UCB ব্যাংকে ভাইবাতে প্রশ্ন কেমন হয়?

 UCB ব্যাংকে ভাইবার আগে,ভাইবাতে প্রশ্ন কেমন হতে পারে,সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। আজ আমরা UCB ব্যাংকের ভাইবার আলোচিত প্রশ্ন নিয়েই কথা বলব। 


UCB ব্যাংকে ভাইবাতে কতজন লোক ডাকে? 
 
উত্তরঃ গতবার ১০০ জন ডেকেছিল এবার ৪৩০ জন কেনো? - এটা একমাত্র ব্যাংক জানে বাকী যারা অনুমান করে বলবে সব ই হাওয়া! 

UCB ব্যাংকের ভাইবা কি বাংলায় হয় নাকি ইংরেজিতে?

উত্তরঃ ইউসিবি ব্যাংকের ভাইভা বাংলা না ইংলিশ? - ডিপেন্ড অন দ্যা মুড অফ দ্যা বোর্ড! 

ইউসিবি ব্যাংকের ভাইবার টাইম চেঞ্জ করা যাবে?

 উত্তরঃ টাইম চেঞ্জ করা যাবে কিনা? - যেহেতু নিজে ট্রাই করি নি তাই বলতে পারছি না!  তবে ভাইবার শিডিউল টাইম চেঞ্জ করা যায়না,যতদুর জানি।
UCB Bank Job
পি এল সি মানে কি? 
উত্তরঃ পাবলিক লিমিটেড কোম্পানি ( সুবিধা অসুবিধার কথা একটা কমেন্টে বলেছি)  

ইউসিবিতে এবার কত জন নিবে?  
উত্তরঃ ধরেন ৫জন নিলো বা ধরেন ৫০ বা ১০০,  তাতে আমার মনে হয় না কারো লস হবে কারণ আপনার সিট আপনি পেলেই হলো!  

ইউসিবি ব্যাংকে অন দ্যা স্পট জব অফার করলে কি করব?
উত্তর: হ্যা সুচক উওর দিবেন ভেবে! 

UCB Bank এর ড্রেস কোড কেমন? 
উত্তরঃ একদম ফরমাল! ( ফরমাল মানে ফরমাল নো ঝাকানাকা)  

ইউসিবি ব্যাংক ভাইভার কত দিন বাদে রেজাল্ট দেয়?
উত্তর: আমার জানামতে ২ পর দিয়ে থাকে।

ভাইভাতে নাম্বার কেমন?  
উত্তরঃ ১০/২০/৫ যেকোন একটা মার্ক তোহ থাকবেই শুদ্ধ বাংলায় আগের এক্সাম গুলা সম গুরুত্বপূর্ণ! 

UCB ব্যাংক কেমন?
উত্তরঃ কর্মীবান্ধব ব্যাংকের মধ্যে ইউসিবি ব্যাংক অন্যতম। জব সিকিউরিটি,সেলারি বা সবকিছু বিবেচনায় ইউসিবি ব্যাংক সেরা।

ইউসিবি ব্যাংক নিয়ে আর কোন প্রশ্ন থাকলে,আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেয়ার সর্বোচ্চ চেস্টা করব। 
আমাদের সাইটটি যেহেতু JobsQnA সেহেতু যেকোন জব নিয়ে সকল প্রশ্নের উত্তর পেতে আমাদের সাইটের বিকল্প নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন