IFIC ব্যাংকে TSO পদে ক্যারিয়ার কেমন?

IFIC ব্যাংকের বহুল আলোচিত পোস্ট হলো TSO(Transaction Service Officer) এই পদে বছরে অন্তত ৩-৪ বার সার্কুলার হয়ে থাকে।  IFIC ব্যাংকের TSO পদে বহুবার সার্কুলার হওয়ার কারন, TSO পদের নিয়োগ সিস্টেম ও এই জবে ক্যারিয়ার, সবকিছু নিয়েই আজ আলোচনা করবো।


IFIC ব্যাংকের TSO পদে এত বেশি সার্কুলার হওয়ার কারন কি?
উত্তরঃ আইএফআইসি ব্যাংকের শাখার চেয়ে উপশাখা বেশি। সারা বছরই উপশাখা বাড়তে থাকে। এইসব উপশাখায় প্রচুর জনবল প্রয়োজন হয়। তাই বেশিবেশি সার্কুলার হয়।
IFIC ব্যাংকে TSO
IFIC ব্যাংকে TSO

IFIC ব্যাংকের Transaction Service Officer (TSO) পদের জন্য আবেদন করি কিন্তু ডাক পাই না,কারন কি?
উত্তরঃ আপনার CV Creation ঠিকঠাকভাবে হয়না,তাই ডাক পান না। এছাড়া কেউ একবার ডাক পেয়ে এক্সামে এটেন্ড না করলে পুনরায় ডাক পাওয়ার সম্ভাবনা কমে যায়।

কিভাবে আবেদন করলে  IFIC ব্যাংকের TSO পদে ডাক পেতে পারি?
উত্তরঃ প্রথমেই খুব মনোযোগী হয়ে সার্কুলারটা পড়ুন। পর্যাপ্ত সময় হাতে থাকতেই ওয়েবসাইটে গিয়ে পূর্ণাঙ্গ সিভি তৈরি করুন। সিভি তৈরিতে মূল প্রধান লক্ষ্য থাকবে যে কোনো প্রকার ভুল করা যাবে না। সার্কুলারে বলা স্কিলস রিকোয়ারমেন্টের সাথে মিল রেখে আপনার প্রাসঙ্গিক এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসগুলো সিভিতে যোগ করুন। সিভি দিয়ে আবেদন সম্পন্ন করার পর পুরো সিভিটা ডাউনলোড করে গুগল ড্রাইভে রাখার পাশাপাশি ট্র্যাকিং নম্বর ও পাসওয়ার্ড সংরক্ষণ করে করে রাখুন।

আমি  IFIC ব্যাংকের TSO পদে একবার ডাক পেয়েছি তারপর আর ডাক পাইনা,কি করব?
উত্তরঃ নতুন মেইল দিয়ে আবেদন করতে পারে। ভাগ্য ভালো থাকলে ডাক পেতে পারেন।

 IFIC ব্যাংকের TSO পদে একবার ডাক পেয়ে এক্সাম দিইনি,তারপর আর শর্টলিস্টে নেয় না, কি করব?
উত্তরঃ নতুন মেইল ক্রিয়েট করে আবেদন করুন।

আইএফআইসি ব্যাংকের Initial Viva তে কি ধরনের প্রশ্ন হয়?
উত্তরঃ ইনিশিয়াল ভাইভা সাধারণত খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই হয়ে থাকে। তবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে হয় ভেবে এটাকে হালকাভাবে নেওয়ার কিছু নাই। অনেককে চিনি যারা ইনিশিয়াল ভাইভা থেকে বাদ পড়েছে। যাই হোক, আমার ইনিশিয়াল ভাইভা জুমে হয়ে থাকে।

আইএফআইসি ব্যাংকের টিএসও পদে ইনিশিয়াল ভাইবা'তে কি ফর্মাল পড়তে হয়?
উত্তরঃ ইনিশিয়াল ভাইবা বাসায় জুমে হলেও,তখন ফর্মাল ড্রেসাপে থাকতে হবে।

IFIC ব্যাংকের TSO পদের ভাইভাতে কেমন প্রশ্ন করা হয়?

▪ কেমন আছেন?
▪What are the components of 3Cs? (আমার মেজর সাবজেক্ট মার্কেটিং সম্পর্কিত প্রশ্ন)
▪ IFIC সম্পর্কে কী তথ্য সংগ্রহ করেছেন?
▪IFIC এর কয়েকটা প্রোডাক্ট অথবা সার্ভিসের নাম বলেন।
▪আপনি যে পদের জন্য আবেদন করেছেন সেটায় কাজ করার জন্য কী ধরণের দক্ষতার প্রয়োজন?

Suggestions: 

▪অবশ্যই ফর্মাল পোশাক পরবেন। দেখতে যেন যথাসম্ভব পরিপাটি মনে হয়।
▪জুমে পরীক্ষা হলে মূল পরীক্ষায় অংশগ্রহণ করার আগেই জুমের কানেকশন ঠিকঠাক আছে কি-না পরীক্ষা করে নেবেন।
▪নির্দিষ্ট সময়ে উপস্থিত হবেন। 
▪নার্ভাস না হয়ে আত্মবিশ্বাস ধরে রেখে উত্তর দেবেন। 
▪ভাইভা দেওয়ার আগে যেসব বিষয় দেখে যাবেন: 

》Introduce yourself
》Why banking?
》 IFIC-related information: products, founding year, mission, vision, values, etc.
》TSO post-related information: Its duties, required skills and competencies, etc.

IFIC ব্যাংকের টিএসও পদে ইনিশিয়াল ভাইবার কতদিন পর রিটেন হয়?
উত্তরঃ ইনিশিয়াল ভাইভা দেওয়ার ২০-২৫ দিন পর লিখিত পরীক্ষা হয়। নতুনরা ইনিশিয়াল ভাইভা ভালো হয়েছে মনে করলে দেরি না করে লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেবেন। কারণ সিলেক্টেড হওয়ার ই-মেইল পাওয়ার পর আপনার হাতে খুব কম সময় থাকবে। 

 IFIC ব্যাংকের TSO পদে লিখিত পরীক্ষার প্রশ্ন কেমন হয়?
উত্তরঃ লিখিত পরীক্ষা সাধারণত ১০০ মার্কসের হয়ে থাকে। সময় থাকে ১ ঘন্টা ৩০ মিনিট।সাধারণত যেসব বিষয়ে প্রশ্ন করা হয়:

▪বাংলা ফোকাস রাইটিং - 15 marks

এই অংশে সমসাময়িক ইস্যু নিয়েই লিখতে বলা হয়। যেমনঃ করোনাভাইরাসের কারণে হওয়া ব্যক্তিগত ও সামাজিক ক্ষতিগুলো কীভাবে কাটিয়ে উঠব সেটা সম্পর্কে লিখতে বলা হতে পারে।

▪English focus writing - 15 marks 

এছাড়া 'আইএফআইসি আমার প্রতিবেশি' সম্পর্কে লিখতে হয়ে থাকে। 

▪Written Math - 10*2=20 marks

Ratio, percentage, profit/loss, time and work, interest, age, partnership, train, boat and stream ইত্যাদি টপিক থেকেই সাধারণত প্রশ্ন করা হয়। এই অংশে ভালো করতে পারলে পরবর্তী পরীক্ষার জন্য নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

▪Mental ability - 5*2=10 marks

▪Bangla to English translation - 5 marks

পিঁপড়া পরিশ্রমী প্রাণী এরকম একটা অনুচ্ছেদ অনুবাদ করতে হয়েছিল।

▪English to Bangla translation - 5 marks

নিশাত মজুমদারের এভারেস্ট জয়ের গল্প নিয়ে অনুবাদ এসেছিল। 

▪Bangla and English word meaning - 10 marks

খুবই সাধারণ শব্দার্থ আসে। যেমন: মিছিল, লাঙ্গল, confident, avoid, inspire, etc.

▪Combination of the tense and right form of verb - 5 marks

▪Letter - 5 marks 

যেমনঃ বন্ধুকে একসাথে ছুটি কাটানোর নিমন্ত্রণ জানিয়ে পত্র লেখুন। 

▪Tense identification - 5 marks

▪Sentence making - 5 marks 

 IFIC ব্যাংকের TSO পদে যারা পরীক্ষা দিবেন,তাদের জন্য পরামর্শ কি?

উত্তরঃ শুরুতেই লিখিত পরীক্ষায় কী কী বিষয়ে প্রশ্ন আসে সেটা সম্পর্কে যথাযথ ধারণা নিন। IFIC TSO রিলেটেড ফেসবুক গ্রুপগুলোতে ঘাঁটাঘাটি করলেই লিখিত পরীক্ষার সিলেবাস সম্পর্কে সম্যক একটা ধারণা তৈরি হয়ে যাবে।
▪সিলেবাস সম্পর্কে ধারণা হয়ে গেলেই টপিক ধরে ধরে পড়তে শুরু করে দিন। 
▪নিয়মিত ম্যাথ চর্চা করতে ভুলবেন না। 
▪দ্রুত গতিতে লেখার চর্চা করুন। পরীক্ষার সময়ে এই চর্চাই আপনাকে পুরো মার্কসের উত্তর করতে সাহায্য করবে। 

 IFIC ব্যাংকের TSO পদে Computer Proficiency Test (CPT) টেস্ট কি,কিভাবে হয়?

