Eastern Bank এ শর্টলিস্ট না হওয়ার কারন কি?

অনেকেই বহুবার আবেদন করেও EBL বা Eastern Bank এ শর্টলিস্ট হচ্ছেন না। যারা শর্টলিস্ট হতে পারেননা,শর্টলিস্টে না আসার পেছনে কিছু কারন হয়েছে। আজকের এই আর্টিকেলে EBL এ Shortlist না হওয়ার কারন নিয়ে আলোচনা করা হবে।


কারন একঃ আপনি যদি EBL এ একবার শর্টলিস্টে এসে,পরীক্ষায় জয়েন না করেন,তবে EBL আপনাকে দ্বিতীয়বার শর্টলিস্টে নিবেনা।
EBL Job
Eastern Bank
কারন দুইঃ EBL এ একবার পরীক্ষা এটেন্ড করে কোয়ালিফাই না হলে তারা দ্বিতীয়বার শর্টলিস্টে নেয়না।

কারন তিনঃ আপনার সিজিপিএ যদি ভালো মানের না হয়, তবে EBL Shortlist করেনা।

কারন চারঃ আপনার সিভিতে যদি দুইজন রেফারেন্স নাম সঠিকভাবে উল্লেখ করা না থাকে বা সিভি ৬০% এর নিচে হয় তবে শর্টলিস্টে নেয়না।

কারন পাঁচঃ EBL পলিসি অনুযায়ী সিভিতে ফর্মাল ড্রসাপে ছবি না দিয়ে গতানুগতিক ছবি দিলে Shortlist করেনা।

কারন ছয়ঃ ইবিএলে পূর্বে জব করে ছেড়ে দিয়েছেন,এমন ব্যাক্তিদের তারা পুনরায় শর্টলিস্টে নেয়না।

কারন সাতঃ ইস্টার্ন ব্যাংকের পূর্বে ভাইবা দিয়ে সিলেক্টেড না হলে তারা পুনরায় শর্টলিস্টে নেয়না।

উপরোক্ত কারন ছাড়াও আরো কিছু কারন থাকতে পারে শর্টলিস্টে না আসার পেছনে। আপনার যদি উপরোক্ত কারনে ইবিএলে শর্টলিস্টে না এসে থাকে,তবে আপনি পুনরায় সিভিকে সুন্দরভাবে আপডেট করে চেস্টা করতে পারেন। 
অনেকে আছে বিশ বারের অধিক আবেদন করেও শর্টলিস্ট হচ্ছেন না। অনেকে ১ম বারেই শর্টলিস্ট হচ্ছে,তারপর থেকে আর কোন পদে বারংবার আবেদন করার পরেও শর্টলিস্ট হচ্ছেনা।
কেউবা আবার নতুনভাবে জিমেইল ক্রিয়েট করে নতুন নাম্বার দিয়ে ইবিএলে সিভি ক্রিয়েট করে,শর্টলিস্ট হচ্ছে।

মূলত ইবিএল সিভি শর্টলিস্ট করার ক্ষেত্রে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া দেখে শর্টলিস্ট করে থাকে। যা তাদের অভ্যান্তরীন HR পলিসি অনুযায়ী হয়ে থাকে।


ইস্টার্ন ব্যাংক নিয়ে আর কোন জিজ্ঞেসা থাকলে আমাদের এই JobsQnA সাইটের কমেন্ট বক্সে আপনার প্রশ্ন সাবমিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন