BRAC Bank Relationship Executive পরীক্ষার Question কেমন হয়?

বর্তমানে BRAC Bank Relationship Executive পদে সারাবছর ধরেই নিয়োগ বিজ্ঞপ্তি চলমান থাকে। এটি ব্রাক ব্যাংকের একটি কনট্রাকচুয়াল পদ। এই পদে সাধারণত Bdjobs এর মাধ্যমে আবেদন নেয়া হয়। যাদের বিডিজবসের সিভি ৯০% বা তার উপরে কমপ্লিট থাকে তাদেরকে শর্টলিস্টে ডাকা হয়।


যেহেতু BRAC Bank Relationship Executive পদে সারাবছর ব্যাপি নিয়োগ হয় তাই পরীক্ষাটি থার্ড পার্টি প্রতিষ্ঠান মাহাদি সাপোর্ট সার্ভিসের অফিসে হয় আবার ক্ষেত্রবিশেষে সেটি ব্রাক ব্যাংকের হেড অফিস অনিক টাওয়ারে হয়ে থাকে। 

ব্রাক ব্যাংকের রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে পরীক্ষা তিন ভাবে হয়।

১) অনলাইন ৫০ নাম্বারের এমসিকিউ।
২) অনলাইন ভাইবা।
৩) মাহাদির অফিসে ভাইবা।
৪) চূড়ান্ত নিয়োগ।
RE Brac Bank
Brac Bank RE


অথবা,
১) ব্রাক ব্যাংকের হেড অফিসে ৫০ নাম্বারের এমসিকিউ।
২) ব্রাক ব্যাংকের হেড অফিসে ভাইবা।
৩) চূড়ান্ত নিয়োগ।

অথবা,
১) মাহাদির অফিসে ৫০ নাম্বারের এমসিকিউ। 
২) মাহাদির অফিসে ভাইবা।
৩) চূড়ান্ত নিয়োগ।

BRAC Bank Relationship Executive পদে এমসিকিউ প্রশ্ন কেমন হয়?
উত্তরঃ এমসিকিউ প্রশ্ন খুবই সহজ হয়। সাধারণ গনিত,সাধারণ ইংরেজি স্পেলিং, সিননিম,এন্টমিন,গ্রামার ও বেসিক সাধারণজ্ঞান। 
পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যাবহার করতে দেয়া হয়না।

প্রশ্ন সম্পর্কে ধারনা পেতে আমাদের এই আর্টিকেলের নিচে কমেন্ট বক্সে প্রশ্ন সাবমিট করুন। অথবা আমাদেরকে মেইল করুন। আমরা আপনাকে ড্রাইভ লিংক দিবো।

BRAC Bank Relationship Executive পদে ভাইবা কেমন হয়?
উত্তরঃ ব্রাক ব্যাংকের রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে ভাইবা খুবই সিম্পল প্রশ্ন হয়। আপনি সেলস জবে কাজ করতে পারবেন কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্যই ভাইবা নেয়া হয়।

BRAC Bank Relationship Executive পদে বেতন কত?
উত্তরঃ ব্রাক ব্যাংকের রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে বেতন সর্বসাকুল্যে ২৪ হাজার। তবে ভালো কাজ করতে পারলে কমিশন সহ প্রথম এক বছরে গড়ে প্রতি মাসে ৩০ হাজার টাকা আয় করতে পারবেন।

BRAC Bank Relationship Executive পদে পার্মানেন্ট হওয়া যায় কি?
উত্তরঃ যারা লোনে কাজ করেন,তারা যদি ছয়মাস টিকে থাকতে পারেন তাহলে এক থেকে দেড়বছরের মধ্যে পার্মানেন্ট হওয়া যায়। তবে যারা লাইবিলিটিতে কাজ করেন তাদের জন্য পার্মানেন্ট হওয়াটা চ্যালেঞ্জিং। 

ব্রাক ব্যাংকের রিলেশনশিপ এক্সিকিউটিভ পদ নিয়ে অনেক আর্টিকেল আমাদের এই সাইটে দেয়া আছে। চাইলে সাইটে দেখে নিতে পারেন। এছাড়া জব রিলেটেড যেকোনো প্রশ্ন বা জিজ্ঞেসার উত্তর সবার আগে আমাদের এই JobsQnA সাইটে পাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন