বাংলাদেশের বর্তমান পেক্ষাপটে জনপ্রিয় ই-কমার্স প্লাটফর্ম Daraz। ইভ্যালি চলে যাবার পর থেকে দারাজ অনেক দ্রুত সময়ের মধ্যে জনপ্রিয় হতে থাকে। দারাজে বিভিন্ন সময় জনবল নিয়োগের জন্য সার্কুলার দেয়া হয়। অনেকেই দারাজের জব নিয়ে আমাদের JobsQnA সাইটে জানতে চেয়েছেন।
Daraz বাংলাদেশের ই-কমার্স প্লাটফর্মের মধ্যে অন্যতম। সাম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে দারাজে প্রচুর সংখ্যক কর্মী ছাটাই করছে। বাস্তবিক অর্থে দারাজে যেইভাবে বিজনেস করছে সেখানে মুনাফার হার খুবই কম। মুনাফার তুলনায় তাদের খরচ অনেক বেশি। ইতিমধ্যে দারাজ তাদের নিজস্ব ডেলিভারি সার্ভিস ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে।
এক্ষেত্রে এখন দারাজে পন্য কেনাকাটায় ডেলিভারি চার্জ অনেক বেশি। ডেলিভারি চার্জ অধিক হওয়ার কারনে দারাজ আগের মত অর্ডার পাচ্ছেনা। ফলে দারাজের মুনাফার হার বহুগুণ কমে গিয়েছে।
দারাজে চাকরিতে ফিউচার কেমন |
ফলে দারাজ বাধ্য হয়েই তাদের কর্মী ছাটাই করছে। বাংলাদেশের পেক্ষাপটে যেকোনো অনলাইন বা ই-কমার্স সাইটের জবে অভিজ্ঞতা অর্জন ব্যাতিত সেইভাবে ক্যারিয়ার নেই। কারন আমাদের বাংলাদেশের সাথে অনলাইন কেনাকাটা বিষয়টা সেইভাবে ক্ষাপ খায়না। এদেশের মানুষ ১০০ টাকার হেডফোন কেনার জন্য ২জন বন্ধু নিয়ে মিরপুর থেকে গুলিস্তান যাবে। আসাযাওয়া ভাড়া বাবদ দেড়শ-দুশো টাকা খরচ করতে তার গায়ে লাগবেনা। কিন্তু সেই একই ব্যাক্তিকে যদি বলা হয় ৫০ টাকা ডেলিভারি চার্জ দিতে,তখন তার গায়ে লাগবে।
সেক্ষেত্রে এদেশের পেক্ষাপটে ই-কমার্স বিজনেসের ভবিষ্য নেই বললেই চলে। কারো যদি একান্তই জব না থাকে তবে দারাজের মত ই-কমার্স প্লাটফর্মে জয়েন করতে পারেন। এই অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যতে অন্য জবে সুইচ করতে পারবেন।
জব রিলেটেড যেকোনো প্রশ্ন থাকলে আমাদের এই JobsQnA সাইটের কমেন্ট বক্সে প্রশ্ন রেখে যেতে পারেন।
Tags
Private Company