Mhadi Support Service কোম্পানি সম্পর্কে জানতে চাই?

 Mhadi Support Service Limited সংক্ষেপে যাকে বলা হয়া Mhadi বা মাহাদি। এই মাহাদি সাপোর্ট সার্ভিস একটি কোম্পানি। যেটি ঢাকার দিলকুশা বিসিআইসি ভবনের ১০ম তলায় অবস্থিত। Mhadi Support Service সম্পর্কে আপনাদের করা সকল প্রশ্নের উত্তর আজ পেয়ে যাবেন। JobsQnA শুধুমাত্র একটি সাইট নয়,এটি জব রিলেটেড সকল প্রশ্নের উত্তর। 


Mhadi Support Service Limited কি ধরনের কোম্পানি? 
উত্তরঃ একটি প্রাইভেট কোম্পানি। 

Mhadi Support Service Limited এর মূল কাজ কি?
উত্তরঃ মাহাদি মূলত বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে আউটসোর্স হিসেবে কর্মী সরবরাহ করে থাকে। ব্রাক ব্যাংক, ইউসিবি, ডাচবাংলা সহ বিভিন্ন ব্যাংকে এরা কর্মী সরবরাহ করে থাকে।
MHADI
Mhadi Support Service

Mhadi Support Service Limited এর আয়ের উৎস কি?
উত্তরঃ মাহাদি সাপোর্ট সার্ভিস যখন কোন প্রতিষ্ঠানে কর্মী সরবরাহ করে থাকে,তখন সেই কর্মীর বেতন থেকে নির্দিষ্ট একটি পার্সেন্টেজ তারা পায়। পাশাপাশি কর্মীর বেতন শিট তৈরি,ভিজিটিং কার্ড তৈরি এই সবকিছুই Mhadi Support Service Limited করে থাকে। সেখান থেকেও তাদের আয় আসে।

ব্যাংক সরাসরি নিয়োগ না দিয়ে Mhadi Support Service Limited এর মাধ্যমে নিয়োগ দেয় কেন?
উত্তরঃ ব্যাংকিং কর্মী নিয়োগ বিধিমালা অনুযায়ী ব্যাংক চাইলেই টার্গেটের জন্য কর্মীদের ছাটাই করতে পারেনা। তাই তারা মধ্যস্ততায় মাহাদি সাপোর্ট সার্ভিসের মতো কোম্পানিগুলোর সহায়তা নিয়ে থাকে। মাহাদির কর্মীদের যখন যা ইচ্ছে তারা করতে পারে।

Mhadi Support Service Limited এর মত আর কি কোন থার্ডপার্টি আছে?
উত্তরঃ Ezone HRM Limited, Multidrive Service Limited, Conquest Service Limited এর মত বাংলাদেশে আরো অনেক থার্ড পার্টি প্রতিষ্ঠান আছে। যারা ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ দিয়ে থাকে।

Mhadi Support Service Limited এর কি কোন দায় আছে?
উত্তরঃ আপনি যদি ব্যাংকে জব করা অবস্থায় কোন অসৎ কাজে জড়িত হোন, তখন ব্যাংক মাহাদিকে দায় দিবে। ব্যাংকের উপর সরাসরি এই দায় বর্তাবেনা। মাহাদির কর্মী থাকা অবস্থায় আমি নিজেকে ব্যাংকার হিসেবে দাবী করলেও,কাগজেকলমে আপনি মাহাদীর কর্মী।

Mhadi Support Service Limited এর অধীনস্থ চাকরিতে ফিউচার কেমন?
উত্তরঃ মাহাদি সাপোর্ট সার্ভিস হলো থার্ড পার্ট জব আউটসোর্স। এটা কোন কাজ করার প্রতিষ্ঠান নয়। 
মাহাদির অধীনে আপনি ব্যাংকে জব করবেন। আপনার KPI,আপনার পারফরম্যান্স সব ব্যাংকের উপর। ব্যাংক চাইলে আপনি পার্মানেন্ট হবেন,ব্যাংক চাইলে আপনি ছাটাই হবেন। আপনার নিয়োগের পর মাহাদি আপনার ব্যাংকের অভ্যান্তরীন ব্যাপারে নাক গলাবেনা। আপনি যতদিন জব করবেন,মাহাদি আপনার সেলারি থেকে চুক্তি মোতাবেক ব্যাংকের কাছ থেকে অর্থ নিবে।


আর যদি বিশদভাবে বলতে হয় Mhadi Support Service Limited এর চাকরি মানে, আপনি থার্ড পার্টি একটি প্রতিষ্ঠানের অধীনে কোথাও জব করছেন। এটা আপনার কোন পরিচয় হতে পারেনা। আপনি মাহাদিতে কর্মরত অবস্থায় ব্যাংকের স্টাফ হিসেবে নিজেকে পরিচয় দিতেও দ্বিধাবোধ হবে। আপনার আইডিকার্ডে মাহাদির তথ্য লেখা থাকবে।
মূলত বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যাংকারদের জব সিকিউরিটি নিয়ে কড়াকড়ি নিয়ম আরোপ করার কারনেই Mhadi Support Service Limited এর মতো কোম্পানির উদ্ভব হয়েছে। 

Mhadi Support Service Limited নিয়ে আপনার মনে যদি আরোও কোন জিজ্ঞেসা বা প্রশ্ন থাকে,নিচের কমেন্ট বক্সে সেটি সাবমিট করুন।  JobsQnA এডিটর প্যানেল ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দিবে।

JobsQnA মানে জব রিলেটেড প্রশ্ন এবং উত্তর।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন