নতুন চাকরিতে প্রথম একটা কিভাবে চলা উচিত?

নতুন জবে জয়েন দেয়ার পর কিভাবে কি করতে হবে এই নিয়ে জানতে চেয়ে অনেকেই আমাদের সাইটে প্রশ্ন করে থাকেন। ক্যারিয়ারের প্রথমে নতুন চাকরির প্রথম একমাস খুবই গুরুত্বপূর্ণ। যাদের নতুন চাকরি হচ্ছে, নতুন কোম্পানি তে জয়েন করছেন, যতই কষ্ট থাক ৬ মাস আপনাকে টিকে থাকতে হবে।

নতুন চাকরিতে প্রথম একটা কিভাবে চলা উচিত?
নতুন চাকরিতে প্রথম একটা কিভাবে চলা উচিত?
এই সময়ে অনেক পরিশ্রম করতে হবে, অনেক কষ্ট করতে হবে, জুনিয়র সিনিয়র অনেকের কথা শুনতে হবে। এগুলো হচ্ছে পরীক্ষা, নতুন নতুন চ্যালেঞ্জ। অনেকে বলবে আপনি কি রেফারেন্সে আসছেন, আপনার বেতন কত, আরো বিভিন্ন ধরনের প্রশ্ন করবে। আপনি চুপ থাকবেন। টেকনিকে কথা বলবেন। কখনো নিজের দুর্বলতা অন্যকে বুঝতে দিবেন না।

এই সময়ে অনেক পন্ডিত আপনার আশেপাশে ঘুরবে, আপনার ভুল ধরার জন্য চেষ্টা করবে, আপনাকে বিপদে ফেলানোর জন্য চেষ্টা করে।
সুতরাং চোখ কান খুলে চলাফেরা করতে হবে।

পার্সোনাল কোন বিষয় কারো সাথে শেয়ার করা যাবে না। বিশেষ প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলবেন না। সিনিয়রদের সম্মান করবেন ছোটদের স্নেহ করবেন।

যতটুক সম্ভব পজিটিভ বিষয় গুলো তুলে ধরবেন। যেহেতু নতুন অনেক কিছুই আপনার সামনে আসবে নোট করার চেষ্টা করবেন। যেটা পারবেন না সিনিয়রদের সহযোগিতা নিবেন।
বেশি স্মার্ট দেখাতে যাবেন না, আগামী ৬ মাস আপনাকে সহ্য করে থাকতে হবে।
৬ মাসের ভিতরে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন, কোম্পানি সম্পর্কে, ম্যানেজমেন্ট সম্পর্কে, কলিগদের সম্পর্কে অনেক ধারণা চলে আসবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন