SEDP কি ও এটার কাজ কি?

সাম্প্রতিক (SEDP) এর আওতায় বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক বাস্তবায়নাধীন মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে প্রায় এক হাজার জনবল নিয়োগ করা হবে। এই জব নিয়ে অনেকেই আমাদের JobsQnA সাইটে মেইল করেছেন। আপনাদের প্রশ্নোত্তর পর্ব নিয়ে সাজানো আমাদের আজকের আর্টিকেল। 

পদের নামঃ গণনাকারী
সংখ্যাঃ ১,০০০ জন
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক পাস তবে স্নাতক অধ্যয়নরত থাকলে কলেজের আইড কার্ড থাকলে আবেদন করা যাবে
বয়সঃ ১৮-৩৫ বছর

বিঃ দ্রঃ নির্বাচিত প্রার্থীরা নিজ জেলায় কাজ করতে পারবেন।

আবেদন শুরুর তারিখঃ ০৫ এপ্রিল, ২০২৪

আবেদনের শেষ তারিখঃ ১২ এপ্রিল, ২০২৪

এবার আসি, প্রশ্নোত্তর পর্ব নিয়েঃ 
SEDP কি ও এটার কাজ কি
SEDP কি ও এটার কাজ কি
SEDP কি?
উত্তরঃ Secondary Education Development Programme যাকে সংক্ষেপে বলা হয় SEDP

SEDP জবটি কি ধরনের?
উত্তরঃ এটি একটি চুক্তিভিত্তিক জব। যার মেয়াদ নূন্মতম তিনমাস থেকে সর্বোচ্চ ১বছর পর্যন্ত হতে পারে।

SEDP জবের কাজ কি?
উত্তরঃ বিভিন্ন হাইস্কুলে গিয়ে সেখানে নির্দিষ্ট ছাত্রছাত্রীদের নিয়ে জড়িপ করা। যেমনঃ উপবৃত্তি তালিকা করা, বয়সের তালিকা করা,ঝড়ে পড়া শিক্ষার্থীদের তালিকা করা, শিক্ষক অনুপাতে শিক্ষার্থীর হারের তালিকা করা। 

SEDP কাজের জন্য বেতন কেমন?
উত্তরঃ প্রজেক্ট অনুযায়ী বেতন নির্ধারিত থাকে। চলমান সার্কুলারে প্রতি স্কুলের জন্য ১হাজার টাকা করে পাবে। 

SEDP জবে আবেদন করা যোগ্যতা কি লাগে?
উত্তরঃ অনার্স পাশ হলে ভালো। না হলে স্টুডেন্ট আইডির ছবি আবেদনকরার সময় সাবমিট করতে হবে।

SEDP কাজ করলে কি অভিজ্ঞতা সার্টিফিকেট দিবে?
উত্তরঃ হ্যাঁ। এই কাজে আপনি মাঠ পর্যায়ে কাজ করার একটি অভিজ্ঞতা সার্টিফিকেট পাবেন।

SEDP তে কারা আবেদন করা উচিৎ? 
উত্তরঃ যারা অনার্স অধ্যয়নরত বা অনার্স পাশ করে বেকার আছেন তারা আবেদন করতে পারেন। বেকার বসে না থেকে কিছু অর্থ আয় হলো,পাশাপাশি আপনি একটি অভিজ্ঞতা সার্টিফিকেট পেলেন।

আশাকরি SEDP নিয়ে আপনার মনে যত প্রকার প্রশ্ন ছিল উত্তর পেয়ে গিয়েছেন। জব রিলেটেড সকল প্রশ্নের উত্তর সবার আগে পেতে JobsQnA সাইটের বিকল্প নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন