BRAC Bank এর Relationship Exicutive পদে বছরে বারোমাসই নিয়োগ চলে। এই পদে যতজন নিয়োগ দেয়া হয় ৬০% জব ছেড়ে চলে যায়। ফলে তাদের বছরে সবসময়ই নিয়োগ প্রক্রিয়া চলমান থাকে। ব্রাক ব্যাংকের রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে ফিউচার কেমন তা জানতে চেয়ে বিভিন্নসময় আমাদের সাইটে মেইল আসে। কারন জব রিলেটেড যেকোনো প্রশ্নের উত্তর সবার আগে পেতে JobsQnA সাইটের বিকল্প এখন পর্যন্ত বাংলাদেশে নেই।
ব্রাক ব্যাংকে রিলেশনশিপ এক্সিকিউটিভ লোনে ক্যারিয়ার কেমন?
উত্তরঃ যারা লোনে কাজ করেন,তাদের ক্যারিয়ার খুবই ভালো। যদিও এটি ফিল্ড জব কিন্তু লোনে ২-৩ বছর পরিশ্রম করে কাজ করতে পারলে আপনাকে লোন দেয়ার জন্য ফিল্ডে যেতে হবেনা। কারন লোনের মেয়াদ শেষে একই ব্যাক্তিকে পুনরায় লোন দেয়া হয়। ফলে রিপিট লোনের ফাইল নিয়েই ব্যাস্ত থাকা লাগে। নতুন গ্রাহক রেফারেন্সে চলে আসে। নতুন গ্রাহক খুঁজতে বাহিরে যেতে হয়না।
BRAC Bank Relationship Executive পদে লোনে এক থেকে দেড়বছর কাজ করতে পারলে অনায়াসে পার্মানেন্ট হওয়া যায়। পার্মানেন্ট হওয়ার পর বেতন নিয়ে ভাবতে হয়না। বেতনের পাশাপাশি ভালো কমিশন আছে। ৩-৪ বছর পর লোনে টিকে থাকতে পারলে ৫০-৬০ হাজার টাকা আয় করা ব্যাপারই না।
BRAC Bank Relationship Executive |
ব্রাক ব্যাংকের রিলেশনশিপ এক্সিকিউটিভ লাইবিলিটিতে ক্যারিয়ার কেমন?
উত্তরঃ ব্রাক ব্যাংকের রিলেশনশিপ এক্সিকিউটিভ পদে লোনে কাজ করাটা যত সহজ,লাইবিলিটিতে কাজ করাটা ঠিক ততটাই কঠিন। লাইবিলিটিতে খুব সহজে পার্মানেন্ট হওয়া যায়না। কারন লোনের রেট ২৫% হলেও যার দরকার সে আপনাকে খুজে বের করে লোন নিবে।
কিন্তু লাইবিলিটিতে আপনাকে উল্টো কাস্টমার খুঁজতে হবে। ডিপোজিটের কাস্টমার খুঁজে কোন ব্যাংকে ইন্টারেস্ট রেট বেশি দিবে। সেক্ষেত্রে ব্রাক ব্যাংক সময়ের সাথে তাল মিলিয়ে ইন্টারেস্ট রেট বৃদ্ধি করেনা। ফলে এই ফিল্ডে কাজ করাটা অনেক চ্যালেঞ্জিং।
এছাড়া নির্দিষ্ট সময় পর পর কেপিয়াই চেঞ্জ করা হয়। টার্গেট ফিলাপ না হলেই ছাটাই করা হয়। কিন্তু লোনের ক্ষেত্রে ছাটাই করার আগে কালেকশন নিয়ে ভাবতে হয়। কারন লোনের কোন কনট্রাকচুয়াল কর্মীকে যদি ছাটাই করা হয়,সেক্ষেত্রে তার দেয়া লোনগুলো কালেকশন নিয়ে সমস্যা হতে পারে।
লাইবিলিটিতে কোন কালেকশন চাপ থাকেনা। ফলে চাইলেই লাইবিলিটিতে কাজ করা যেকাউকে বাদ দিতে বিন্দুমাত্র পূনঃবিবেচনা করা হয়না।
ব্রাক ব্যাংক সহ যেকোনো ব্যাংক জব নিয়ে আপনার মনে কোন প্রশ্ন থাকলে আমাদের এই JobsQnA সাইটের কমেন্ট বক্সে মন্তব্য করতে পারেন।