CRM SME Analyst এর কাজ কি?

সাম্প্রতিক অনেক ব্যাংকেই CRM SME Analyst নিয়োগ দিচ্ছে। CMR Analyst বা CRM SME Anylist বা CRM Retail Analyst নিয়ে অনেকেই আমাদের JobsQnA সাইটে প্রশ্ন করে থাকে। আজকে এই নিয়ে আর্টিকেল লেখা হলো।

CRM মানে কি?
উত্তরঃ CRM মানে Credit Risk Management 

Credit Risk Management মানে কি?
উত্তরঃ লোন দেয়ার ক্ষেত্রে সেই লোনে ঝুঁকি কতটুকু সেটাই ক্রেডিট রিক্স ম্যানেজমেন্ট। 
CRM SME Analyst এর কাজ কি
Credit Risk Management এর কাজ কি?
উত্তরঃ যারা CRM এ কাজ করে,তারা একটি লোনের ফাইল নিয়ে যাকে লোন দিচ্ছে তার সম্পদের পরিমান,গ্যারান্টরের সম্পদের পরিমাণ, সবকিছু বিচার বিবেচনা করে এই লোনে ঝুঁকির পরিমাণ কত সেটা নির্নয় করাই CRM এর কাজ।

CRM SME Analyst এর কাজ কি?
উত্তরঃ SME লোনের ঝুঁকি পরিমান করা। ক্ষেত্রবিশেষে লোনের ফাইল এপ্রুভ দেয়ার আগে প্রতিষ্ঠান ভিজিট করতে হয়।

CRM SME Analyst জবে ক্যারিয়ার কেমন?
উত্তরঃ এটি একটি স্মার্ট জব। এই জবে ক্যারিয়ার খুবই ভালো। 

CRM SME Analyst জবে বেতন কত?
উত্তরঃ কোম্পানি ও ব্যাংক ভেদে ভিন্নতা থাকে।

আশাকরি CRM SME ANALYST নিয়ে আপনার মনে যে প্রশ্ন ছিল সকল প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন