DSA For NCC Bank জবের ক্যারিয়ার কি?

 DSA For NCC Bank পদে সাম্প্রতিক সময় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে এনসিসি ব্যাংকে সরাসরি নিয়োগ দেয়না। থার্ড পার্টি মাহাদি সাপোর্ট সার্ভিসের মাধ্যমে তারা নিয়োগ দিয়ে থাকে। আজ আমরা DSA For NCC Bank পদ নিয়ে খুটিনাটি সবকিছু জানার চেস্টা করবো।


DSA For NCC Bank জব কি পার্মানেন্ট?
উত্তরঃ থার্ড পার্টি মাহাদি সাপোর্ট সার্ভিসের জব। সরাসরি ব্যাংকের অধীনে নয়। এটি থার্ড পার্টি Mhadi Support Service Limited অধীনস্থ চাকরি।
DSA For NCC Bank
NCC Bank
DSA For NCC Bank বেতন কত?
উত্তরঃ 
DSA For NCC Bank পদের বেতন ১৭ হাজার টাকা দেয়া হয়। অভিজ্ঞতা থাকলে সর্বোচ্চ ২৪ হাজার পর্যন্ত দিতে পারে। তবে তারা যথাসম্ভব চাইবে কম দিতে।

DSA For NCC Bank পদের পোস্টিং কোথায় হয়?
উত্তরঃ NCC ব্যাংকের ব্রাঞ্চে পোস্টিং দেয়া হয়ে থাকে।

DSA For NCC Bank পদে পার্মানেন্ট হয় কতদিন পর?
উত্তরঃ পারফরম্যান্স ভালো থাকলে দুই থেকে তিন বছর পর পার্মানেন্ট করে নিতে পারে। তবে নতুন ব্যাংক হিসেবে কাজ করাটা অনেক চ্যালেঞ্জিং হবে।

NCC Bank এর কর্মপরিবেশ কেমন?
উত্তরঃ প্রাইভেট ব্যাংকের মধ্যে এনসিসি ব্যাংকের কর্মপরিবেশ অনেক ভালো। তবে সেহেতু DSA For NCC ব্যাংকের এই পদে পোস্টিং ব্রাঞ্চে হয়,তাই সেক্ষেত্রে কেমন হয় বলা মুশকিল। তবে কাজ করতে পারলে ভালো হবে।

DSA For NCC Bank পার্মানেন্ট হওয়ার সম্ভাবনা কেমন?
উত্তরঃ মুলত এই জবের মূল চ্যালেঞ্জ হলো সেলারি। যদিও কমিশন আছে তবুও এত অল্প স্যালারির কারনে বেশিরভাগ দীর্ঘদিন টিকে থাকতে পারেনা। এছাড়া টার্গেটের চাপ সবকিছু মিলিয়েই চ্যালেঞ্জিং জব।

DSA For NCC Bank পদে পরীক্ষার প্রশ্ন কেমন হয়?
উত্তরঃ যেহেতু এই পদে মাহাদি নিয়োগ দেয়। তারা প্রথমে ভাইবা ও কম্পিউটার টেস্ট নিয়ে থাকে। ক্ষেত্রবিশেষে রিটেন নেয়। কম্পিউটার টেস্টে বাংলা,ইংরেজি টাইপিং ও এক্সেলের যোগবিয়োগ করতে দেয়া হয়। ভাইবা অনেক সহজ হয়। এই জব পাওয়াটা যত সহজ,এই জবে টিকে থাকাটা ততই কঠিন।
থার্ড পার্টির ভাইবার পর,NCC BANK এর হেড অফিসে চূড়ান্ত ভাইবা নেয়া হয়।

ফ্রেশার হিসাবে DSA For NCC Bank জব কেমন?
উত্তরঃ ফ্রেশার হিসাবে এই জবটি ভালো। তবে পার্মানেন্ট হওয়াটাই কস্টকর। নতুন ব্যাংকের প্রোডাক্ট নিয়ে কাজ করাটাও চ্যালেঞ্জিং। যারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন,তাদের জন্য NCC Bank এর থার্ড পার্টির অধীনস্হ এই জবটি সেরা চয়েজ হতে পারে।

DSA For NCC ব্যাংক এই পদের কাজ কি?
উত্তরঃ নতুন একাউন্ট করা,ডিপোজিট বাড়ানো, ব্যাংকের প্রোডাক্ট সেল করা। এটা শতভাগ ফিল্ড জব। 

DSA For NCC Bank পদ নিয়ে আপনার মনে যদি আর কোন প্রশ্ন থেকে থাকে,তবে নিচের কমেন্ট বক্সে সেটি সাবমিট করুন। মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেয়া হবে। এটি JobsQnA সাইট,তাই জব রিলেটেড সকল প্রশ্ন আমাদের সাইটের কমেন্ট বক্সে করতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন