IFIC Direct Sales Associated পোস্টে ক্যারিয়ার কেমন?

আইএফআইসি ব্যাংকে ডিরেক্ট সেলস পোস্টে প্রায়ই নিয়োগ বিজ্ঞপ্তি চলে। IFIC Direct Sales Associated Liability Business পোস্ট নিয়ে অনেকেই আমাদের সাইটে এই পোস্ট নিয়ে জানতে চেয়েছেন। আজকে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

IFIC Direct Sales Associated Liability Business পদের কাজ কি?
উত্তরঃ নতুন একাউন্ট করা। ডিপিএস এফডিআর করা।

IFIC Direct Sales Associated Liability Business সেলারি কত?
উত্তরঃ ১৫ থেকে ১৭ হাজার টাকা। তবে মাসে আপনাকে অন্তত ১০ টা একাউন্ট করতে হবে। ১০ টা একাউন্ট না করতে পারলে সেলারি ১৫ হাজার টাকা পাবেন না।
IFIC Direct Sales Associated পোস্টে ক্যারিয়ার কেমন
IFIC Direct Sales Associated পোস্টে ক্যারিয়ার কেমন
IFIC Direct Sales Associated Liability Business জবটি কি পার্মানেন্ট?
উত্তরঃ থার্ড পার্টি কনট্রাকচুয়াল জব। মাহাদি নামক থার্ডপার্টির জব।

IFIC Direct Sales Associated Liability Business পদে পার্মানেন্ট হতে কতদিন লাগে?
উত্তরঃ খুব ভালো পারফরম্যান্স হলে ১-২ বছর লাগে। তবে এই পদে পার্মানেন্ট হওয়া খুবই কষ্টসাধ্য। বেশিরভাগ ৪-৬ মাস করার পর জব ছেড়ে দেয়।

IFIC Direct Sales Associated Liability Business জবে ফিউচার কেমন?
উত্তরঃ কনট্রাকচুয়াল জব দিয়ে ভালো ফিউচার আশা করা যায়না। কনট্রাকচুয়াল অভিজ্ঞতাকে আপনি ব্যাংকিং অভিজ্ঞতা হিসেবে দেখাতে পারবেন না।

IFIC Direct Sales Associated Liability Business পোস্টি কোথায় হয়?
উত্তরঃ এই পদে সচারাচর নিজ এলাকায় পোস্টিং দেয়া হয়।

IFIC Direct Sales Associated Liability Business পদে টার্গেট ফিলাপ না হলে কি বাদ দিয়ে দেয়?
উত্তরঃ টার্গেট ফিলাপ না হলে বাদ দেয়না। কারন টার্গেট ফিলাপ না হলে আপনি কোন টাকা পাবেন না। সুতরাং আপনি নিজ থেকেই ছেড়ে দিতে বাধ্য হবেন।

এই পোস্ট নিয়ে আপনার আর কোন প্রশ্ন বা জিজ্ঞেসা থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মতামত সাবমিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন