অনেকের আমাদের নিকট জানতে চান চাকরির বাজারে একাডেমিক রেজাল্টের কি মূল্য? মূলত Job Market এ হাতেগুনা দুই একটা স্পেশাল সেক্টর ছাড়া একাডেমিক রেজাল্টের এক কথায় কোন মূল্যই নাই। আপনি যতই মেধাবী হোন না কেন, জব মার্কেটে আপনার সিজিপিএ কোন ভ্যালু নেই। সিজিপিএর পাশাপাশি আপনাকে অতিরিক্ত কিছু গুন থাকতে হবে।
আপনাকে একাডেমির পড়ালেখার পাশাপাশি যারা কর্পোরেট জগতে আছেন,তাদের সাথে ভালো লিংক আপ থাকতে হবে। এছাড়া সোস্যাল মিডিয়ার মধ্যে আপনাকে লিংকডইনে ভালো প্রোফাইল, বিডিজবসে ভালো প্রোফাইল মেনটেইন করতে হবে।
চাকরির বাজারে একাডেমিক রেসাল্টের গুরুত্ব কি |
সরকারি চাকরিতে সিজিপিএ ৩.০০ আর ৩.৯৯ এর গুরুত্ব সমান। চাকরির আবেদন থেকে শুরু করে চাকরি পাওয়া, পোস্টিং, স্যালারি, প্রমোশন কোন কিছুতেই একাডেমিক রেজাল্টের কোন ভূমিকা নাই। তাছাড়া একাডেমিক পড়াশোনা কতটুকু কাজে লাগে, সেটাও বিলিয়ন ডলারের প্রশ্ন। বেশিরভাগ প্রতিষ্ঠানেই প্রমোশন নির্ভর করে আপনার কর্মদক্ষতা আর বসকে তেল মারার উপর। ব্যাতিক্রম কিছু অবশ্যই আছে। এক্সেপশন ইজ নট এক্সামপল।
যাদের রেজাল্ট ৩, এদেশের চাকরির বাজারে তারা রাজা বাদশাহ। রেজাল্ট ৩.৫ বা তার বেশি না বলে টেনশনের কিছু নাই। আমার ধারণা, যাদের ভার্সিটির শিক্ষক হওয়ার ইচ্ছে নাই, তাদের ৩- এর বেশি রেজাল্ট দরকারও নাই। তারচেয়ে ভালো থার্ড/ফোর্থ ইয়ার থেকেই চাকরির পড়া শুরু করা। তবে আপনার একাডেমিক পড়ালেখার ক্ষতি করে নয়।
তবে, প্রাইভেট ব্যাংক নিয়ে কথা আছে। প্রাইভেট ব্যাংক নিয়োগের ক্ষেত্রে সাবজেক্ট, রেজাল্ট, নিজেদের মার্কেট অবস্থান, টার্গেট ইত্যাদি বিবেচনা করে। প্রাইভেট ব্যাংক বাসার একুরিয়ামের মত। এখানে দেশি কই, মাগুর, ইলিশ মাছের জায়গা হয় না।
প্রাইভেট ব্যাংকে বেশিরভাগ নিয়োগ হয় লবিং ও রেফারেন্সে। যদিও বাংলাদেশ ব্যাংক প্রাইভেট ব্যাংকের নিয়োগে সচ্ছতা আনার চেস্টা করছে।
আপনি লবিং বা রেফারেন্স ব্যাতিত প্রাইভেট ব্যাংকে সেলস জব পেতে পারবেন। যেখানে থাকবে বিশাল টার্গেটের প্যারা। প্রাইভেট ব্যাংকগুলো বেশিরভাগ ক্ষেত্রেই জেনারেল ব্যাংকিং পোস্টে অভ্যন্তরীণ রেফারেন্সে লোক নিয়োগ দেয়। আর সেলস পোস্টে থার্ডপার্টি আউটসোর্সিং করে জনবল নিয়োগ করে থাকে। সেখানে বাংলা বা ইতিহাসের পড়ুয়া ছাত্রছাত্রীরা ভালো করে। যারা বিবিএ এমবিএ করা তারা ব্যাংকের সেলস পোস্টে ততটা ভালো করতে পারেনা।
আমি একাডেমিক পড়াশোনা, রেজাল্ট ভালো করতে নিরুৎসাহিত করছি না। অবশ্যই একাডেমিক রেজাল্টের গুরুত্ব আছে এবং থাকা উচিতও। আমি জাস্ট বাংলাদেশের জব মার্কেট নিয়ে আমার ছোট খাটো অভিজ্ঞতা শেয়ার করছি। তাছাড়া, আমার সবগুলো পোস্টই আমার মতো ব্যাকবেঞ্চার, কোন রকমে পাশ করা, নিরীহ টাইপের মানুষের জন্য।
দিন শেষে লড়াইটা হবে বাংলাদেশের জব মার্কেটে, বাংলাদেশের সিস্টেমে, বাংলাদেশিদের সাথে।
Tags
Private Company