E-zone Business Development Executive পদে বছরের বিভিন্ন সময় নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে থাকে। অনেকেই জানেনা এটি কোন ব্যাংকের নিয়োগ। Ezone মুলত থার্ডপার্টি একটি কোম্পানি। নিয়োগদাতা প্রতিষ্ঠান হিসেবে ইজোন কাজ করে থাকে। Business Development Executive পদ নিয়ে আমাদের যত প্রকার প্রশ্ন আছে,আজ JobsQnA সাইটে এই আর্টিকেলে উত্তর দেয়া হবে।
Ezone HRM Development Executive পদটি কোন ব্যাংকের নিয়োগ?
উত্তরঃ এটি UCB ব্যাংকের নিয়োগ হওয়ার সম্ভাবনা ৯৯%
Business Development Executive পদে বেতন কত?
উত্তরঃ ১৭ হাজার টাকা। পাশাপাশি কমিশন আছে।
Ezone Business Development Executive পদে পোস্টিং কোথায় হয়?
উত্তরঃ নিজ জেলা বা উপজেলায় হয়। বিশেষত UCB ব্যাংকের উপশাখায় :Business Development Executive পদে নিয়োগ হয়ে থাকে।
Ezone Business Development Executive পদটি কি ফিল্ড জব?
উত্তরঃ ৯০% ফিল্ড জব। আর ১০% ডেক্স। তবে ডেক্সে বসে থাকলে টার্গেট ফিলাপ হবেনা।
Business Development Executive পদে ক্যারিয়ার কেমন?
উত্তরঃ প্রতি মাসে টার্গেট ফিলাপ করে, ২ বছর টিকে থাকতে পারলে, একটি পরীক্ষার মাধ্যমে পার্মানেন্ট করা হয়।
E-zone HRM Development Executive পদে টার্গেট ফিলাপ না হলে বাদ দিয়ে দেয়?
উত্তরঃ পর পর ২-৩ মাস না পারলে বাদ দিয়ে দিবে।
Business Development Executive পদের কাজ কি?
উত্তরঃ নতুন ব্যাংক একাউন্ট খোলা, ডিপিএস,এফডিআর করা,লোন দেয়া,লোন আদায় করা। সবকিছু মিলিয়েই কাজ।
Ezone Business Development Executive পদে জব ফিউচার কি?
উত্তরঃ থার্ড পার্টি জবে ফিউচার নেই। কারন আপনি থার্ড পার্টির হয়ে কাজ করছেন মানে,আপনাকে ব্যাংক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দিবেনা। আপনাকে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দিবে ইজোন। এই জব থেকে পার্মানেন্ট না হতে পারলে ফিউচার ভালো না।
Ezone Business Development Executive পার্মানেন্ট হওয়া যায় কি?
উত্তরঃ কেউ কেউ পার্মানেন্ট হয়েছে। তবে সেই হার খুবই কম।
Business Development Executive পদে বাৎসরিক ইনক্রিমেন্ট হয়?
উত্তরঃ হ্যাঁ, ইজোনে কর্মীদের ইনক্রিমেন্ট দিয়ে থাকে। তবে সেটা অনেক ক্ষেত্রে ব্যাংক পলিসির উপর পার্থক্য থাকে।
E-zone Business Development Executive পদে পরীক্ষায় প্রশ্ন কেমন হয়?
উত্তরঃ লিখিত আসে,খুবই সহজ। তারপর কম্পিউটার টেস্ট,যেখানে যোগ,বিয়োগ,টাইপিং দেয়া হয়। তারপর ভাইবা।
নিয়োগ প্রক্রিয়া সচ্ছ থাকে।
Ezone Business Development Executive পদ নিয়ে আপনার মনে যদি আর কোন জিজ্ঞাসা থাকে তবে আমাদের JobsQnA সাইটের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর সময়মতো পেয়ে যাবেন।