আমাদের সাইটে অনেকেই প্রশ্ন করেন ব্রাক এনজিওতে বহুবার আবেদন করেও শর্টলিস্ট করেনা। BRAC NGO তে সারাবছর ব্যাপী সার্কুলার চলে। অনেকে বহুবার আবেদন করেও একবার ডাক পায়না। কিভাবে আবেদন করলে ব্রাক এনজিওতে ডাক পাওয়া যাবে সেটা নিয়ে অনেকেই আমাদের JobsQnA সাইটে প্রশ্ন করে থাকেন।
BRAC কি?
উত্তরঃ ব্রাক একটি এনজিও প্রতিষ্ঠান।
BRAC BANK কি?
উত্তরঃ ব্রাক ব্যাংক ফিন্যান্সিয়াল/ব্যাংকিং প্রতিষ্ঠান।
BRAC এ আবেদন কিভাবে করে?
উত্তরঃ BRAC এর আলাদা ওয়েবসাইট আছে। সেখানে প্রোফাইল তৈরি করে আবেদন করতে হয়।
BRAC NGO তে শর্টলিস্ট না হওয়ার কারন কি |
BRAC আর BRAC BANK কি আলাদা?
উত্তরঃ চাকরির আবেদনের ক্ষেত্রে দুটোই আলাদা ওয়েবসাইট। তবে প্রতিষ্ঠান সব একই।
BRAC NGO তে শর্টলিস্ট করে কিসের ভিত্তিতে?
উত্তরঃ মূলত যারা BRAC এ জব করেন,তাদের একটি আলাদা পিন থাকে। যারা আবেদন করে,ব্রাকের কর্মী,তারা পিন সহকারে আবেদন করে। তাদেরকে আবেদনের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে গিয়ে,সাধারন আম পাবলিককে অগ্রাধিকার দিতে পারেনা। ফলে অনেকে পর্যন্ত যোগ্যতা থাকা সত্ত্বেও শর্টলিস্টে আসেনা।
BRAC এ শর্টলিস্টে সুযোগ পাওয়ার উপায় কি?
উত্তরঃ আপনি যদি ব্রাকের কর্মী না হোন,তবে আবেদনের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যাতে আবেদনে প্রতিটি ঘর পূরন করা হয়। কোন তথ্য ফাঁকা রাখবেন না।
BRAC NGO তে ক্যারিয়ার কেমন?
উত্তরঃ বাংলাদেশের এনজিওর মধ্যে ব্রাক এনজিও অন্যতম। এখানে ক্যারিয়ার ও সুযোগ সুবিধা অনেক ভালো।
BRAC NGO তে সেলারি কেমন?
উত্তরঃ পদ ভেদে সেলারির ভিন্নতা। তবে এখানে বাংলাদেশের এনজিওর মধ্যে স্টেন্ডার্ড সেলারি দেয়া হয়ে থাকে।
BRAC NGO থেকে কি BRAC BANK এ জব শিফট করা যায়?
উত্তরঃ হ্যাঁ। ব্রাক ব্যাংক,তাদের এনজিওর কর্মীদের ক্ষেত্রবিশেষে অগ্রাধিকার দেয়।
জব রিলেটেড যেকোনো প্রশ্নের উত্তর পেতে সবার আগে চোখ রাখুন আমাদের JobsQnA সাইটে।