সাম্প্রতিক ডাচবাংলা ব্যাংকে TO পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিচ্ছে। TO মানে ট্রেইনি অফিসার হলে ডাচবাংলার HR এর ভাষ্যমতে এই পদের ফাংশনাল নাম দেয়া হয়েছে Senior Sales Manager!
বাস্তবিক অন্য প্রসঙ্গে যদি বলতে হয়,তবে বলতে হবে ব্যাংকিং জব আর এখন ব্যাংকিং জব নেই। ব্যাংকার মানেই একজন আদর্শ সেলসম্যান! যে ব্যাংক সেলসে যত ভালো সে ব্যাংক তত উন্নত।
উদাহরণস্বরূপ ব্রাক ব্যাংক বাংলাদেশের প্রথম সারির ব্যাংক। এই ব্যাংকে যারা সার্ভিসে কাজ করে তাদের পদবি বেশিরভাগ BSSO
আর BSSO মানে সিনিয়র সেলস এন্ড সার্ভিস অফিসার। আগে সেলস,তারপর সার্ভিস। আর এই সেলসের কাজনেই ব্রাক ব্যাংকের অবস্থান আজ এত উচ্চতায়।
Dutch Bangla Bank এর Senior Sales Manager কাজ নিয়ে অনেকেই আমাদের JobsQnA সাইটে প্রশ্ন করেছেন। অনেকে এই পদে জয়েন করা নিয়ে কনফিউশানে আছে। তাদের সবার কনফিউশান দূর করতে আমাদের আজকের এই আর্টিকেল।
ডাচবাংলায় TO পদে Senior Sales Manager কাজ কি |
DBBL এর TO বা Senior Sales Manager এই পদের মূল কাজ হলো ডাচবাংলার উপজেলা থানা পর্যায়ে যেসকল এজেন্ট আউটলেট থাকবে সেগুলো তদারকি করা। কারন ডাচবাংলায় এজেন্ট ব্যাংকিং এ অনেক এজেন্ট টাকা নিয়ে পালিয়ে যায়। অনেক অনিয়মের অভিযোগ তো আছেই। যারা এই পদে জয়েন করবে তাদের অধীনে ৫-৭ টি এজেন্ট আউটলেট দেয়া হবে যেগুলো সে নিয়মিত তদারকি করবে।
সেইসব এজেন্টে সকল অপারেশনাল কার্যক্রম ঠিকভাবে হচ্ছে কিনা সামগ্রিক বিষয় তদারকি করাই Senior Sales Manager এর কাজ।
এই পদে কর্মীদের টার্গেট থাকবে। এজেন্টে ডিপোজিট বাড়ানো, ক্রেডিট কার্ড ও লোনের টার্গেট থাকবে। টার্গেট পূরন না করতে পারলে জব যাবেনা কিন্তু প্রমোশন আটকে থাকবে।
ডাচবাংলায় এমনিতেও প্রমোশন অনেক স্লো। তবে এই পদে ভালো কাজ করতে পারলে অনেক দ্রুত প্রমোশন পাওয়া যাবে। এক্ষেত্রে এজেন্টের সেলসের কাজটা নিজের কাধে নিয়ে করতে হবে। নতুন নতুন এজেন্ট আউটলেটের সন্ধ্যান করতে হবে। এজেন্ট বাড়াতে হবে।
এককথায় বলতে গেলে এটা পুরোপুরি ফিল্ড জব। আপনাকে একটি ল্যাপটপ দেয়া হবে যেটি আপনি বিভিন্ন এজেন্ট আউটলেটে নিয়ে ব্যাবহার করবেন। এছাড়া এই জবে শুক্রবার অফিস না করলেও,শনিবার কাজ করতে হবে। কারন এজেন্ট পয়েন্ট সপ্তাহে দুইদিন বন্ধ থাকবেনা। আপনাকে বাধ্য হয়েই সপ্তাহে একদিন অতিরিক্ত কাজ করতে হবে।
৭ বছরে ৩ টি প্রমোশন পেলে তারপর গাড়ি ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
এককথায় এই DBBL TO পদে আপনি এজেন্ট ব্যাংকিং এর সুপারভাইজার হিসেবে দ্বায়িত্ব পালন করবেন। সেলারি প্রথম অবস্থা ৩২-৩৪ হাজার পাবেন। এই জবটি যেহেতু সেলস জব সেহেতু TA/DA আছে। পার্মানেন্ট পদ হওয়ায় কমিশন আছে কিনা আপাতত বলা যাচ্ছেনা।
DBBL Senior Sales Manager পদটি ডাচবাংলার নতুন সৃষ্টি। ইতিপূর্বে এই পদ কখনো ছিল না। চাকরিপ্রার্থী যখন অফার লেটার আনতে গিয়ে শুনে এটি সেলস জব,তখন অনেকেই হতাশ হয়।
তবে এখন ব্যাংক জব মানেই সেলস জব। যে ব্যাংকারের মধ্যে যত বেশি স্যালসম্যানশিপ আছে, সেই ব্যাংকার তার ক্যারিয়ার তত দ্রুত উন্নত করতে পেরেছে।
বর্তমান এই চাকরি বাজারে ব্যাংকে পার্মানেন্ট জব পাওয়া অনেক কঠিন। প্রায় সব ব্যাংকই কনট্রাকচুয়াল পদে লোন নিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নিয়মের মারপ্যাঁচে ব্যাংকগুলো এখন পার্মানেন্ট পদে লোক নিয়ে অনেক অনিহা দেখা দিচ্ছে। সেইক্ষেত্রে ডাচবাংলা ব্যাংক সেলস জবে পার্মানেন্ট পদে সুযোগ পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। যারা এই পদে সুযোগ পেয়েছেন সবারই জয়েন করা উচিৎ বলে আমি মনে করি। খোজখবর নিয়ে দেখুন, ডাচবাংলায় পার্মানেন্ট পদে সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার। TO পদে যেহেতু পার্মানেন্ট নিচ্ছে সেহেতু জয়েন করা উচিৎ।
আর কোন প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে মতামত সাবমিট করতে পারেন।