন্ট পজিশনের জন্য সিটি ব্যাংকে নির্বাচিত হয়ে থাকেন,তবে নিঃদ্বিধায় করতে পারেন।
JobsQnA সাইটের কমেন্ট সেকশনে সিটি ব্যাংক নিয়ে আপনাদের আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন।