সম্প্রতি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চাকরি প্রত্যাশীদের জানার আগ্রহ ও অনেকেই আমাদের JobsQnA সাইটে প্রশ্ন করেছেন,তাই আজকের এই লেখা।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দ্বিতীয় প্রজন্মের একটি এস্টাব্লিশড্ ব্যাংক। সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকগুলো নিয়ে যে বদনাম/ রিউমার ছড়িয়েছে তন্মধ্যে আল-আরাফাহ ব্যাংকের নাম কখনো আসেনি।
তাই যারা ইসলামী গড়ানার ব্যাংকে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য আল-আরাফাহ হতে পারে বেটার অপশন।
আল আরাফাহ ব্যাংকের এক্সাম টেকার, কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয়?
উত্তরঃ এক্সাম টেকার আইবিএ। এমসিকিউ, রিটেন একসাথে হয়। এমসিকিউ অংশে ইংলিশ, ম্যাথ, জিকে ও ইসলামিক ফিন্যান্স/ ব্যাংকিং নিয়ে প্রশ্ন হয়। গতবার ইসলামিক ফিন্যান্স এর বিভিন্ন টারমিনোলজি নিয়ে প্রায় ১০ টি এমসিকিউ ছিল। যারা এ বিষয়ে সামান্য ধারনা নিয়ে যাবে তারা এগিয়ে থাকবে।
রিটেন অংশে ২ টা রিটেন ম্যাথ ও সমসাময়িক বিভিন্ন ইস্যু/ অর্থনৈতিক/ ব্যাংকিং ইত্যাদি বিষয়ের উপর ১টি কম্প্রিহেনশন রাইটিং থাকবে।
আল আরাফাহ ইসলামী ব্যাংকের MTO ক্যারিয়ার |
আল আরাফাহ ইসলামি ব্যাংকে শর্টলিস্টিং ও সম্ভাব্য পোস্ট সংখ্যা কত?
উত্তরঃ যাদের সিজিপিএ ৩.২০ এর উপরে তাদের শর্টলিস্টেড হওয়ার সম্ভাবনা বেশি। পাবলিক বিশ্ববিদ্যালয় প্রেফারেন্স পায়। গত ২ বার ১০০+ MTO নিয়েছে। এবারও ১০০+ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
আল আরাফাহ ইসলামি ব্যাংকে স্যালারি কেমন?
উত্তরঃ অন প্রবেশন ৫২০০০। কনফার্মেশন এর পর ৬৮০০০+।
আল আরাফাহ ইসলামি ব্যাংকের কর্মপরিবেশ কেমন?
উত্তরঃ কর্মপরিবেশ ভাল। ইসলামী ভাব রয়েছে। যারা ইসলামী মাইন্ডেড তারা এখানে কাজ করে শান্তি পাবেন। মেয়েদের জন্য হিজাব বাধ্যতামূলক (নন- মুসলিমদের জন্য নয়)। তবে এখানে রেফারেন্স এ জব পাওয়া মানুষ বেশি। যেটা কিছুটা বিরক্তির কারণ হতে পারে।
আল আরাফাহ ইসলামি ব্যাংকে টার্গেট প্রেশার কেমন?
উত্তরঃ ইনডিভিজুয়াল কোনো টার্গেট নেই। ব্রাঞ্চ টার্গেট রয়েছে। বেশির ভাগ ব্রাঞ্চের টার্গেট অটোমেটিক ফিল আপ হয় ও সেটা সবাইকে ডেজিগনেশন অনুযায়ী ভাগ করে দেওয়া হয়। তবে ব্যাংকিং ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থার কারনে ম্যানেজার আপনাকে ডিপোজিটের জন্য প্যারা দিতে পারে।
আল আরাফাহ ইসলামি ব্যাংকে প্রমোশন কিভাবে হয়?
উত্তরঃ ৩ বছর পর পর। তবে এক্সট্র্বা- অর্ডিনারী পারফরম্যান্স দেখাতে পারলে এক্সছেলারেটেড প্রমোশন এর ব্যবস্থা আছে। সেটা ২/১ বছর পর পর হয়। MTO দের প্রমোশন ঠিক সময়ে দিয়ে দেয়।
আল আরাফাহ ইসলামি ব্যাংক জবস ইনসেন্টিভ আছে কি?
উত্তরঃ বছরে ৩/৪ টা। ২ টা ইন জেনারেল সবাইকে দেয়। বাকি ১/২ টা পারফরম্যান্স অনুযায়ী।
আল আরাফাহ ইসলামি ব্যাংক নিয়ে আর কিছু জানার থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট রেখে যেতে পারেন।