Bank Job ভাইবা প্রস্তুতির কমন প্রশ্ন!

আপনি কি আগামীকাল কোন ব্যাংকের ভাইবাতে অংশগ্রহণ করতে যাচ্ছেন? তবে আপনার জন্য আমাদের আজকের আর্টিকেল গুরুত্বপূর্ণ হতে পারে।

অনেকে ব্যাংক এ জব পায়, কিন্তু ব্যাংকিং টার্ম গুলো সম্পর্কে কিছুই বুঝে উঠতে পারেনা। ব্যাংক Viva পরীক্ষার জন্য ব্যাংকিং ট্রাম খুবই গুরুত্বপূর্ণ। 

আমাদের এই JobsQnA সাইটে ব্যাংক Viva পরীক্ষা আগেরদিন এসে অনেকেই ভাইবা প্রস্তুতি নিয়ে জানতে চেয়ে মেইল করে থাকেন। তাদের সবার উদ্দেশ্যে আজকের আর্টিকেল। লিখেছেন ব্যাংক ভাইবা নিয়ে অঅভিজ্ঞতাসম্পন্ন আমাদের সাইটের এডিটর।
Bank Job ভাইবা প্রস্তুতির কমন প্রশ্ন
Bank Job ভাইবা প্রস্তুতির কমন প্রশ্ন
লেখাঃ ২দিন আগেও এক MTO আমাকে বলতেসিল যে ভাইয়া কিছুই বুঝতেসিনা, সিনিওর রা ধমক দেয়, না বুঝাটাই স্বাভাবিক, কারন সবাই তো synonyms, antonyms পড়েছে, কারকবিভক্তি,  সমাস এইসব তো আর ব্যাংক এর কোন কাজের না। অনেক সময় আগে থেকে জানা থাকলে Performance  হিসেবে Count হয়, এগিয়ে থাকা যায়। তাই ভাবলাম, আমার ৫ বছরের অভিজ্ঞতা দিয়ে এদের জন্য কিছু করি, যাতে তারা Humilation এ না পরে। মানসিক পেরায় না থাকে। সেই ভাবনায় আমি চাচ্ছিলাম একটা বই বের করতে। যেখানে প্র্যাকটিকাল জিনিষ থাকবে।

ব্যাংক ভাইবাতে যা যা থাকতে পারেঃ 

১. কোনটা ডেবিট কোনটা ক্রেডিট (এই কাগজ টাই অনেকজন চিনে না)
২. EFTN, BEFTN, RTGS
৩. Loan Classification, Rescheduling, take over,  
৪. Clearing, Outward,  Inward, 
৫.ATM, Cash Transaction, Vouchers,  
৬. Diffeeent Bangladeah Bank Reports+Bank reports (ISS, CIB, CL)
৭. Recovery reports
৮. Mortgage, porcha, deeds, legal aspects
৯. Loan proposals,  CRG, Call report, PNS, 
১০. DPS, FDR, Account Opening form, 
১১. Payorder, Cheque, SBS1,2,3
১২. Different Cards (Debit, Credit)
১৩. SmS banking,  UN screening, 
১৪. Auction, Legal Action deadline, procedure, final reminder, NI act procedure, Artho rin Adalot
১৫. Different Bank charges, stamping, CIB charge, CIB form
১৬. Different Loan products, deposit product defination.
১৭. Customer Service management
১৮. How to disburse a loan, how to handle a loan applicant
১৯. Vault keys, responsibility, techniques, deposit marketing, loan marketing
২০. এরকম অনেক কিছু

এছাড়াও এখন ইন্টারনেট ব্যাংকিং এ যুগ চলছে। ইন্টারনেট ব্যাংকিং নিয়ে সুস্পষ্ট ধারনা থাকা জরুরি। আপনি যে বিষয় নিয়ে অনার্স মাস্টার্স করেছেন, সেই বিষয় নিয়ে বেসিক ধারনা নিয়ে নিবেন। নতুবা ভাইবাতে এই নিয়ে লজ্জায় পড়তে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন