One Bank Trainee Sales Officer ক্যারিয়ার কেমন?

One Bank Trainee Sales Officer এই পদে সাধারণত Credit Card ডিপার্টমেন্টে বেশি নিয়োগ দিয়ে থাকে। সাম্প্রতিক সময়ে তারা লাইবিলিটি ও হোম লোনেও নিয়োগ দিচ্ছে।

One Bank Trainee Sales Officer অফিসার পদে বর্তমানে প্রচুর চাকরিপ্রার্থী নিয়োগের জন্য ডাক পাচ্ছে। ফলে অনেকেই আমাদের JobsQnA সাইটেই কমেন্টে এসে জানতে চেয়েছে। আজ এই আর্টিকেল পড়ার পর ওয়ান ব্যাংকের ট্রেইনি সেলস অফিসার নিয়ে মনে আর কোন প্রশ্ন থাকবেনা।
One Bank Trainee Sales Officer
One Bank Trainee Sales Officer
One Bank Trainee Sales Officer এই পদটি কি পার্মানেন্ট? 
উত্তরঃ না। এটিতে বেশিরভাগ কন্ট্রাকচুয়াল নিয়োগ দেয়।

One Bank Trainee Sales Officer পদে নিয়োগ দেয় কে?
উত্তরঃ মাল্টিড্রাইভ সার্ভিস নামক প্রতিষ্ঠান এই পদে নিয়োগের দ্বায়িত্ব নিয়ে থাকে।
এছাড়াও ConQuest নামক একটি থার্ডপার্টি এই পদে নিয়োগের দ্বায়িত্ব পায়।

One Bank Trainee Sales Officer বেতন কত হয়?
উত্তরঃ এই পদে বেতন ১৮,০০০ টাকা। তবে ক্ষেত্রবিশেষে অভিজ্ঞতা দেখে ২০-২২ দিতে পারে। তবে সম্ভাবনা খুবই কম।


One Bank Trainee Sales Officer পদে মূল কাজ কি?
উত্তরঃ One Bank Trainee Sales Officer Credit Card ও One Bank Trainee Sales Officer Home Loan ও One Bank Trainee Sales Officer Liability Sales এই তিনটি পদে নিয়োগ হয়। ক্রেডিট কার্ডে মূল কাজ ক্রেডিট কার্ড সেলস করা। লাইবিলিটিতে ডিপোজিট, এফডিআর বাড়ানো, হোম লোনে,বাড়ি নির্মাণ লোন দেয়া।

One Bank Trainee Sales Officer পদে কতদিন পর পার্মানেন্ট করে?
উত্তরঃ ওয়ান ব্যাংক কন্ট্রাকচুয়াল এমপ্লয়িদের খুব সহজে পার্মানেন্ট করতে চায়না। খুব বেশি ভালো পারফরম্যান্স না হলে,সহজে পার্মানেন্ট হওয়ার সম্ভাবনা নেই।

One Bank Trainee Sales Officer জব সিকিউরিটি কেমন?
উত্তরঃ ২মাস টার্গেট ফিলাপ না হলে চাকরি যেকোনসময় চলে যেতে পারে।

ওয়ান ব্যাংক ট্রেইনি সেলস অফিসার পদে কাজের স্থল কোথায়?
উত্তরঃ এটি শতভাগ সেলস জব। ফিল্ডেই কাজ করতে হয়। ব্রাঞ্চে বসে কাস্টমার পাওয়ার সম্ভাবনা কম।

One Bank Trainee Sales Officer পদ নিয়ে আপনার মনে যদি কোন Question থাকে তবে আমাদের এই JobsQnA সাইটের কমেন্ট বক্সে কমেন্ট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন