যদিও এটি জব রিলেটেড সাইট তবু যেহেতু আমাদের সাইটে QnA নামে একটি পার্ট আছে সেখানে অনেকেই নানান প্রশ্ন জানতে চায়। ব্রাক ব্যাংক থেকে কিভাবে লোন নেয়া যায় এই নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকে। আজকের আর্টিকেলে এই নিয়েই আলোচনা করা হবে।
BRAC BANK থেকে কিভাবে SME লোন নিতে পারবো?
উত্তরঃ BRAC BANK SME LOAN এর জন্য সারা বাংলাদেশে এক নম্বর অবস্থানে আছে। অনেকে তো ব্রাক ব্যাংক কে এমএমই ব্যাংক নামেও জানে। তবে ব্রাক ব্যাংক এসএমই লোনের ক্ষেত্রে যা করছে,তা সত্যিই প্রশংসনীয়।
ব্রাক ব্যাংক থেকে ব্যাবসায়ীরা খুব সহযে জামানতবিহীন এসমই লোন নিতে পারেন। এক্ষেত্রে যেসব শর্ত আপনাকে পূরন করতে হবেঃ
ব্রাক ব্যাংক থেকে কিভাবে লোন নিতে পারবো? |
১) আপনার ব্যাবসায়ের বয়স অন্তত ১৮ মাস থেকে দুইবছর হতে হবে। বয়স যত বেশি হবে,তত ভালো।
২) ব্যাবসায়ের মূলধন অন্তত ১২ লক্ষ টাকা না তার বেশি হতে হবে।
৩) ব্যাবসায়ের পন্যটি দৃশ্যমান পন্য হতে হবে। যেমনঃ হার্ডওয়্যার,মুদি সামগ্রি,কাপড়,মেশিনারীজ ইত্যাদি।
ফ্লেক্সিলোড,বিকাশ,ফ্লাইং বিজনেস,যে ব্যাবসায় স্টক থাকেনা, এইসব ব্যাবসায় কোটি টাকা ইনভেস্ট থাকলেও লোন পাবেন না।
৪) লোনের জন্য প্রতিষ্ঠান নিজের কেনা যায়গায় হলে ভালো। না হলে সেটির ডিড বা দলিল থাকতে হবে।
৫) লোনের দুইজন গ্যারান্টর দিতে হবে। একজন পরিবারের মধ্যে কেউ,যার বয়স ১৮ বা তার বেশি। আরেকজন ব্যাবসায়ী পরিচিত বা পরিবারের বাহিরে কেউ যার নিজস্ব বাড়ি আছে।
৬) লোনের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা হলে অগ্রাধিকার পায়।
উপরোক্ত বিষয় মেনে চললে ব্রাক ব্যাংক থেকে খুব সহজে এসএমএস লোন(SME LOAN) পাওয়া যায়।
এবার আসি, ব্রাক ব্যাংক থেকে কিভাবে পার্সনাল লোন নেয়া যায়?
উত্তরঃ ব্রাক ব্যাংক এমএমএস লোনের পাশাপাশি পার্সনাল লোন দিয়ে থাকে। এক্ষেত্রে তারা ব্যাবসায়ীদের পার্সনাল লোন দেয়,সেটা FDR বা DPS এর বিপরীতে। কিন্তু চাকরিজীবিরা তাদের সেলারির ভিত্তিতে পার্সনাল লোন নিতে পারে। এক্ষেত্রে ভালো কোম্পানি হতে হবে। সেলারি অন্তত চল্লিশ হাজার টাকা বা তার অধিক হতে হবে। এক্ষেত্রে কমিশন গননায় আনা হবে না। কমিশন/ইনন্সেনটিভ ছাড়াই চল্লিশ হাজার টাকার বেশি মাসিক সেলারি হলে পার্সনাল লোন নেয়া যায়।
ব্রাক ব্যাংক নিয়ে আর কোন প্রশ্ন বা জিজ্ঞেস থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন সাবমিট করুন।