BRAC Bank Relationship Executive পদটি কেমন?

ব্রাক ব্যাংক রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে বছরে প্রায় ৩৬৫ দিনই বিডিজবসে সার্কুলার চলে। এটি মূলত BRAC Bank এর কোন জব না। এটি মাহাদি সাপোর্ট সার্ভিসের জব। এই জবটি কনট্রাকচুয়াল। আপনি কাজ করবেন ব্রাক ব্যাংকে কিন্তু আইডি কার্ডে থাকবে মাহাদি সাপোর্ট সার্ভিস লিমিটেড লিখা। আমাদের JobsQnA সাইটে Brac Bank Relationship Executive পদ নিয়ে প্রায় প্রতিদিনই প্রচুর প্রশ্ন আসে। আজ কিছু প্রশ্নের উত্তর দিবো।

Brac Bank  Relationship Executive পদটি কেমন?
উত্তরঃ এটি কন্ট্রাকচুয়াল পদ। থার্ড পার্টি কন্ট্রাক। 

ব্রাক ব্যাংক RE কি সম্পূর্ণ ফিল্ড জব?
উত্তরঃ হ্যাঁ। শতভাগ ফিল্ড জব। কোন ডেক্স থাকার সম্ভাবনা নেই।

ফিল্ড জব হলেও নিজ বিভাগের ব্রাঞ্চে কি নিয়োগ দেয়? 
উত্তরঃ লাইবিলিটিতে হলে নিজ জেলা বা বিভাগে নিয়োগ দেয়। লোনে হলে অন্য বিভাগের নিয়োগ দিবে।
BRAC Bank RE পদটি কেমন?
BRAC Bank Relationship Executive পদটি কেমন?
মাসিক বেতন কি ফিক্সড দিবে নাকি কমিশন ভিত্তিক সেলারি???
উত্তরঃ মাসিক বেতন ফিক্সড। কাজ করেন বা নাই করেন, মাসে ২৪০০০ টাকা ফিক্সড পাবেন। ৬০০ টাকা প্রভিডেন্ট ফান্ড কেটে ব্যাংকে ঢুকবে ২৩,৪০০ টাকা। 

লাইবিলিটিতে কাজ সহজ নাকি লোনে?
উত্তরঃ লোনে কাজ সহজ। 

BRAC Bank RE তে পার্মানেন্ট হতে কতদিন লাগে?
উত্তরঃ লোনে ভালোভাবে কাজ করলে এক থেকে দেড় বছরের মধ্যে পার্মানেন্ট হওয়া যায়। আর লাইবিলিটিতে পার্মানেন্ট হওয়া খুবই চ্যালেঞ্জিং। কারন লোন দেয়া যতটা সহজ, ডিপোজিট বাড়ানো ঠিক ততটাই কঠিন।

BRAC ব্যাংক কি টার্গেট ফিলাপ না হলে বাদ দিয়ে দিবে? 
উত্তরঃ নির্ভর করে আপনার বিডিএম কেমন সেটার উপর। পর পর তিনমাস টার্গেটের ৫০% পূরন না হলে নিয়ম অনুযায়ী বাদ দেয়। লোনে মোটামুটি টার্গেট ফিলাপ হলেও বাদ দেয়না। কিন্তু লাইবিলিটিতে বাদ দিয়ে দিবে।

BRAC Bank SME RE জবে ফিউচার কেমন?
উত্তরঃ যদি এমএমই লোনে জয়েন করতে পারেন,ফিল্ড জবে ভালো পরিচিত লাভ করে প্রথম ছয়মাস ভালোভাবে কাজ করতে পারেন। তবে আপনার মনে হবে ব্রাক ব্যাংকের মতো এতো ভালো জব আর হয়না। আর এইখানে ৩-৪ বছর ভালোভাবে করতে পারলে এসির নিচে বসে বসেই মাসিক টার্গেট খুব সহজে পূরন করতে পারবেন।

তবে যদি লাইবিলিটিতে কাজ করেন,সেখানে এই সুযোগ নেই। লাইবিলিটিতে সবসময় প্যারার উপর থাকতে হবে। আর লাইবিলিটিতে খুব সজজে পার্মানেন্ট হওয়া যায়না।

BRAC Bank RE পদে কমিশন কেমন?
উত্তরঃ যেহেতু এটি সেলস জব সেহেতু প্রচুর কমিশন আছে। লোনে দেয়া,লোন কালেকশন, ডিপোজিট, সবকিছুতেই কমিশন পাবেন।

RE থেকে পার্মানেন্ট হলে সেলারি কত?
উত্তরঃ পার্মানেন্ট হলে সেলারি, ৩৯,০০০ টাকা। তবে তখন কমিশনের হার কিছুটা কমে যাবে।

Brac Bank RE থেকে পার্মানেন্ট না হতে পারলে কি বাদ দিয়ে দিবে?
উত্তরঃ বাদ দিবেনা। তবে পারফরম্যান্স খুব বেশি সন্তুশজনক না হলে নিজ থেকেই জব ছেড়ে দিতে বাধ্য করবে। 

BRAC Bank SME RE নিয়ে আমাদের সাইটে আরো অনেক পোস্ট আছে। আপনারা চাইলে সেগুলো পড়ে নিতে পারেন। জব রিলেটেড যেকোনো তথ্যের জন্য বাংলাদেশে একমাত্র ওয়েবসাইট JobsQnA 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন