প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে প্রাইম ব্যাংক পুরাতন একটি ব্যাংক। এই ব্যাংকে সচারাচর বেশি নিয়োগ বিজ্ঞপ্তি হয়না। তারা তাদের অভ্যন্তরীণ নিয়োগের মাধ্যমে নিয়োগ দিয়ে থাকে। Prime Bank নিয়ে সাম্প্রতি কয়েকজন আমাদের JobsQnA সাইটের কমেন্ট বক্সে প্রশ্ন করেছেন। তাই তাদেরই প্রশ্নের উত্তর আজ দিচ্ছি।
বেসরকারি ব্যাংকের মধ্যে প্রাইম ব্যাংক পুরাতন ভালো ব্যাংকগুলোয় মধ্যে অন্যতম। এই ব্যাংকের কর্মপরিবেশ খুবই ভালো। জব সিকিউরিটিও ভালো।
অন্যান্য ব্যাংকের মতো Prime Bank এ কাজের প্রেশার ও টার্গেট রয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে সব ব্যাংকই কর্মীদের উপর বিশাল টার্গেট দিচ্ছে।
Prime Bank এ ক্যারিয়ার কেমন |
প্রাইম ব্যাংকে সেলারি স্ট্রাকচার বাংলাদেশের অন্যান্য ব্যাংকগুলোর মতোই। জব সিকিউরিটিও ভালো। তবে তারা নিজস্ব রেফারেন্সে নিয়োগ দিয়ে থাকে। বিজ্ঞপ্তি প্রকাশ করে খুব কমই নিয়োগ দেয়।
তবে সাম্প্রতি প্রাইম ব্যাংক তাদের সেলস জবে থার্ড পার্টির মাধ্যমে বেশকিছু জনবল নিয়োগ দিচ্ছে। সেলস জবে নতুন একাউন্ট করানো,ক্রেডিট কার্ড সেলস করা,লোন দেয়া এইসব কাজ করতে হয়। সেলসে ভালো করতে পারলে দেড় থেকে দুইবছর পর পার্মানেন্ট করে নেয়।
যেকোনো ব্যাংকেরই কনট্রাকচুয়াল জবে জয়েন করা সহজ। শুধুমাত্র শর্টলিস্টে আসতে পারলে সহজ কিছু পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিয়ে থাকে। নিয়োগ পাওয়ার পর পার্মানেন্ট হওয়াটাই কস্টকর।
প্রাইম ব্যাংকে সাম্প্রতিক তাদের নির্দিষ্ট কিছু ব্রাঞ্চ সপ্তাহে শনিবার খোলা রাখার ঘোষণা দিয়েও তারা এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এটি বেসরকারি ব্যাংকের মধ্যে পুরাতন ব্যাংক হিসেবে পরিচিত।