Madina Group এ চাকরির ক্যারিয়ার কেমন?

বাংলাদেশে বেসরকারি কোম্পানির মধ্যে মদিনা গ্রুপ অন্যতম। প্রাইভেট জবগুলোর মধ্যে মদিনা গ্রুপে জব অনেকের কাছে স্বপ্নের মতো। Madina Group তাদের কর্মী নিয়োগে প্রায়ই বিডিজবসের মাধ্যমে সার্কুলার দিয়ে থাকে। আমাদের JobsQnA সাইটে অনেকেই Madina Group এ চাকরি সম্পর্কে জানতে চেয়ে থাকেন। আজকের আর্টিকেলে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

মদিনা গ্রুপ মূলত আওয়ামী দলের সদস্য হাজী সেলিমের প্রতিষ্ঠান। উনি আওয়ামী প্রভাবশালী একজন ব্যাক্তিত্ব। মদিনা গ্রুপ উনারই প্রতিষ্ঠান। মদিনা গ্রুপের অনেকগুলো সাব সেক্টর রয়েছে। 
যেমনঃ মদিনা পলিমার,মদিনা কোল্ড স্টোরেজ,মদিনা শিপিং সহ মোট ১২ টি সেক্টর রয়েছে।
Madina Group  এ চাকরির ক্যারিয়ার কেমন
Madina Group  এ চাকরির ক্যারিয়ার কেমন
মদিনা গ্রুপের মদিনা পানির টাংকি সবচেয়ে বেশি পরিচিত। এছাড়া মদিনা গ্রুপের নিজস্ব প্লাস্টিক কারখানা রয়েছে। যেটি গাজীপুরে অবস্থিত।
প্লাস্টিক কারখানায় বিভিন্ন পদে Madina Group কর্মী নিয়োগ দিয়ে থাকেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজের জন্য স্টোর ইনচার্জ,হিসাবরক্ষক থেকে শুরু করে বিভিন্ন পদে মদিনা গ্রুপে চাকরির সুযোগ আসে। বাংলাদেশে বেসরকারি চাকরিতে যেসব সুযোগ সুবিধা থাকে,মদিনা গ্রুপেও তেমন সুযোগ সুবিধা রয়েছে।

মদিনা গ্রুপের জাহাজ তৈরির প্রকল্প রয়েছে। ঢাকার নিকটবর্তী মেঘনাঘাট ও চট্রগ্রাম তাদের বিভিন্ন জাহাজ তৈরি হয়ে থাকে। সেখানেও তারা কর্মী নিয়োগ দিয়ে থাকে। হিসাবরক্ষক থেকে শুরু করে বিভিন্ন পদে নিয়োগ দেয়।।

কাজের ধরন অনুযায়ী মদিনা গ্রুপে সেলারি নির্ধারণ করা হয়ে থাকে। মদিনা গ্রুপে হিসাবরক্ষক পদে ১৭-১৮ হাজার টাকা সেলারি ধরা হয়। 

কাজের কর্মপরিবেশ বলতে গেলে মদিনা গ্রুপ ভালো। বাংলাদেশের বড় ধরনের প্রাইভেট কোম্পানির মধ্যে মদিনা গ্রুপ একটি। যেখানে বিশাল সংখ্যক কর্মী কাজ করছে। তাদের নানান সেক্টর রয়েছে। আপনি যদি মদিনা গ্রুপে কাজ করে ক্যারিয়ার গড়তে চান,তবে নিঃসন্দেহে এটি আপনার জন্য ভালো মানের একটি পছন্দ হতে পারে। 

এছাড়া আপনি চাইলে তাদের এক সেক্টর থেকে অন্য সেক্টরে সহজে শিফট করতে পারেন। তাদের HR পলিসি,কর্মী নিয়োগ প্রক্রিয়া খুবই সচ্ছ হয়ে থাকে। মদিনা গ্রুপ হতে পারে আপনার সেরা ক্যারিয়ার চয়েজ!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন