Private Bank Shortlist করার ক্ষেত্রে কি গুরুত্বপূর্ন?

আমরা সবাই জানি,প্রাইভেট ব্যাংকে চাকরির জন্য যারা আবেদন করে,তাদের মধ্যে সবাইকে পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হয়না। প্রাইভেট ব্যাংকে আবেদনকারীর মধ্যে থেকে তারা শর্টলিস্টে এনে কিছু সংখ্যক পরীক্ষা দেয়ার সুযোগ দেয়। আমাদের JobsQnA সাইটে অনেকেই প্রাইভেট ব্যাংকের শর্টলিস্টে আসার বিষয় নিয়ে জানতে চান। তাদের জন্যই আজকের এই আর্টিকেল। 

মূলত প্রাইভেট ব্যাংক এ শর্টলিস্ট হওয়ার সবচেয়ে বড় বিষয়টা হল মাস্টার্স কমপ্লিটেড থাকা। Buisness Facultyr Subject, Statistics, Economics, Mathematics, CSE, English, Public Administration এই Subject গুলো একটু বেশি Prority পাবেন শর্ট লিস্ট এবং জব পাওয়ার ক্ষেত্রে। বাকী Subject গুলো থেকে Masters completed থাকারাই বেশি Priority পাবেন শর্ট লিস্ট এর ক্ষেত্রে।
১। ব্যাংক রিলেটেড Subject বাদে যারা মাস্টার্স কমপ্লিটেড আছে এবং CGPA 3.00 Or Above তারা চোখ বন্ধ করে সব ব্যাংক এ Apply করবেন দেখবেন ৭০% জায়গায় আপনি শর্ট লিস্ট হচ্ছেন।
প্রাইভেট ব্যাংকে শর্টলিস্ট করার ক্ষেত্রে কি গুরুত্বপূর্ন?
Private Bank Shortlist করার ক্ষেত্রে কি গুরুত্বপূর্ন?
২। ব্যাংক রিলেটেড Subject বাদে যারা অনার্স কমপ্লিটেড তারা MTO বাদে অফিসার বা একটু নিচের পোস্টগুলোতে Apply করবেন দেখবেন অনেক জায়গায় Call পেয়ে গেছেন।

৩। যাদের ব্যাকগ্রাউন্ড BBA/MBA/CSE/Statistics/Economics/Mathematics/English/Public Administration সুযোগ পেলেই সব জায়গায় Apply করবেন Maximum ক্ষেত্রেই Call পাবেন।

৪। নন বিজনেস ব্যাকগ্রাউন্ডদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় একটি Factor হয়ে দাড়াতে পারে।
৫। বিজনেস ব্যাকগ্রাউন্ডদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কিছুটা কম Factor হিসেবে কাজ করতে পারে।

৫। যাদের অনার্সে ফাস্টক্লাস কিন্তু মাস্টার্স সেকেন্ড ক্লাস বা সিজিপিএ ৩ পয়েন্টের নিচে,তাদের ক্ষেত্রে প্রাইভেট ব্যাংকগুলো কম শর্টলিস্ট করে। 

৬। যাদের অনার্স ও মাস্টার্স দুটোই ফাস্টক্লাস, তাদেরকে প্রাইভেট ব্যাংকে শর্টলিস্টে আসার সুযোগ অনেক বেশি থাকে।

৭। প্রাইভেট ব্যাংকে অনেকে সব ফাস্টক্লাস থাকার পরেও শর্টলিস্টে আসেন না। তার কারন কমপ্লিট সিভি তৈরি করতে না পারা। সিভিতে যেসব বিষয় আপনি উল্লেখ করতে পারছে,সব বিষয় উল্লেখ করার চেষ্টা করবেন। রেফারেন্স একজন রিলেটিভ দেয়ার চেস্টা করবেন। অন্যজন টিচার বা পরিচিত কেউ ফ্যামিলির বাহিরে এমন কাউকে দেয়ার চেস্টা করবেন।

CGPA 3.00 & Above হলে Tension Free থাকতে পারেন & আমার এই পোস্ট থেকে যাদের এই সংক্রান্ত দ্বিধাদ্বন্দ্ব আছে তারা আশা করি সব বুঝতে পারবেন। তারপরও যদি কোন প্রশ্ন বা দ্বিধা থাকে,আমাদের এই JobsQnA সাইটের কমেন্টে এসে মন্তব্য সাবমিট করে যান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন