UCB ব্যাংকে Business Development Executive পদে বছরে বিভিন্ন সময় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। এটি ইউসিবি ব্যাংকে সরাসরি নিয়োগ দেয়না। থার্ড পার্টি মাহাদি সাপোর্ট সার্ভিসের মাধ্যমে তারা নিয়োগ দিয়ে থাকে। আজ আমরা UCB ব্যাংকে Business Development Executive পদ নিয়ে খুটিনাটি সবকিছু জানার চেস্টা করবো।
UCB ব্যাংকে Business Development Executive জব কি পার্মানেন্ট?
উত্তরঃ থার্ড পার্টি মাহাদি সাপোর্ট সার্ভিসের জব। সরাসরি ব্যাংকের অধীনে নয়।
UCB ব্যাংকে Business Development Executive বেতন কত?
উত্তরঃ UCB Business Development Executive পদের বেতন ১৮ হাজার টাকা দেয়া হয়।
UCB Business Development Executive পদের পোস্টিং কোথায় হয়?
উত্তরঃ ইউসিবি ব্যাংকের সাব ব্রাঞ্চে পোস্টিং দেয়া হয়ে থাকে।
UCB ব্যাংকে Business Development Executive পদে পার্মানেন্ট হয় কতদিন পর?
উত্তরঃ পারফরম্যান্স ভালো থাকলে দুই থেকে তিন বছর পর পার্মানেন্ট করে নেয়।
UCB Business Development Executive |
UCB ব্যাংকে Business Development Executive কর্মপরিবেশ কেমন?
উত্তরঃ প্রাইভেট ব্যাংকের মধ্যে ইউসিবি ব্যাংকের কর্মপরিবেশ অনেক ভালো। তবে সেহেতু UCB ব্যাংকে Business Development Executive পদে পোস্টিং সাব ব্রাঞ্চে হয়,তাই সেক্ষেত্রে কেমন হয় বলা মুশকিল। তবে কাজ করতে পারলে ভালো হবে।
UCB ব্যাংকে Business Development Executive পার্মানেন্ট হওয়ার সম্ভাবনা কেমন?
উত্তরঃ মুলত এই জবের মূল চ্যালেঞ্জ হলো সেলারি। যদিও কমিশন আছে তবুও এত অল্প স্যালারির কারনে বেশিরভাগ দীর্ঘদিন টিকে থাকতে পারেনা। এছাড়া টার্গেটের চাপ সবকিছু মিলিয়েই চ্যালেঞ্জিং জব।
UCB Business Development Executive পদে পরীক্ষার প্রশ্ন কেমন হয়?
উত্তরঃ যেহেতু এই পদে মাহাদি নিয়োগ দেয়। তারা প্রথমে ভাইবা ও কম্পিউটার টেস্ট নিয়ে থাকে। ক্ষেত্রবিশেষে রিটেন নেয়। কম্পিউটার টেস্টে বাংলা,ইংরেজি টাইপিং ও এক্সেলের যোগবিয়োগ করতে দেয়া হয়। ভাইবা অনেক সহজ হয়।
থার্ড পার্টির ভাইবার পর,ইউসিবির হেড অফিসে চূড়ান্ত ভাইবা নেয়া হয়।
ফ্রেশার হিসাবে UCB Business Development Executive জব কেমন?
উত্তরঃ ফ্রেশার হিসাবে এই জবটি ভালো। তবে পার্মানেন্ট হওয়াটাই কস্টকর।
UCB Business Development Executive পদ নিয়ে আপনার মনে যদি আর কোন প্রশ্ন থেকে থাকে,তবে নিচের কমেন্ট বক্সে সেটি সাবমিট করুন। মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেয়া হবে। এটি JobsQnA সাইট,তাই জব রিলেটেড সকল প্রশ্ন আমাদের সাইটের কমেন্ট বক্সে করতে পারেন।