প্রাইভেট ব্যাংকগুলোর মধ্যে Standard Chartered Bank অন্যতম। বাংলাদেশে এই ব্যাংংকের শাখা অনেক কম। তবে এই ব্যাংক একসময় ভালো ব্যাংকগুলোর মধ্যে ছিল। তারা নির্দিষ্ট শ্রেনির কাস্টমার টার্গেট করে বিজনেস করে। আমাদের JobsQnA সাইটে স্টেন্ডার্ড চার্টাড ব্যাংকের ক্যারিয়ার নিয়ে জানতে চেয়েছে।
Standard Chartered Bank এ ক্যারিয়ার এককথায় বলতে গেলে খুবই ভালো। এটি একটি বিদেশি শেয়ার ব্যাংক। এই ব্যাংক সমাজের উচ্চশ্রেনিপেশার মানুষকে টার্গেট করে ব্যাংকিং করে থাকে। সেলারি বিবেচনা করলে এই ব্যাংকে স্মার্ট সেলারি প্রদান করে থাকে। প্রমোশন অনেক দ্রুত হয়।
Standard Chartered Bank |
যেহেতু Standard Chartered Bank উচ্চশ্রেণির কাস্টমার টার্গেটে বিজনেস করে সেহেতু এই ব্যাংকে জব করলে খুব দ্রুত ভালো করা সম্ভব। তবে সাম্প্রতি Standard Chartered Bank তাদের সেলস জবে জনবল নিয়োগ দিচ্ছে।
Standard Chartered Bank এর সার্কুলার বেশিরভাগই লিংকড-ইনে প্রকাশিত হয়। যারা লিংকড-ইন ইউজার তারা সরাসরি লিংকড-ইনের মাধ্যমে খুব সহজেই আবেদন করতে পারে। তবে জব পাওয়ার জন্য শর্টলিস্টে আসাটাই কঠিন।
Standard Chartered Bank এ শর্টলিস্টে আসার পর অনলাইনে এক্সাম হয়। সেখানে টিকলে আপনাকে সরাসরি লিখিত পরীক্ষার জন্য ডাকবে। তারপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা বা ভাইবা নিবে। Standard Chartered Bank এ পূর্বে এতটা টার্গেট ছিল না কিন্তু সাম্প্রতি তাদের নতুন KPI অনুযায়ী টার্গেট বাড়ানো হয়েছে।
সেলস জবে Standard Chartered Bank সেলস করাটা অনেকটাই চ্যালেঞ্জিং। তবে তারা নির্দিষ্ট শ্রেনীর কাস্টমার নিয়ে কাজ করে। জেনারেল ব্যাংকিং এ স্টেন্ডার্ড চার্টাড ব্যাংক অনেকটাই পিছিয়ে। তবে সেলারি স্ট্রাকচার,কাজের পরিবেশ সবকিছু বিবেচনা এই ব্যাংকের ক্যারিয়ার খুবই ভালো।
Standard Chartered Bank নিয়ে আর কোন প্রশ্ন থাকলে আমাদের এই JobsQnA সাইটের কমেন্ট বক্সে সাবমিট করুন।