আমরা যারা প্রাইভেট জব করি,তারা সবসময় Better Opportunity খুঁজি। একটি Job থাকতেই সবসময় নতুন Job খুঁজতে থাকি। অনেকে আবার জব ছেড়ে দিয়ে নতুন জব খোজার কাজটি করে থাকে। কারো জন্য এটি ভুল সিদ্ধান্ত আবার কারো জন্য সঠিক।
কিভাবে আপনি চাকরি থাকতে নতুন চাকরি খুঁজবেন,এই নিজেই আমাদের আজকের লেখাঃ
১. হুট করে রাগের মাথায় চাকুরি ছেড়ে দিবেন না কারন বেকার জীবন অনেক কষ্টের কিন্তু চাকুরি একবার হওয়ার পর আবার বেকার হওয়া তিব্র কষ্টের এবং বেদনার (যে এই বেদনা পেয়েছে সেই বুঝে)
২. আবেগের বশে চাকুরি ছাড়ার কথা বস বা অন্য কোন সহকর্মীকে বলবেন না তাতে হিতে বিপরীত হতে পারে।
৩. নতুন কোন জায়গায় ইন্টারভিউ দিতে গেলে বস বা সহকর্মীকে বলা থেকে বিরত থাকুন, না হলে ব্যাক ফায়ার হওয়ার সম্ভবনা বেশি।
চাকরি থাকতে নতুন চাকরি কিভাবে খুঁজব |
৪. চাকুরি না ছাড়তে চাইলেও মাঝে মাঝে ইন্টারভিউতে যাওয়া ভাল তাতে করে মার্কেটের হালচাল বুঝতে পারবেন এবং নিজের কোথায় ডেভেলপমেন্ট দরকার তা বুঝবেন।
৫. বর্তমান জায়গায় থাকতে না চাইলে জব খুজতে থাকুন এবং কাঙ্খিত জব পেয়ে গেলে ছেড়ে দিন কিন্তু নতুন জব পাবার পূর্বে জব ছাড়বেন না।
৬. আপনি যখন জব ছাড়বেন তখন কিছু অতিউৎসাহী সহকর্মী পাবেন যারা বলবে ভাই/বোন আপনিতো ছেড়ে বেচে গেলেন শুধু এই অধমরাই রয়ে গেলাম আমাদের জন্যও কিছু কইরেন, সত্যি কথা বলতে এরাই নিমকহারাম, নিজের জন্য কিছু করে না আবার যেখানে আছে সেখানেও শুকরিয়া করে না, এদের জন্য কখনো কিছু করবেন না।
৭. কিছু সহকর্মী থাকবে যারা আপনি ভাল নাই তা প্রতিষ্ঠিত করতে নানা উদাহরন দিয়ে আপনার মনকে বিষিয়ে তুলবে, এদের কথাতে কান দিবেন না তাহলেই আপনি ডিমটিভেটেড হবেন এবং কাজের আগ্রহ হারিয়ে ফেলবেন এবং আপনার পারফরমেন্স কমতে থাকবে তাতেই তাদের লাভ।
৮. নিজের পার্সোনাল কথা বাসায় রেখে আসবেন, কাজের জায়গায় ওটা না আনাই ভাল।
৯. সময়ের কাজ সময়ে করবেন, মনে রাখবেন কাজ বা ফাইল নিজের কাছে রাখলেই আপনি অনেক দামী লোক হয়ে যাবেন না, পিছনে এসব নিয়ে অন্যরা হাসাহাসি করে, আপনার দক্ষতা কাজেই প্রকাশ পাবে তার জন্য ঢাকঢোল পেটানোর দরকার নেই।
১০. সময়ে অফিসে আসুন এবং সময়ের কাজ সময়ে শেষ করে বেরিয়ে যান, সে দিন আর নাই যে বেশি সময় থাকা মানে আপনি বেশি কাজ করেন।
১১. পলিটিক্স সব জায়গাতেই আছে, একটু কম আর বেশি তাই নিজেও কিছুটা রপ্ত করে নিন পজেটিভ ওয়েতে এবং প্রয়জনে পজেটিভলি ব্যবহার করুন (ইনটেনশন যেন ভাল থাকে, খারাপ কিছু করা হতে বিরত থাকুন)
১২. প্যাচের লোক সব জায়গাতেই আছে এমনকি আপনার পরিবারেও ২/১ জন আছে তাই মানিয়ে চলতে শিখুন।
১৩. যত ছোট/বড় পজিশনে চাকুরি করেন না কেন কাজ এবং মানুষ দুটোকেই শ্রদ্ধা করতে শিখুন, ভালবাসতে শিখুন, রিটার্ন পাবেন একদিন।
১৪. চাকরির সাপ্তাহিক ছুটির দিনকে নতুন জব খোজার জন্য ব্যায় করুন। এইদিনে বিডিজবসে প্রোফাইল ঘাটাঘাটি করুন। নতুন নতুন সার্কুলারে আবেদন করুন।
১৫. আপনার নতুন জব খোজার জন্য লিংকড-ইনের প্রোফাইল থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুকের সময় কমিয়ে দিয়ে লিংকড-ইনে সময় দিন। ফলাফল হাতেনাতেই পাবেন।
জব রিলেটেড যেকোনো প্রশ্ন থাকলে আমাদের JobsQnA সাইটের কমেন্ট বক্সে করতে পারেন। আমরা অতি দ্রুততম সময়ে কমেন্টের উত্তর দিয়ে থাকি।
Tags
Career QnA