অনেকেই আমাদের JobsQnA সাইটের মেইলে শক্তি ফাউন্ডেশন ট্রেইনি অফিসার পোস্টটি সম্পর্কে জানতে চেয়েছে। মূলত শক্তি ফাউন্ডেশন একটি প্রসিদ্ধ এনজিও প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রথম সারির এনজিও প্রতিষ্ঠানের মধ্যে শক্তি ফাউন্ডেশন অন্যতম।
শক্তি ফাউন্ডেশন Trainee Officer পোস্ট নিয়েই আমাদের আজকের আর্টিকেল।
শক্তি ফাউন্ডেশন কি?
উত্তরঃ SHAKTI FOUNDATION মূলত একটি NGO
শক্তি ফাউন্ডেশনে ট্রেইনি অফিসারের কাজ কি?
উত্তরঃ দরিদ্র জনগোষ্ঠীকে লোন দেয়া ও সেই লোন ঠিকঠাকমতো আদায় করাই Shakti Foundation Trainee Officer এর কাজ।
শক্তি ফাউন্ডেশন ট্রেইনি অফিসার জবটি কেমন |
শক্তি ফাউন্ডেশন ট্রেইনি অফিসার জবটি কি ফিল্ড জব নাকি ডেক্স?
উত্তরঃ এটি পুরোপুরি ফিল্ড জব।
শক্তি ফাউন্ডেশন ট্রেইনি অফিসার জবটি কি পার্মানেন্ট?
উত্তরঃ হ্যাঁ। এটি পার্মানেন্ট জব। তবে প্রথম ছয়মাস প্রবেশন পিরিয়ড থাকে।
শক্তি ফাউন্ডেশন ট্রেইনি অফিসারে বেতন কত?
উত্তরঃ প্রথম ছয়মাস ২০,১০০ টাকা। তারপর পার্মানেন্ট হলে ২৩,১০০ টাকা।
শক্তি ফাউন্ডেশন ট্রেইনি অফিসার পদে টিএডিএ আছে কি?
উত্তরঃ যেহেতু এটি ফিল্ড জব সেহেতু টিএডিএ আছে।
শক্তি ফাউন্ডেশন প্রশিক্ষণকালীন বেতন কত?
উত্তরঃ ১২,০০০ টাকা। আবাসন খরচ প্রতিষ্ঠান বহন করবে।
Shakti Foundation ট্রেইনি অফিসার পদে ক্যারিয়ার কেমন?
উত্তরঃ এই জবে ক্যারিয়ার খুবই ভালো। শক্তি ফাউন্ডেশন ভালো মানের এনজিও। এইখান থেকে আপনি খুব সহজে ব্রাক ব্যাংক বা অন্য ব্যাংকে জব সুইচ করতে পারবেন।
শক্তি ফাউন্ডেশন নিয়ে আপনার আর কোন প্রশ্ন বা জিজ্ঞেস থাকলে আমাদের নিচের কমেন্ট সেকশনে মন্তব্য রেখে যেতে পারেন।
Tags
NGO Job