উত্তরঃ সিপিটি পরীক্ষার সময় একটা ফোল্ডার ওপেন করতে বলা হয়। ফোল্ডারে কয়েকজন বিখ্যাত মানুষের নাম এবং ছবি দেওয়া থাকে। টেক্সট ফাইলে একটা প্যারাগ্রাফও থাকে। পরীক্ষা শুরুর আগে প্রিন্ট করা একটা প্রশ্নপত্র দেওয়া হয়। সময় থাকবে ৩০ মিনিট। পরীক্ষায় মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলের কাজ করতে বলা হয়ে থাকে।


 IFIC ব্যাংকের TSO পদে কি MS Word এ যেসব কাজ করতে হয়?

উত্তরঃ হ্যাঁ, সেখানে Bold, gutter, alignment justification, sentence space, font change, smart art, hyperlink, watermark, word replace, footer, header, page number, and box creation এর কাজ করতে হয়।

MS Excel এ কি কাজ করতে হয়?

উত্তরঃ একটা বক্সে বিভিন্ন তথ্য দেওয়া থাকে। Average, max, min, round up, alignment, title bold করতে বলা হয়।

 IFIC ব্যাংকের TSO পদ নিয়ে আমাদের পরামর্শ হলোঃ 

▪TSO রিলেটেড ফেসবুক গ্রুপগুলোতে আগের সিপিটিগুলোতে কী কী প্রশ্ন এসেছে লিখিত পরীক্ষার প্রস্তুতির মতো শুরুতেই এটা জেনে নিন। 
▪ইউটিউবের টিউটোরিয়াল ভিডিও দেখে চর্চা করার সুযোগকে কাজে লাগান। 
▪কম্পিউটারে ভালো দক্ষতা থাকলেও সবকিছুতে একবার চোখ বুলিয়ে যেতে ভুলবেন না।
▪কী-বোর্ড শর্টকাটগুলো মুখস্থ করে ফেলেন। মাউসে কাজ করার চেয়ে কী-বোর্ডে শর্টকাটে কাজ করতে পারলে আপনার সময়কে যথাযথভাবে কাজে লাগানোর সম্ভাবনা বেড়ে যাবে।
▪আসল পরীক্ষার সময় বারবার Ctrl+S চাপতে বা সেভ দিতে ভুলবেন না। 

 IFIC ব্যাংকের TSO পদে ফাইনাল ভাইবা কোথায় হয়?
উত্তরঃ পুরানা পল্টনের প্রিন্সিপ্যাল অফিসে অনলাইনে ভাইভা হয়। ভাইভা বোর্ডে এমডি স্যারসহ আরো কয়েকজন উপস্থিত থাকেন।

 IFIC ব্যাংকের TSO পদে ফাইনাল ভাইবার নমুনাঃ

আমি: আস-সালামু আলাইকুম।
পরীক্ষক: ওয়ালাইকুম সালাম। বাসা সিলেট?
আমি: জি, স্যার।
পরীক্ষক: বাবা কী করেন?
আমি: ডিড কপিস্ট।
পরীক্ষক: কোথায়?
আমি: ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসে, স্যার। 
পরীক্ষক: ঠিক আছে, আসুন তাহলে।

ভাইভা দেওয়ার ১৮-২০ দিন পর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়।

IFIC ব্যাংকের TSO পদে টার্গেট থাকে?
উত্তরঃ হ্যাঁ। প্রথম ছয়মাস টার্গেট থাকেনা। তারপর থেকে টার্গেট শুরু হয়।

IFIC ব্যাংকের TSO পদে ক্যারিয়ার কেমন?
উত্তরঃ ব্যাংকিং জগতে আইএফআইসি খুব সল্প সময়ে ব্যাপক ব্যাংকিং প্রসার ঘটায়। ব্যাংকিং ক্যারিয়ার হিসেবে ক্যারিয়ার ভালো। 

এছাড়াও  IFIC ব্যাংকের TSO পদ নিয়ে আপনার মনে যদি কোন প্রশ্ন থাকে, তবে আমাদের এই আর্টিকেলের কমেন্ট বক্সে প্রশ্নটি রেখে যান। চব্বিশ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেয়া হবে। কারন আমাদের সাইটটি JobsQnA সাইট। JobsQnA মানেই Job নিয়ে সকল Question and Answer


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন