আমরা জানি আমাদের বাংলাদেশে সরকারি চাকরির বয়স ত্রিশ। বয়স শেষ হলে অনেকেই কি করবে তা ভেবে পায়না। অনেকেই তাদের করনীয় সম্পর্কে জানতে চেয়ে আমাদের JobsQnA সাইটে ইমেইল করে থাকে।
যাদের সরকারী চাকুরীর বয়স ৩০ পেরিয়ে গেছে তারা যা করতে পারেনঃ
১) এল.এল.বি পড়ে এডভোকেট / আইনজীবী হতে পারেন। আপনি যে বিষয়ে অনার্স মাস্টার্স হোন না কেন,আপনি চাইলে এল এল বি কোর্সটি করতে পারেন।
২) হোমিওপ্যাথি পড়ে হোমিওপ্যাথির ডাক্তার হতে পারেন। তবে এক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীই এটি পড়তে পারবে।
৩) আমিনশিপ কোর্স করে আমিন বা সার্ভেয়ার হতে পারেন। আপনার অনার্স যেকোন বিষয় হলেও আপনি আমিনশিপ কোর্স করতে পারবেন।
বয়স যাদের ৩০ পেরিয়েছে তারা কি করবে |
৪) NTRCA তে নিবন্ধন পরীক্ষায় পাশ করে প্রভাষক / সহকারী শিক্ষক হতে পারেন। বয়স ৩০+ হলেও NTRCA তে সুযোগ দেয়া হয়।
৫) GRE এবং IELTS এ ভালো স্কোর তুলে আমেরিকা / কানাডায় উচ্চতর শিক্ষায় স্কলারশিপে যেতে পারেন। এটি হতে পারে সবচেয়ে ভালো ও সহজ একটি উপায়।
৬) CHW কোর্স করে কমিউনিটি হেলথ প্রোভাইডার / ফার্মাসিস্ট হতে পারেন।
৭) ভেটেরেনারী কোর্স করে পশু ডাক্তার সহযোগী হতে পারেন
৮) মার্চেন্ডাইজিং কোর্স করে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে জব পেতে পারেন। যারা বিবিএ এমবিএ বেকগ্রাউন্ড তারা এই জবে ভালো অগ্রাধিকার পাবেন।
৯) টেলিভিশন - সাংবাদিকতা কোর্স করে সাংবাদিক বা সংবাদ উপস্থাপক হতে পারেন।
১০) CA কিংবা CMA কোর্স করে CA / CMA ফার্মে একাউন্টেট হিসেবে উচ্চ বেতনে কাজ করতে পারেন।
১১) Graphics Design এবং Freelancing এর উপরে পড়াশোনা করে Designer হতে পারেন কিংবা Freelancer হতে পারেন।
১২) ঢাবি / জাবির IBA থেকে MBA করে কর্পোরেট জব গুলিতে চেষ্টা করতে পারেন।
১৩) Technical Training Center গুলোতে Electronics এর উপরে পড়াশোনা করে Electrician হতে পারেন।
১৪) Driving শিখে বিদেশে বা ক্ষেত্র বিশেষে দেশেও পেশাদার লাইসেন্স করে গাড়ী চালাতে পারেন।
১৫) ফ্রিল্যান্সিং কোর্স করে ফ্রিল্যান্সার হতে পারেন। তবে অবশ্যই ভালো ও বিশ্বস্ত কোন কোচিং থেকে কোর্সটি করার চেষ্টা করবেন।
এছাড়াও আরো নানান রকম বা হাজার রকম উপায় থাকতে পারে কর্মসংস্থানের। উপরিল্লিখিত বিষয়াদি ছাড়া অন্য কোন আয়যোগ্য হালাল পদ্ধতি আপনার জানা থাকলে কমেন্টে এড করতে ভুলবেন না এবং শেয়ার করুন।
Tags
Career QnA