BRAC Bank CVU টিমে এখন প্রচুর সংখ্যক লোক নিয়োগ নিচ্ছে। মূলত CVU মানে হলো Contract Verification Unit যারা ব্রাক ব্যাংকের একাউন্ট হোল্ডারদের যোগাযোগ ঠিকানা ভেরিফিকেশন করে থাকে।
CVU Exicutive এর কাজ কি?
উত্তরঃ CVU Executive মূলত যারা ব্যাংকে একাউন্ট করে তাদের ঠিকানা ভেরিফিকেশন করে থাকে। এছাড়া লোন, ক্রেডিট কার্ডের এড্রেস ও ডকুমেন্টস ভেরিফিকেশন করে থাকে।
CVU এক্সিকিউটিভ কি ফিল্ড জব?
উত্তরঃ এটি শতভাগ ফিল্ড জব।
Executive CVU BRAC Bank পদের কাজ কি? |
CVU Exicutive কি পার্মানেন্ট জব?
উত্তরঃ এটি থার্ড পার্টি কনট্রাকচুয়াল জব। ৩-৪ বছর টিকে থাকতে পারলে পার্মানেন্ট করে। তবে এই জবে টিকে থাকাই মুশকিল।
CVU EXICUTIVE পদে বেতন কত?
উত্তরঃ কনট্রাকচুয়াল হিসেবে বেতন ২৪ হাজার টাকা। এছাড়া প্রতিটি এড্রেস ভেরিফিকেশনের জন্য কমিশন রয়েছে। যাতায়াত ভাড়া রয়েছে।
CVU এক্সিকিউটিভ থেকে পার্মানেন্ট হলে সেলারি কেমন?
উত্তরঃ পার্মানেন্ট হলে সেলারি ৩৯,০০০ টাকা। কমিশন ও থাকবে।
আশাকরি CVU টিমের জব সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা পেয়েছেন। ব্রাক ব্যাংক মূলত যেকোনো একাউন্ট করার পর এড্রেস ভেরিফিকেশন করে থাকে। যা বাংলাদেশ ব্যাংকের নিয়মে আছে। ব্রাক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সকল গাইডলাইন ফলো করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে। ফলে তাদের একাউন্ট হওয়ার পর বর্তমান ও স্থায়ী ঠিকানা যদি এক না হয়,সেক্ষেত্রে তারা বর্তমান ঠিকানা ভেরিফিকেশন করে। এই জবে ফিল্ডে কাজ করে টিকে থাকাই মূল চ্যালেঞ্জ। যারা টিকে থাকে তারাই একসময় পার্মানেন্ট হয়।